নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

দাবাং মুক্তি পাইলে কামু ভাই এর দি ডিরেক্টর কি দোষ করলো ?

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

সন্মানিত রাজ্জাক স্যার আপনারা যদি দাবাং এর মতো ছবি আপনাদের সেন্সর বোর্ড থেকে মুক্তি পেতে পারে তাইলে কামু ভাই ভাই এর ছবি দি ডিরেক্টর কি দোষ করলো ।



দাবাং ছবি যদি আমাদের দেশের মানুষ দেখতে পাড়ে তাইলে কামু ভাই এর চলচিত্র দেখার অধিকার সবার আছে । আশা করি আপনি বুঝতে পারবেন স্যার এটা ২০১৪ সাল ১৯৮০ সাল না । সময়ের তালে তালে পৃথিবীর সিনেমা জগতে ব্যাপক এক পরিবর্তন এসেছে । সেই পুরানো ডিশুম ডাশুম ছবির চেয়ে এখনকার সিনেমাগুলোতে আমাদের সমাজ ব্যাবস্থাকে তুলে ধরা হয় । সামাজিক প্রেক্ষাপট থেকে কাহিনী নিয়ে এখনকার ছবিগুলো তৈরি হয়ে থাকে অথবা কাহিনী নির্ভর ছবি হলেও তার মধ্যে সাধারণ মানুষের জন্য শিক্ষামুলক মেসেজ থাকে ।



যেখানে সব দেশ চলচিত্রর মান এগিয়ে যাচ্ছে আর আমাদের সেন্সর জটিলতার কারনে অনেক ভালো ছবি মার্কেট এ আসার সুযোগ পাচ্ছে না । আমাদের ধ্যান ধারনা এখনো মান্দাতার আমলে রয়ে গিয়েছে আশা করি এর এক ব্যাপক পরিবর্তন দরকার ।



একসময় আমাদের দেশের বাংলা ছবির মান খুব ভালো ছিলো , আমি বলবো না এখনো ভালো নেই তবে তা কিছু অল্প সংখ্যক পরিচালকের মধ্যে সীমাবদ্ধ , আমরা এখনো ভুলি নাই খান আতা , জহির রায়হান , আলমগির কবির , এহেতেশাম ,আবদুল্লা আল মামুন , আমজাদ হোসেন ,কাজী হায়াত , চাষি নজরুল ইসলাম আর অজস্র নামী গুণী চিত্র পরিচালকদের কথা ও তাদের অমর সৃষ্টির কথা । তারা অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে জীবিত কিন্তু তারা তাদের কাজের দ্বারা স্মরণীয় হয়ে থাকবেন আমাদের চলচিত্র প্রজন্মের কাছে । তাদের সময় অনেক আন্তর্জাতিক মানের ছবিও হয়েছে আমাদের এ দেশে এবং আমরা আন্তর্জাতিক পুরুস্কার ও পেয়েছি ।



বর্তমানের প্রজন্মের চলচিত্র পরিচালকরা আমাদের বাংলাদেশের সিনেমা ধারায় ব্যাপক এক পরিবর্তন এনেছেন এবং আনার চেষ্টা করছেন , তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিচালক হল তানভীর মোকাম্মেল ,তারেক মাসুদ , প্রয়াত হুমায়ন আহমেদ , মোরশেদুল ইসলাম , নাসিরুদ্দদিন ইউসুফ , মোস্তফা সরোয়ার ফারুকি , সাইমন আহমেদ কামার আরো অসংখ্য গুণী পরিচালক ( এই মুহূর্তে অনেকের নাম মনে আসছে না ) এবং তাদের নির্মিত ছবি পৃথিবীর অন্যান্য দেশের ছবির সাথে সাথে আন্তর্জাতিক বিভিন্ন চলচিত্র উৎসব এ যাচ্ছে ।



