নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

সেই শুক্রবার হারিয়ে গেছে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

একটা সময় ছিলো , যখন শুক্রবারের জন্য অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকতাম । তখন আমাদের কাছে শুক্রবারের সংজ্ঞা ছিলো অন্য এক রকম, শুক্রবার মানে ছিলো অনেকটা ঈদ এর মতন , কারন সপ্তাহের এই একটি দিন বাংলাদেশের বেশির ভাগ সরকারী , বে-সরকারী ,আধা সরকারী বা প্রাইভেট অফিস , স্কুল , কলেজ বন্ধ থাকতো মোদ্দা কথা শুক্রবার ছিল আমাদের দেশের সাপ্তাহিক একমাত্র সরকারী ছুটির দিন । এইদিনে আমি সব সময় দেরী করে ঘুম থেকে উঠতাম , আবার এদিন স্কুলে না যাওয়া , সারাদিন খেলাধুলা করা , এছাড়া সপ্তাহের এই একটি দিন বাংলাদেশ টেলিভিশন সকাল বেলা খুলতো এবং ছোটদের জন্য ভালো কিছু অনুষ্ঠান হতো , বাসায় ভালো রান্না হওয়া । তারপর আবার বন্ধুরা সবাই এক সাথে জুম্মার নামাজ পরতে যাওয়া , বিকাল বেলা এলাকা থেকে বের হয়ে অন্য কোন দর্শনীয় স্থানে যাওয়া বা আম্মার সাথে আত্মীয় সজনের বাসায় ঘুরতে যাওয়া । আর শুক্রবার মানে ছিল ঢাকা শহর ফাঁকা , আরো কতো কি যে আনন্দময় ছিলো আমাদের সেই ঐতিহাসিক শুক্রবারে ।



কিন্তু এখনকার শুক্রবারের সংজ্ঞা পরিবর্তন হয়ে গিয়েছে তার জন্য আমার শুক্রবারকে ঐতিহাসিক বলা , কারন সেই আগের শুক্রবারের সাথে এখনকার শুক্রবারের আকাশ পাতাল তফাৎ বলতে পারেন স্বাদের একটা বিশাল পরিবর্তন ,বলতে পারেন যুগের হাওয়া বদলেছে । বর্তমানে বেশীর ভাগ প্রাইভেট অফিস বা মাল্টি-ন্যাশনাল কোম্পানি গুলো শুক্রবার তাদের অফিস খোলা রাখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী , তাদের অফ ডে থাকে রবিবার । তাছাড়া সরকারী , আধা-সরকারী যে কোনো চাকুরীর জন্য পরীক্ষাগুলো সাধারনত শুক্রবার হয়ে থাকে । তাছাড়া বিগত বৎসর গুলোতে রাজনৈতিক অস্থিরতার কারনে দেশে হরতাল বা অবরোধ বেশী হচ্ছে , তাই এখন স্কুলের বা কলেজের পরীক্ষা গুলো শুক্রবারেই হয়ে থাকে । যা আমরা এ বৎসর দেখেছি , এ বৎসরটায় জে,এস,সি - জে,ডি,সি - এস,এস,সি বা এইচ,এস,সি বা বিশ্ববিদ্যালয় গুলোর অনেক পরীক্ষা শুক্রবারে হয়েছে এমনকি এ লেভেল ও লেভেল এর শিক্ষার্থীরা রাত্রে পরীক্ষা দিয়েছে । এখন সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্রবারেই মানুষের কাজের চাপ বেশী থাকে ।



এই ২০১৩ তে দেশের পরিবেশ পরিস্থিতির কারনে শুক্রবার অন্য সাধারণ দিনের মতোই একটা দিন । আগের সেই ভালো লাগার আমেজ নেই , গত কয়-এক মাসের অবরোধে , হরতালের কারনে আজকাল শুক্রবার ব্যাংক , বীমা বা অতি জরুরী কিছু সরকারী অফিস খোলা থাকে ।



ইদানীং তাই আমি শুক্রবারে বাসা থেকে বেশী একটা বের হইনা , কারন এই দিন যে রকম ভয়ংকর রকমের জ্যাম হয় সপ্তাহের অন্যান্য দিনগুলোর কাছে তা নস্যি , তাই আমার কাছে সেই আগের শুক্রবারের ইমেজটা আর নেই । এখন আমার কাছে শুক্রবার মানে ঘরে বসে থাকার দিন ।



বলতে পারেন এখন শুক্রবার ছুটির দিন না অন্যান্য দিনগুলোর মতো এক সাধারন দিন । শুক্রবার এখন রঙিন থেকে রঙহীন হয়ে গিয়েছে ।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

জো জো বলেছেন: আর শুক্রবারে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে তীর্থের কাকের মত বসে থাকতাম।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জো জো ভাই @ মনে আছে সিনেমার মাঝে অ্যাড শুরু হলে আর থামার নাম ছিলোনা ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

বেলা শেষে বলেছেন: তারপর আবার বন্ধুরা সবাই এক সাথে জুম্মার নামাজ পরতে যাওয়া ,.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.