![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাত বছর বয়সী আমাদের পুত্রকে পরামর্শ দিয়েছিলাম চলতে ফিরতে সামনে যা কিছু লেখা দেখবে পড়ার চেষ্টা করবে। যদি বুঝতে না পার বুঝে নেয়ার চেষ্টা করবে। অনেক পরামর্শ ভুলে গেলেও দেখলাম এটি তার ঠিকই মনে আছে। কয়েক দিন আগে রাতে এক টাকার একটি কয়েন যেটাতে লেখা আছে ‘পরিকল্পিত পরিবার-সবার জন্য খাদ্য।’ এটা দেখে তার বিষ্ময়ের শেষ নেই! দৌড়ে এসে আমাকে প্রশ্ন করল, বাবা এখানে সবার জন্য খাদ্য লেখা কেন ? আমি বললাম, এটি মৌলিক অধিকার নিশ্চিতকরণ বার্তা সম্বলিত একটি শ্লোগান। এবার সে জানতে চাইল, শ্লোগানটা আবার কী ? যাই হোক কোন রকম বুঝিয়েছি। এবার আমার কাছ থেকে একটু দূরে গিয়ে মিনিট তিনেক পর কী যেন ভাবনা-চিন্তা করে অাবার কয়েনটি নিয়ে ফিরে এসে বেশ আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, “বাবা ! এক টাকায় কি সবার জন্য খাদ্য হবে ? একটা চকলেটের দামই তো এক টাকা !” বলেই কি মনে করে একটু হাসল। আমি মনে মনে বললাম, বাবা এক সময় এই বাংলায় টাকায় ৮ মণ চাউল পাওয়া যেত.....যা আমাদের সবার প্রয়োজনীয় খাদ্যের চেয়ে ঢের বেশি। সমৃদ্ধ সে অতীত কত দ্রুতই না পেছনে ধাবিত হচ্ছে !
০২ রা মে, ২০১৬ দুপুর ২:০৪
সালেহ মতীন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ছেলের জন্য দোয়া করবেন।
২| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪২
Palash Talukder বলেছেন: বর্তমানে এক টাকায় একটা চকলেট পাওয়াটাই কঠিন ব্যাপার।
তবে আপনার ছেলে কিন্তু যথেষ্ট বিচক্ষন।।।।
০২ রা মে, ২০১৬ দুপুর ২:০৪
সালেহ মতীন বলেছেন: ব্রাদার পলাশ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ছেলের জন্য দোয়া করবেন।
৩| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:০৮
এম.এইচ.সজিব বলেছেন: বাপবেটা দুইজনের জন্যই শুভকামনা রইল!
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪১
আহলান বলেছেন: গুড কোশ্চেন .... সবার জন্য পেট ভরে খাদ্য তো আর লেখেনি ... হিহিহিহি ... ভাইস্তা বড়ই এলেমদার হইবো বুঝা যায় !