নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

সালেহ মতীন

সালেহ মতীন › বিস্তারিত পোস্টঃ

বর খালি ঝামেলা বাঁধায়

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

বার্ষিক পরীক্ষার পর নানা বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসে আমাদের রাতিব রিদওয়ান তার একমাত্র মামাত বোন রাইসা (যার বয়স মাত্র ৫ বছর পূর্ণ হলো) সম্পর্কে আমাকে বলল, “বাবা জান, রাইসা একটা বিয়ের কার্ড নিয়ে সারা ঘর ঘুরেছে আর বলছে যে, আগামী কাল তার বিয়ে। এ কথা শুনে তার দাদী বলছে যে তোর বর কোথায় ? তখন রাইসা জবাব দিযেছে, বর লাগবে না, বর খালি ঝামেলা বাঁধায়। এটা শুনে সবাই বিষ্ময়ের সাথে হেসেছে।” সংবাদটি শুনার পর আমার কাছে অস্বাভাবিক মনে হলো। অন্যরা এটাকে কথার কথা বা সাময়িক বিনোদনের উপজীব্য মনে করলেও আমি সেটা মনে করতে রাজি নই। কেননা, তার সংসারে দুই নারী তার মা ও দাদী কারোরই মুখ থেকে এ ধরনের কথা কখনই বের হবার কথা নয়। তারা খুবই নিরীহ ও কনজারভেটিভ মানসিকতার মানুষ। গত সপ্তাহে ২ ঘণ্টার জন্য রাতিব ও তার মাসহ জরুরী কাজে ঐ বাড়িতে গেলে আমি ইচ্ছে করেই রাইসাকে জিজ্ঞেস করলাম, তোমার নাকি বিয়ে, কবে বিয়ে? সাথে সাথে সে বলল কাল। আমি বললাম, বর কৈ ? সে স্ট্রংলি বলল, বর লাগবে না, বর খালি ঝামেলা বাঁধায়। আমি আরেকবার জিজ্ঞেস করলাম, সে এবার আরেকটু চড়া গলায় মৃদু বিরক্তির সাথে একই জবাব দিল।
আমি শুনে মুচকি হাসলেও ভেতরে থমকে গেলাম। রাতিব তো বিশুদ্ধ বার্তাই আমাকে দিয়েছে ! অবাক হচ্ছি এইটুকু মেয়ে এ কথা বা অনুভূতি পেল কোথা থেকে ? শিশুর মনকে বুঝতে আমাদের আরো এ্যাডভান্স হওয়া দরকার। এই সত্য বা অসত্যের অনুভূতি ঐ বয়সে একটি মেয়ে শিশুর মধ্যে আসলে জাগার কথা কিনা তা নিয়ে শিশু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছি।
প্রিয় বন্ধুরা আপনারা যারা জামাই (কারো বর), অথবা আপনাদের যাদের জামাই(হাজবেন্ড) আছে এবং যারা অদূর ভবিষ্যতে কারো জামাই হতে অথবা জামাই পেতে চলেছেন তারা কি এই কথার সাথে একমত ? বর আসলেই কি খালি ঝামেলা বাঁধায় ?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: ধুর... জীবনের সবখানে অঝামেলা আর ঝামেলা আছে।
অত ভেবে লাভ কি?

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

সালেহ মতীন বলেছেন: জী বিজন দা অঅপনি ঠিকই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

রানার ব্লগ বলেছেন: ঝামেলা আসলেই পুরাটাই ঝামেলা

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

সালেহ মতীন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

আবু শাকিল বলেছেন: ঝামেলা শব্দটাই এক বিশাল ঝামেলা।
রাইসা র কথা বাদ দিলাম।
সকল বর কি ঝামেলামুক্ত??
ঝামেলা এমনি এমনি আসে না।ঝামেলা আমদানি -রপ্তানী করতে হয়।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

সালেহ মতীন বলেছেন: সুপ্রিয় আবু শাকিল ভাই মন্তব্যের জন্য অঅপনাকে অনেক ধন্যবাদ। তা আপনি ভোলো আছেন তো ?

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

আবু শাকিল বলেছেন: সালাম জানবেন মতিন ভাই
ভাল আছি শব্দটা অনেক মিথ্যা।
আমি ভাল আছি।আলহামদুলিল্লাহ।
:)

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা ঝামেলা খালি বর কেন বাঁধাবে , কনেও বাধায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

সালেহ মতীন বলেছেন: এতক্ষণে আসল ও ভারসাম্যপূর্ণ সত্যটি পেলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.