নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

কোন প্রশ্নটা করা অভদ্রতা?

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩

ক্লাস নাইনে যখন পরি তখন একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন ছিল এমন যে, কোন প্রশ্নটা করা অভদ্রতা? অপশন গুলো ছিল সম্ভবত-
১/ আপনার বয়স কত?
২/ আপনার বেতন কত?
৩/ আপনি করেন কি?
৪/ আপনার বংশ কি?
সঠিক উত্তর (বেতন কত) নিয়ে আমি তখন চিন্তিত ছিলাম। ভাবতাম বেতন কত এটা তো খারাপ কিছু বলে নাই, অভদ্রতা হবে কেন? তখন ব্যাখ্যা করার কেউ ছিল না বিধায় মনের ভিতর একটা প্রশ্নবোধক অনুভুতি থেকে গিয়েছিল। হতে পারে তখন বেতন পেতাম না তাই উত্তরটা ও পাই নি। এতগুলো বছর পরে এসে নিতান্তই একটা ছোট চাকরি করার সক্ষমতা আল্লাহ দিয়েছে বিধায় সেই সুবাদে অল্পকিছু বেতনও পাই। অার এই বেতনকে কেন্দ্র করে মগজে জমে থাকা প্রশ্নের জট খুলতে শুরু করে গত ঈদের পর থেকে। অনেক বছর পরে ঈদের ছুটিতে গ্রামে দাদা বাড়ি যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। প্লান অনুসারে, সাথে এক বন্ধুকে নিয়ে ঈদের পরদিন গ্রামে পৌছানোর পর আপ্যায়নের পর্ব শেষে অজানা এক মানসিক চাপে মন আবার নতুন করে অস্তিকর ব্যাকুলতা প্রর্দশন করতে থাকে। আশে পাশের বাড়ি থেকে আসা পরিচিত/অপরিচিত মুরুব্বীরা ও মহিলাদের অনেক প্রশ্নের মাঝে ঐ বিখ্যাত (বেতন কত) প্রশ্নটা ছিল হিটলিষ্টে(!!)।

আমি কোথায়, কি করি, বিয়ে কবে করব, এমনকি গার্লফ্রেন্ড আছে কিনা তাও একজন প্রশ্ন করতে বাকি রাখে নি। সব প্রশ্নের মোকাবেলা করে কোন এক অজানা কারনে ঐ বিখ্যাত বেতনের প্রশ্নে আটকে গেলাম। এর উত্তর কিভাবে এড়ানো সেটা ভাবতে ভাবতে বুঝতে পারলাম এই প্রশ্নটা আসলেই অসস্তিকর অভদ্রতা। আমাদের তথাকথিত শিক্ষিত সমাজের ও অনেকেই এটা করে থাকে কারন এর দ্বারা তারা লোকজনের স্ট্যাটাস পরিমাপ করে।
কেন ভাই, বেতন কম হলে কি তার সামাজিক অবস্থান নিচু হয়ে যাবে? ঐ ব্যক্তির ব্যক্তিত্ব, আচরন, ভদ্রতা, শিষ্টাচার এইসবের কোন মূল্য নেই? ধিক্কার জানাই এই সমাজকে ধিক্কার জানাই এই মানসিকতাকে। মানুষকে মূল্যায়ন করুন তার ব্যবহারে, টাকার পরিমানে নয়।
শিক্ষিত হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল একজন ভাল মানুষ হওয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩

এসব চলবে না..... বলেছেন: মনে আছে আমি তখন বোধ হয় ১৪-১৫ হাজার টাকা বেতন পেতাম।
একজন চাচা বেতন কত পাও প্রশ্নের জবাবে বলছিলাম "৪০০০০ টাকা"

উনি ভিরমী খেয়ে চলে গেলেন। :D

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৪

বিবর্ন সভ্যতা বলেছেন: বেতন নিয়া যে তাদের কত আগ্রহ....। কি কইতাম ?

২| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৬

অর্বাচীন পথিক বলেছেন: আমাদের তথাকথিত শিক্ষিত সমাজের ও অনেকেই এটা করে থাকে কারন এর দ্বারা তারা লোকজনের স্ট্যাটাস পরিমাপ করে

Right bro

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

বিবর্ন সভ্যতা বলেছেন: এমনভাবে প্রশ্ন করে মনে হয় যেন তাদের মেয়ে বিয়া দিবার চাইতেছে.।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: ইচ্ছামতন একটা বইলা দিবেন...তারপরে দূরে গিয়া মরুক =p~

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬

বিবর্ন সভ্যতা বলেছেন: তখন আবার আরেক বিপদ, মনে করবে ছেলেটা বেয়াদব ? জ্বালা হইছে আমাগো।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

আলফাত্তাহ ফাহাদ বলেছেন: যথার্থ বলেছেন :3

৫| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

জাহাঙ্গীর গুরু বলেছেন: ভাই...............এমন জায়গায় ফোকাস করলেন ...............। আমার এক কাজিন আছে যে মাসে অনেক টাকা বেতন পায়। যখন সিঙ্গাপুরে তখন নাকি মাসে ছয় লাখ টাকা পাইত শুনছিলাম। কয়দিন পর পর অফিসের কাজে দেশের বাইরে যায়। মা বাবা সহ ফ্যামিলি নিয়া দেশে বিদেশে বেড়াইতে যায়। আমার বাসায় প্রায়ই এই রকম কথা শুনতে হয় ..............হেও ছেলে তুইও ছেলে হে পারলে তুই পারস না কেন? পোলা থাকলে এইরকম পোলাই থাকন দরকার .........। অবস্থা আরো শুচনীয় হইল যখন আমার চাকরিটা চলে গেল ..........................।

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

বিবর্ন সভ্যতা বলেছেন: আমাদের মা-বাবারা ও অনেক সময় বেতন দিয়া স্ট্যাটাস পরিমাপ করে, এখানে হইছে জ্বালা। আরে ভাই কেউ যদি বেশি টাকা বেতন পায় তখন তার যতই ক্যারেক্টার ঢিলা থাকুক না কেন তাকে সমাজ মাথায় করে রাখে। আপনার টাকা কম, পরিবার ও সমাজে আপনার স্ট্যাটাস ও কম।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭

ভিটামিন সি বলেছেন: এই প্রশ্নটা আমিও পড়েছিলাম এবং উত্তরটাও। সম্ভবত বাংলা ব্যাকরণে ছিল, তাই না? বেতন কত বলাটা আসলেই খুব কঠিন।

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

বিবর্ন সভ্যতা বলেছেন: ভাই, এইটা মনে হয় বাংলা কোন প্রবন্ধে পড়েছিলাম সম্ভবত প্রমথ চৌধুরির লেখা ছিল।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪

যুগল শব্দ বলেছেন:
শিক্ষিত হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল একজন ভাল মানুষ হওয়া।

সহমত ++ ভালো থাকবেন ।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩

জহির উদদীন বলেছেন: ১/ আপনার বয়স কত?
২/ আপনার বেতন কত?
৩/ আপনি করেন কি?
৪/ আপনার বংশ কি?
দেখুন সমাজের কিছু উৎসুক মানুষের মুখ বা আগ্রহ বন্ধ করা যাবে না, যেটা করা যায় এক্ষেত্রে, বিব্রত না হয়ে একটু ডিপ্লোমেসি পন্থা অবলম্বন করে উত্তর দেওয়া যেতে পারে..., কেননা প্রশ্ন এড়িয়ে যাওয়া সন্দেহের উদয় হওয়া বা প্রশ্নকর্তাকে এড়িয়ে যাওয়া, যা অনেক ক্ষেত্রে নেতিবাচক বা অসন্মানের কেননা এমন প্রশ্ন আপনিও কোথাও না কোথাও , কাউকে না কাউকে করে থাকতে পারেন....ধন্যবাদ

৯| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯

অর্বাচীন পথিক বলেছেন: শুধু মেয়ে বিয়ে দেবার জন্য না। মেয়েদের ও এই প্রশ্ন শুনতে হয় শ্বশুর বাড়িতে। বউ এত ক্ষমতা কত টুকু এটা যাচায় করার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.