![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যচাচা, সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যারা “জয় বাংলা” না বলে “বাংলাদেশ জিন্দাবাদ” বলে তারা পাকিস্তানের এজেন্ট’।
আমার প্রশ্ন হল, আমরা যারা প্রতিদিন কাজের প্রয়োজনে Sorry, Thank you, Welcome, Table, Chair, এসব শব্দ ব্যবহার করি আমাদের কি ব্রিটেন, আমেরিকা চলে যাওয়া উচিত যদি তা হয় দয়া করে আমার ভিসার ব্যবস্থাটা করে দিন, আমার মনও এখানে থাকতে চায় না।
তাছাড়া আওয়ামিলিগ শব্দটার মানে ও উৎপত্তি স্থল কোথায় একটু ভেবে দেখবেন।
আপনাকেই উদ্দেশ্য করে বলছি, নানাকে দাদা বললে তো এমন হতেই পারে, দয়া করে ভাল একজন মানসিক ডাক্তার দেখিয়ে নেবেন।
২| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়াম থেকে আওয়ামী আওয়াম খোদ উর্দু শব্দ!
সেই হিসাবে পাকিস্তানের সবচে বড় এজেন্টতো আওয়ামীরাই!!!!!!!!!
নিজেরা আইজও বাঙালী হইতে পারলনা.....
আর ফালতু সেন্টিমেন্ট নিয়া সবাইরে দেশে থেইক্যা যাইতে কয়!!!
এইসব ষ্টান্টবাজির দিন শেষ!!!!
৩| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৬
মদন বলেছেন: জাতির নাতি হিউজ ধরা খাইসে বেফাস কথা বইলা। প্রথম আলোর পেজে মন্তব্য পড়লে জাতির নাতি এই মুহুর্তে বিমানে চাইপা দেশ থেকে ভাগতো (যদি লজ্বা থাকে)
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৭
াহো বলেছেন:
জয় বাংলা
একটি রাজনৈতিক স্লোগান যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবল ভাবে প্রেরণা যুগিয়েছিল। এর আগে বাঙালি কখনো এত তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান দেয় নি, যাতে একটি পদেই প্রকাশ পেয়েছে রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ । জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে জয় উদযাপন করত .১১ এপ্রিল ১৯৭১ তারিখে প্রচারিত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহ্মদের প্রথম বেতার ভাষণটি শেষ হয়েছিল "জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ" স্লোগান দিয়ে।