নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

শুধুই টাকা কি মানুষের যোগ্যতা পরিমাপ করার স্কেল ?

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬


আমরাই এমনই এক অন্ধ সমাজে বাস করি যেখানে টাকা ছাড়া মানুষের যোগ্যতা পরিমাপ করার কোন স্কেলই নাই।
মেয়েপক্ষ : ছেলে কি করে?
ছেলেপক্ষ : ছেলে বিদেশ (ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য) থাকে।
মেয়েপক্ষ : ওকে ঠিক আছে, আমরা রাজি।
চিন্তা করেন, বিদেশ থাকাও নাকি যোগ্যতা!! কোন আবালের সমাজে বসবাস করি। ঐ পোলার শিক্ষাগত যোগত্যা, ব্যক্তিত্ব, কাজের ধরন কিছুই দরকার নাই। ইউরোপ, আমারেকা থাকলেই হল।
(যারা বিদেশে থেকে কষ্ট করে রোজগার করে তাদের আমি সম্মান করি, কিন্তুু অসম্মান করি আমাদের নিচু মানসিতার মাপকাঠিকে)

এমন অনেক পরিবারকেই জানি যারা, গ্র্যাজুয়েট মেয়েটাকেও ইউরোপ, আমারেকা থাকা আন্ডার মেট্রিক পোলার কাছে বিয়ে দিতে দ্বিধা করে না।
ছেলের বাড়ি- গাড়ি থাকা চাই, ব্যাংকে অনেক টাকা থাকা চাই, বিয়েতে ভূরি ভূরি গয়না দেয়া চাই, ৫/১০ লক্ষ টাকা কাবিন করা চাই।
কেউ একবারও ভাবতে চায় না যে, যদি পৈত্রিক জমিদারী না থাকে তবে, একটা ছেলে লেখাপড়া শেষ করে সৎ ভাবে এসব করতে জিবনের অধিকাংশ সময় পার হয়ে যাবে, কারো হয়তবা সারাজিবন লেগে যাবে। তাহলে ষুষ, দুনীর্তি ছাড়া মেয়েপক্ষের চাহিদা পুরন করা তার দ্বারা কেমনে সম্ভব হবে?

মেয়েপক্ষের অভিবাভকরা যে বুঝে না ব্যাপারটা তা নয়। তারাও মনে মনে চায় যে, ঘুষ, দুনির্তি যাই করুক ছেলের টাকা থাকলেই হল।
এইসব বিকৃত মানসিকতাই সমাজটাকে দিন দিন নষ্ট করে দিচ্ছে। এখানে কারো ব্যক্তিত্ব, সততা, সামাজিক মূল্যবোধ, ধার্মিকতা কোন কাজেই আসে না। এভাবেই একটা সমাজে হতাশা ও অস্থিরতার সৃষ্টি হয়।
আল্লাহ যেন শিঘ্রই আমাদের বোধশক্তির উদয় ঘটান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: কোন আবালের সমাজে বসবাস করি ....আমাদের বোধশক্তির উদয় ঘটান।।
:)

২| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

বিবর্ন সভ্যতা বলেছেন: আমরা এখন পড়ালেখা করি টাকা কামানোর জন্য, রাজনৈতিক ফায়দা নিয়ে টেন্ডার, চাদাবাজি করার জন্য। মূল্যবোধ তৈরিতে শিক্ষা এখন আর কোন অবদানই রাখতে পারছে না । এর বাজে প্রভাব পরতে শুরু করছে সামাজের চারপাশে প্রতিটি ক্ষেত্রে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.