![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো সেদিন, চায়ের দোকানে বসেছিলাম
হাতে আধপোড়া একটা সিগারেট।
পাশে রেললাইন,..
গুটি কয়েক লোক...
পড়ন্ত বিকেল
রোদের আলো ফিকে হয়ে ঢলে পড়ছে,
পশ্চিমের কোলে!
কাকের কর্কশ ডাক!
হয়তো কমদামী সিগারেটের কারনেই,
নয়তো নিকোটিনের ভেজালে,
মাথার ভেতরটা কেমন যেন ঝিম মেরে গেলো!
-কাকা দুইটা ট্যেহা দাও!!
চাহনিতে কি মায়া!!
সে কি করুনা!!
সত্যিই অপুর্ব!!
তবুও উপেক্ষা আমার!!
শিখে গেছি যে!!
মানুষ কিভাবে অমানুষ হতে পারে।
টাকা নাই!! মাফ করো!!
-কাকা দে না!! খামু!!
নাই!! যা!!
ব্যাস এতটুকুই!!
আর বেশি না!
চলে গেলো,
বসে ছিলাম,
নতুন আরেক সিগারেট, গরম চা,
চায়ে চুমুক।
ট্রেনের তীর্ব্র হর্ণ দুরে কোথাও!!
হ্যালো জান! কই আছো?
চায়ের দোকানটায় ও আচ্ছা আসছি!!
৫ মিনিটের ক্ষন।
১৫ মিনিটের অপেক্ষা।
মৃদু শব্দের ট্রেনটা বিকট পোঁ পোঁ করতে করতে চলে গলো।
কটা লোক সামনে ছুটলো
হয়তো কেউ মারা গেছে
ভিতরটা মোচড় দিলো!!
কে হতে পারে!?
নুরি নয়তো!!?
ওরতো আসবার কথা!!
দুঃখিত! এই মুহূর্তে সংযোগ.....দেয়া সম্ভব......
কান্না আসছে তবে কি!!?
যাচ্ছি না ভয় লাগছে।
যদি দেখি....!
যদি ও.....!
মোবাইলে কল!
হ্যালো কই তুমি!!
এইতো টংএ!
দীর্ঘশ্বাস,
ভারটা নেমে গেলো!!
তবে কে মারা গেলো ছেলেটা নাতো!!?
কেমন জানি শির শির অনুভুতি,
আমার জন্যই মারা গেলো,
কি হলো এটা।!?
টাকাটা দিলেই পারতাম,
যদি আসলেই না খেয়ে থাকে,
আহ আহ্ মরার আগে খাবার পেলো না।
আমিই মেরে ফেললাম।
অপরাধী অপরাধী
কারা চিৎকার করছে!!?
দেখতে যাবো?!!
একি করলাম!!
হায় একি করলাম,
আমার বিলাপ
-টাকা দেননা!?? খামু!!!
নাই, যা!!!
পরিচিত স্বর,
মানে বেঁচে আছে!!!
ওই পিচ্ছি....
এদিক আয়!!
আমার হাতের ইশারা।
মামা চা রুটি দেওতো।
কলা আছে??
এইতো সেদিনই।
নিজের নিজের মনুষত্যটা ফিরে পেলাম!!
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১২
রাসেল রহমান বলেছেন: ধন্যবাদ লায়লা
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুনসসসসস