![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
ছেলেটি চাইছিল সবকিছু ঠিক থাকুক, কিন্তু সব ঠিক রাখতে গেলে যে যুদ্ধ করতে হবে এবং সেটা নিজের সাথেই!! অপরের সাথে যুদ্ধ করে জেতার অনেক রেকর্ড তার আছে কিন্তু নিজের সাথে কখনো তাকে যুদ্ধে নামতে হয়নি। সে বুঝতে পারছিল না এটা কেমন হতে পারে, অনেকক্ষন ভাবার পরও সে কনফউজড্।
যাই হোক, যেকোন একটা সিদ্ধান্তে তাকে পৌছাতে হবেই। হাতে একদম সময় নেই। একদিকে পারিবারিক ঐতিহ্য, সম্মান, তিলে তিলে গড়ে তুলা নিজের ব্যক্তিত্বসম্পন্ন ব্যাকগ্রাউন্ড। অন্যদিকে হাজারও স্বপ্নবোনা, স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে প্রেয়সিকে দেয়া কথা। কোনটাকেই সে ছোট করে দেখতে চাইছে না।
আবেগ ও বাস্তবতার সন্ধিক্ষনে সে দুলছে, যেকোন একদিকে তাকে থামতে হবে। অপরের সাথে যুদ্ধে শত্রুপক্ষকে আহত করার মাঝে বিমল আনন্দ পাওয়া যায় কিন্তু নিজের সাথে এই যুদ্ধে তাকে নিজেই নিজের আঘাতকারির ভুমিকা নিতে হচ্ছে। একটু বেশি বিবেক মানুষদের বোধহয় কখনো কোন সম্পর্ক জড়াতে হয় না। বিবেক আর আবেগের দন্ধে আপনাকে বিবেকের পক্ষ অবলম্বন করতে হবে সেটা যত কঠিনই হোক না কেন। ছেলেটিও তাই করল........
:
:
ছেলেটি বুঝেনি যে, তার এতবড় সেক্রিফাইস সহ্য করার ক্ষমতা নেই। যখন বুঝেছে তখন বড্ড দেরি হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
বিপরীত বাক বলেছেন: অবশ্যই প্রেয়সী।
অন্যদিকটা ভুয়া। রঙীন ফানুষ।
বরং প্রেয়সী আমরণ থাকে।