![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[লেখাটি ফেসবুকে পোস্ট করেছিলাম ২৫ আগস্ট ২০১৫ তারিখে। আমার মনে হলো সামহোয়্যার ব্লগের আমার প্রিয় সহব্লগার ভাই-বোনদের উদ্দেশে এটি নিবেদন করলে মন্দ হয় না।]
মহানগরীতে আমার বাসার পূবের বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে মেহগনি গাছের পাতা ছিঁড়তে পারার আনন্দ যেমন আছে তেমনি কিছু বিড়ম্বনাও আছে। সকাল-বিকাল পাখিদের বিশেষ করে এক ঝাঁক চড়ুই পাখির কলতান আমাকে অন্য জগতে নিয়ে যায়। আবার অফিস থেকে ফিরে যখন পুত্রের মায়ের কাছ থেকে মৃদু বিরক্তির স্বরে শুনতে হয়, ‘কাপড়-চোপড়গুলো আবার ধুতে হবে- দেখ পাখিগুলো কী করেছে!’ আমিও লক্ষ্য করছি কিছুদিন ধরে চড়ুইগুলো বারান্দার গ্রিলে অথবা কাপড় টানানোর দড়িতে বসে মনের সুখে টয়লেট সারছে।
পুত্রের মা আমাকে প্রায়ই বলছে- একটা ব্যবস্থা নাও দয়া করে। কিন্তু কী ব্যবস্থা নিব ওদের বিরুদ্ধে ? ওরা যাবে কোথায় ? কোথাও তো নিরাপত্তা নেই! তাছাড়া আশপাশের অনেক বিল্ডিং রেখে আমাদের অতি সাধারণ ভবনকে তারা বসবাসের জন্য চয়েজ করেছে এটাই তো আমাদের জন্য সৌভাগ্যের। সূর্য ওঠার আগে কিংবা গোধূলীতে পাখির লাইভ কিচির মিচির রাজধানীর কয়টা বাসার বাসিন্দাদের ভগ্যে জুটে !
গত শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছি ভেজা লুঙ্গিসহ কয়েকটি কাপড় সাথে পাঞ্জাবীটাও দড়িতে ঝুলিয়ে এসেছি একটু রোদ লাগবে চিন্তা করে। মিনিট বিশেক পর পাঞ্জাবী আনতে গিয়ে দেখি পাখিগুলো তাদের দায়িত্ব ঠিকই সেরে ফেলেছে। একটা না দুইটা না তিন তিনটে চড়ুই একই সরল রেখায় বসে একই তালে পাঞ্জাবীটাতে টয়লেট করেছে। সারাদিনে তাদের যন্ত্রণার মাত্রা কত সহজেই অনুমান করা যায়।
না, আর চুপ থাকা যায় না, ব্যবস্থা একটা নিতেই হবে। কিন্তু কী ব্যবস্থা নিব ? কার কাছে অভিযোগ করব ? কে ওদের নিয়ন্ত্রণ করবে ? শাসকগোষ্ঠীর হাতে নির্বাহী ক্ষমতা মজুদ থাকা সত্ত্বেও শিক্ষিত চ্যালারা তাদের নিয়ন্ত্রণ মানা তো দূরের কথা- তাদের থোড়ায় কেয়ার করছে। শিক্ষিত মানুষেরা যদি এত অনিয়ন্ত্রিত বেপরোয়া হয় তবে এ পরিবেশে অবলা-অশিক্ষিত পক্ষীগুলো তাদের নেতা-নেত্রীর কোন নিয়ন্ত্রণের ধার ধারবে বলে বিশ্বাস হলো না।
তবু ব্যবস্থা নিতেই হবে, নিরব থাকলে চলবে না। নীতি কথা প্রচার করতে হবে, শাসনের বার্তা তাদের শুনাতেই হবে। কোন ব্যবস্থা না নিলে পুত্রের মা এবার আর সহ্য করবে বলে মনে হয় না। যে চিন্তা সেই কাজ- লাল কালি দিয়ে সাইনবোর্ড লিখে দড়িতে ঝুলিয়ে দিলাম- ‘গ্রিলে/দড়িতে চড়ুইসহ যে কোন প্রকার পাখি বসা নিষেধ।’
লেখার প্রতি পক্ষীগুলো সম্মান দেখাল কিনা জানিনা, তবে ৩/৪দিন পার হয়ে গেল পাখিদের দড়িতে বসতে তো দেখিইনি, বউয়ের কোন নালিশও এ ক’দিনে আর শুনতে হয়নি। এমনকি পক্ষীগুলোর টয়লেও আর নজরে পড়ছে না।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
সালেহ মতীন বলেছেন: সুপ্রিয় আবু শাকিল ভাই আপনাকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
কবি আকাশ বলেছেন: নতুন আইডিয়া । সত্যিই দারুন রসিয়া শক্তি ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
সালেহ মতীন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আমার ব্লগ কুটিরে বেড়াতে অঅসার জন্য।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
সাাজ্জাাদ বলেছেন: good job bro.