সেন্সর বোর্ড দয়া করে আমাদের চলচিত্রকে সিন্দাবাদের ভূত থেকে মুক্তি দেন ।





মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি তুমি আমরা @ ভাই দাবাং এর পোস্টার খানা দেখেন দয়া করে তারপর বলেন কি অবস্থা সিনেমার ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

শরৎ চৌধুরী বলেছেন: যথার্থ যুক্তি। এই মিডিয়া স্যাচুরেশনের যুগে সেন্সরবোর্ডকে ম্যাচিউর এবং সময়পোযোগী সিদ্ধান্ত নিতে হবে। শিল্প এবং শ্লীলতার পথটা এক তরফা সাদা কালো নয় সেটাও বুঝতে হবে।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অন্যমনস্ক শরৎ @ ভাই একমত পোষণ করছি আপনার সাথে ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

অদিব বলেছেন: বাংলাদেশের সেন্সর বোর্ড নিয়ে আসলে বলার কিছু নেই। রাজনৈতিক আর অর্থের খেলায় বোধ হয় এখানে অনেক বেশী চলে। কাল এক অনলাইন পত্রিকায় এ নিয়ে লেখা দেখলাম। পড়ে দেখতে পারেন এখানে।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সত্য কথা

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সবার সমান অধিকার থাকতে হবে ভাই ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: ট্রেইলার দেইখা আক্কেল গুরুম হইয়া গেছে আমার!

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নাজিম-উদ-দৌলা @ ভাই আমারতো পোস্টার দেখে আক্কেল গুরুম ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

আমি বাংলাদেশের বলেছেন: ভালো
Click This Link

৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যথার্থই বলেছেন! সহমত জানাই।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাই @ সেন্সর বোর্ড এর ঘাড়ে এখন সিন্দাবাদের ভূত সওয়ার হইছে , কবে যে নামবে ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

সকাল রয় বলেছেন:
কামু ভাই ঠিক মতো তৈল মর্দন করতে পারে নাই তাই

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সকাল রয় @ ভাই ঠিক কইছেন শুধু তেল না , তেল দিতে দিতে তৈলাক্ত কইরা ছারতে হইবো ।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

বোধহীন স্বপ্ন বলেছেন: আমার মামা বলে এই রাজ্জাকদের কারণেই দেশের চলচ্চিত্রের উন্নতি হয় না।

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বোধহীন স্বপ্ন @ ব্রাদার মামা ১০০০% সঠিক কথা কইছে ।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

বেলা শেষে বলেছেন: সহমত।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার সাথে আমিও সহমত ভাই ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

নোবেল হোসেন সাজিদ। বলেছেন: এটা ২০১৪ সাল ১৯৮০ সাল না । সেই পুরানো ডিশুম ডাশুম ছবির চেয়ে এখনকার সিনেমাগুলোতে আমাদের সমাজ ব্যাবস্থাকে তুলে ধরা হয় । সাধারণ মানুষের জন্য শিক্ষামুলক মেসেজ থাকে ।


দাবাং ছবি যদি আমাদের দেশের মানুষ দেখতে পাড়ে তাইলে কামু ভাই এর চলচিত্র দেখার অধিকার সবার আছে ।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নোবেল হোসেন সাজিদ @ ভাই ভুল কইলাম নাকি ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

আকিব আরিয়ান বলেছেন: 'এর বেশি ভালবাসা যায় না' মুভির পোস্টার বড়ই বিব্রতকর। নায়িকার প্রায় অর্ধনগ্ন ছবি পোস্টারে

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: আকিব আরিয়ান @ বুঝেন ভাই ছবির পোস্টার যদি এই টাইপের হতে পারে , তাহলে ওই ছবির কাছে থেকে সাধারণ মানুষ কি আশা করতে পারে । টাকা খরচ করে এই ছবি দেখতে যাওয়া বৃথা সবচেয়ে বড় কথা হল পরিবারের সাথে কি এ ছবি দেখা যাবে । আমাদের সমাজ কি শিখবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.