নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

কিভাবে ঢাকার জ্যাম এবং জনসংখ্যা কমতে পারে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

বাহিরের দেশে যোগাযোগের অন্যতম মাধ্যম হোলো রেল যোগাযোগ , বেশী দূরে গেলাম না এমনকি আমাদের পাসের রাষ্ট্র ইন্ডিয়াতে প্রতিদিন লাখ লাখ লোক ট্রেনে ভ্রমন করে , অনেকে আছে যারা ১০০ মাইল বা এর থেকে আরো দূর থেকে অফিস করতে আসে আবার তাদের নিজস্ব গন্তব্যস্থলে চলে যায় । এবং এই খাত থেকে ইন্ডিয়ান সরকার প্রচুর রাজস্ব আদায় করে থাকে ।



আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের ঢাকা থেকে কুমিল্লা , চাঁদপুর ,গাজীপুর , ময়মনসিংহ , নরসিংদী , মুন্সিগঞ্জ বেশী একটা দূরে নয় , বড়জোর সবগুলা জেলা থেকে ঢাকার দূরত্ব ১০০ থেকে ১৫০ মাইলের মধ্যে । একটা উধাহারন দেই ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৩.৮ কি.মি , আমরা যদি বাসে যাই সময় লাগে ২ ঘণ্টা কি ৩ ঘণ্টার কাছাকাছি । আবার ঢাকা থেকে ময়মনসিংহ এর দূরত্ব ১৪৬.৮ কি.মি , কিন্তু যেতে সময় লাগে ৪ ঘণ্টার উপর কারন ঢাকা থেকে ময়মনসিংহের রাস্তার বেহাল খারাপ অবস্থা । নরসিংদী আর মুন্সিগঞ্জ আরো কাছাকাছি তারপরও ১ কি ২ ঘণ্টার উপর সময় লাগে । মূলত জ্যামের কারনে ।



এই ক্ষেত্রে দেখা যায় কি , এসব অঞ্চলের লোকেরা তখন বাধ্য হয়ে ঢাকায় পরিবার সহ বাসা ভাড়া করে থাকে , বেতন যা পায় তার অর্ধেকের বেশী চলে যায় বাসা ভাড়া দিতে , তাছাড়া খাবার খরচ আছে আরো কতো কি । কিন্তু তারা যদি তাদের নিজ জেলা শহরে থাকতো ওই খান থেকে এসে তারা ঢাকায় অফিস বা ব্যবসা করতো তাদের জীবনযাত্রার খরচ অনেক কমে যেতো । কারন জেলা বা উপজেলা অঞ্চল গুলোতে মোটামুটি অনেকের বাড়ি থাকে বা ওই খানে বাসা ভাড়া অনেক কম , তুলনামূলক ভাবে ঢাকা থেকে খাবার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম হয়ে থাকে । তখন খরচ অনেক কমে যায় । আর সবচেয়ে ভালো যেটা হয় ঢাকা হলো আমাদের রাজধানী শহর এটার উপর থেকে অধিক জনসংখ্যার চাপ অনেক কমে যায় । তখন দেখবেন ঢাকায় বাসা ভাড়া বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক কমে গিয়েছে , কারন তখন আগের মতন জনসংখ্যার অতোটা চাপ থাকবে না ।



আমাদের মাননীয় সরকার যদি উন্নতমানের আধুনিক রেল যোগাযোগের ব্যাবস্থা করতে পারে এসব জেলাগুলোর সাথে , তাহলে কিন্তু আমাদের ঢাকার উপর থেকে কিন্তু অনেকটাই চাপ কমে যাবে । দেখা যাবে তখন এখন যা লোক থাকে তার ৬০% ঢাকায় থাকছে আর বাকি ৪০% প্রতিদিন অফিস শেষ করে যে যার জেলাতে চলে যাচ্ছে, তখন ঢাকায় অনেকটা পরিবেশ দূষণ ও কমে যাবে । ঢাকার উপর চাপ ও অনেক কম পড়বে ।



