নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

"কাছে আসার গল্প” বনাম বাস্তবতা।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

আমরা "কাছে আসার গল্প" গুলো নিয়ে খুবই আবেগপ্রবন হয়ে যাই কিন্তুু "দুরে যাওয়ার গল্প" গুলো নিয়ে কারোই মাথা ব্যাথা নেই। অথচ আপনাদের এই "কাছে আসার গল্প" তৈরি করতে গিয়ে কত জিবনের সলিল সমাধি ঘটেছে, কত দেহ বিক্রি হয়েছে, কতটা পরিবার ধব্বংস হয়েছে সেসব কাহিনী আপনাদের প্রতিযোগিতায় স্থান পায় না। কারন সেখানে আপনাদের কোন বিজনেস থাকে না, থাকে না কোন প্রফিট। আপনাদের দরকার একশত পরিবার ধব্বংস করে হলেও একটি "কাছে আসার গল্প"। কতটা লজ্বাহীনতা, কতটা অনৈতিক, কতটা বেহায়াপনা হলে একটা "কাছে আসার গল্প" তৈরি হতে পারে সে সম্পর্কে আপনাদের কোন ধারনাই নাই। অাজকে সমাজে প্রচলিত "অমুকের ফ্ল্যাট/তমুকের ফ্ল্যাট" আপনাদের এই আজগুবি গল্পেরই ফসল।

আপনাদের গল্পের কাছে আসার অনুপ্রেরনায় অনেকে এতটাই কাছে আসে যে পুরো সমাজে তখন তাদের "লিংক" খুজে বেড়ায়।
উটপাখির মত মাথা গুজে থাকলে বড় জোর নিজেকে প্রতারিত করতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন না।

সমাজে শুধু নস্ট প্রেমকাহিনী প্রচার করে বিজনেস করবেন তা কেমনে হয়? বিজনেস মাকের্টিং করার আরো হাজারটা ভাল পন্থা রয়েছে সেগুলো ফলো করেন।
সমাজে শতশত হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধি মানুষ রয়েছে যারা নিজেদের চেষ্টায় ভাল কিছু করছে। তাদের নিয়ে গল্প তৈরি করুন, তাদের জিবন সংগ্রামের ইতিহাস সমাজে প্রচার করুন। তা না যতসব "কাছে আসার গল্প" !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

একজন সত্যিকার হিমু বলেছেন: কাছে আসার এসব গল্পগুলি প্রজন্মকে নষ্ট করে দিছে ।
এগুলি বন্ধ করার কি কেউ নেই এই জাতির বুকে !

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

বিবর্ন সভ্যতা বলেছেন: আমাদের মিডিয়াই আমাদের নস্টের মুল কারন। সরকার জনগন এরা এখন জাতিকে নিয়ে চিন্তা করে না সবাই যার যার আখের গোছাতে ব্যস্ত।

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X(( প্রগতিশীল চিন্তাবিদের সত্যিকারের চিন্তার ফসল হল 'কাছে আসার গল্প'!

ওরে মিউ ডাক শুনে আন্তাজ করা যায় এটা কালো বিড়াল না ধলো বিড়াল।

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

বিবর্ন সভ্যতা বলেছেন: প্রগতিশীল না বলে বলুন ফ্রডগতিশীল। ওদের বিড়াল বললেও বিড়ালের মত একটা নিরীহ প্রানীকে অপমান করা হবে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: আমি এই বিষয়ে একটি পোস্ট দেব ভাবছিলাম। মিডিয়ায় অনবরত বেহায়ার মত যে এড প্রচার করা হচ্ছে, তা যুবসমাজের মধ্যে নষ্টামির প্রচার ছাড়া আর কিছু নয়। পন্যের প্রচারে তাদের নষ্টামিকেই বেছে নিতে হল।

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

বিবর্ন সভ্যতা বলেছেন: কয়দিন পর তাদের সন্তানদেরও এই মন্ত্রে দিক্ষিত করে বিজ্ঞাপনের কাজে লাগাবে। ওরা সব পারে।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সাথে যোগ হয়েছে বিয়ে উতসব নামে আরেক ফাজলামি।

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

বিবর্ন সভ্যতা বলেছেন: একটা বিয়ের অনুষ্ঠানের খরচ দিয়ে শত শত গরিবের সংসার চলে। অথচ যারা এত আয়োজন করে বিয়ে করছে তাদের সংসারেরই কয়দিন পর খবর থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.