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
সালেহ মতীন বলেছেন: আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য ধন্যবাদ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
রুদ্র জাহেদ বলেছেন: বাহ!পক্ষীরা তাহলে আদেশ পালন করল।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
সালেহ মতীন বলেছেন: তাই তো মনে হচ্ছে প্রিয় জাহেদ ভাই। আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
হাসান নাঈম বলেছেন: চড়ুই পাখির মগজে যা ধরে - আমাদের অনেকে মনেহয় ততটুকুও অবশিষ্ট নাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
সালেহ মতীন বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই। ভালো থাকবেন।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
অগ্নি সারথি বলেছেন: শিক্ষিত পাখি সবগুলাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
সালেহ মতীন বলেছেন: হয়ত বা আপনার ধারণাই সঠিক। আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
সুলতানা রহমান বলেছেন: আজকাল কি মানুষের বুদ্ধি পাখিতে পাচার হয়ে যাচ্ছে?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
সালেহ মতীন বলেছেন: কেন পাখিরও তো নিজস্ব কিছু বুদ্ধি আছে। বাবুই পাখি দেখেন না কী নিখুঁত বাসা তৈরি করে। সৃষ্টিকর্তা তো এসবের শিক্ষা দিয়ে থাকেন। আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
দর্পণ বলেছেন: হা হা পাখিগুলো কোন স্কুলে যায় খবর নেওয়াটা জরুরী।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
সালেহ মতীন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আমারও তাই মনে হচ্ছে- খবর নেয়াটা দরকার।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
প্রণব দেবনাথ বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
সালেহ মতীন বলেছেন: আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৩
রক্তিম দিগন্ত বলেছেন: মনেহয় অন্য কোথাও পাখিদের পাঠশালা কার্য্যক্রম শুরু হয়ে গিয়েছিল। তারা ঐখানে পড়ালেখা করে শিক্ষিত হয়েই আপনার সাইনবোর্ডের লেখা পড়ে সতর্ক হয়ে গেছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
সালেহ মতীন বলেছেন: আপনার অনুমানই হয়ত সঠিক। অনেক ধন্যবাদ আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্যও মন্তব্যের জন্য।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
তা ওদের একটা ছোট্ট ঘর বানিয়ে দেন না, তাহলেইতো ওরা সেখানে থাকতে/টয়লেট করতে পারে...
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
সালেহ মতীন বলেছেন: সুপ্রিয় জহিরুল ভাই আপনাকে ধন্যবাদ। তবে ওরা সম্ভবত বিধিবদ্ধ নিয়মে বদ্ধ বাথরুমে টয়লেট সারতে রাজি হবে না।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
খেয়া ঘাট বলেছেন: জটিল
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২
সালেহ মতীন বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত আইডিয়া স্যালুট হা হা হা হা হা
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
সালেহ মতীন বলেছেন: সুপ্রিয় মাহবুবুল আজাদ ভাই, আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার এবং মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন আশা করি।
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: সালেহ মতীন ভাই ব্লগের আঙ্গিনাটা অনেক বিশাল, এখানে নিত্য দেখা সাক্ষাত হবে, ভাল থাকবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
সালেহ মতীন বলেছেন: জী ভাইজান, ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে। দোয়া চাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
আবু শাকিল বলেছেন: গভীর
আপনার রসবোধে মুগ্ধ।