আরেকটা কথা না বললেই নয় , এটা আমাদের এম,বি,এ ক্লাসের এক স্যার বলেছিলো । স্যার মূলত ছিল ব্যাংকার আর পার্ট টাইম প্রফেসর । তিনি একদিন ক্লাসে সুন্দর একটা কথা বলেছিলেন , স্যার এর বাসা ছিলো উত্তরা আর অফিস ছিলো মতিঝিল , তা স্যার কে প্রতিদিন অফিস এর জন্য উত্তরা টু মতিঝিল বা মতিঝিল টু উত্তরা বাসায় আস্তে হতো , স্যার এর অবশ্য নিজস্ব একখানা গাড়ি ছিলো । তা স্যার আমাদের বলতো যা বেতন পাইরে বাবা তার অর্ধেকের বেশী চলে যায় আমার এই গাড়ি মেইনটেন্স করতে কিন্তু তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য এই গাড়িটা কিনতে হোলো । কিন্তু উত্তরা টু মতিঝিল যদি ভালো মানের এসি বাস থাকতো তাইলে আমি গাড়ি কিনতাম না বাসে চরতাম । উত্তরা থেকে মতিঝিল কিন্তু এসি বাস আছে কিন্তু কিছু দিন পড় পড় বন্ধ হয়ে যায় । তাই অনেকেই সি,ন,জি ভাড়া বাঁচাতে একটা গাড়ি কিনে ফেলে । এদিকেও আমাদের মাননীয় সরকারের নজর দিতে হবে ঢাকায় ভালো ভালো উন্নতমানের বাস সার্ভিস চালু করতে হবে তাহলে অনেকে গাড়ি কিনবে না , কারন একটা বাস ৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বা আরো বেশী হয় আর একটা গাড়িতে বড়জোর ৪ জন বসতে পারে আর খরচ ও অনেক কমে যায় । তফাৎটা দেখেন ।



মাননীয় সরকার মহোদয় , দয়া করে আমাদের ঢাকাকে অধিক লোকসংখ্যা ও পরিবেশ দূষণ থেকে বাচাতে ভালো ও উন্নত মানের এসি বাস ও উন্নতমানের রেলের ব্যবস্থা করা দরকার । তাহলে ভবিষৎ এ যানজট বলতে ঢাকাতে কিছুই থাকবে না । ঢাকা হবে পৃথিবীর অন্যান্য শহরের রোল মডেল । স্বপ্ন দেখতে আমাদের দোষ কোথায় ।





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

বিশ্বাস করি 1971-এ বলেছেন: চিন্তা কইরেন না! হাসিনা আর খালেদা কমায়া দিবো!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিশ্বাস করি 1971-এ ভাইজান, আমাদের কাজের অর্ধেক সময় নষ্ট হয় এই জ্যামের কারনে । কারন অনেক সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকা সত্ত্বেও ঠিক সময় পৌছাইতে পারি না ,আমাদের যথাযত স্থানে ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনি কি আসলেই চান, আপনার এই আইডিয়া কাজ করুক। চাইলে, যোগাযোগ মন্ত্রণালয়ে একটা চিঠি দেন।

দিবেন চিঠি, নাকি শুধু লেখার জন্যই লিখলেন পোস্টটা।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জনৈক রুয়েটিয়ানের ব্লগ @ ভাইজান একা তো পারবোনা , আপনি কি আমাকে সাহায্য করবেন ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:

Please read this
http://somewhereinblog.net/blog/mmdhw/29531312

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান কালবৈশাখী @ ভাই লিঙ্ক তো কাজ করছেনা ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

আরজু পনি বলেছেন:

আপনার কথাগুলো সত্যিই খুব ভালো লাগলো ।
রেল ব্যবস্থা খুব খারাপ । প্রথম শ্রেনীর সার্ভিসও বেশ খারাপ । অনেক বেশি সময় নেয় ।

প্রাইভেট কারের সংখ্যা বাড়ার কারণ্ও এমনই । যদি রাস্তায় নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ভ্রমণ থাকতো তবে অনেকেই হয়তো ব্যক্তিগত গাড়ি কিনে হাতি পুষতো না ।

দেখুন লিখিত আকারে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পেশ করা যায় কি না ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আরজুপনি @ ভাই চিন্তা করছি করবো , কিন্তু আমার মনে হয়না আমার মতন লোকের দাবী তাদের কাছে গ্রহণযোগ্য হবে ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রাজীব বলেছেন: লিখে কিচ্ছু হবে না। এক সময়ে আমিও লিখেছিলাম, একটু দেখতে পারেন।
Click This Link

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রাজিব ভাই , সত্যি সুন্দর আপনি আমার চেয়ে অনেক ভালো লিখেছেন । আমাদের বার বার লিখতে হবে নাইলে তারা জানবে না । আপনি প্রথম লিখেছেন আমি দ্বিতীয় , দেখা যাবে পড়ে আরো একজন লিখবে , একদিন আমাদের মেসেজ তারা ঠিক পাবে ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাইয়া। লিঙ্ক কাজ করছে আবার দেখুন

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই আপনার লেখটা পড়লাম , এক কথায় অসাধারণ লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.