নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

আমার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যর্থ প্রয়াস ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

২০০১ সালের ঘটনা হঠাৎ করে মাথায় ভেড়া উঠলো বিদেশ যামু পড়াশুনা করতে দেশের ডিগ্রি আর ভালো লাগতেছে না , তার চেয়ে সাদা চামড়া পোলাপাইন দের সাথে পইড়া দেখি কিছু শিখবার পারি নাকি । তা কেমনে বিদেশ যাওয়া লাগে স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করা লাগে এইসব মাথায় ছিলোনা বয়স ও কম , চিন্তায় পইড়া গেলাম ।



এক বন্ধু তখন নতুন নতুন বায়িং হাউস এ জব করে নয়া নয়া ইন্টারনেট এর লাইন ব্যাবহার করে ও বুদ্ধি দিলো যে দোস্ত ইন্টারনেট এ যা , সব ইনফরমেশন পাওয়া যাবে । ওই সময় ইন্টারনেট সম্পর্কে এরকম ব্যাপক ধারনা ছিলো না । যে ভাবা ওই কাজ সাথে সাথে ফার্মগেট চইলা গেলাম ওই বন্ধুরে নিয়া , অনেক কষ্টে একটা সাইবার ক্যাফে খুঁজে পাইলাম যার ঘন্টা প্রতি ভাড়া ৪০ টাকা , কি আর করা বিদেশ আমার যাওয়া লাগবেই এই যায়গাতে টাকা কোন মুখ্য ব্যাপার না বিদেশ গেলে কতো কামামু বইসা পড়লাম ক্যাফেতে । গত ২ টা মাস এই বিদেশ পোকা আমরা মাথা কুড়ে কুড়ে খাইছে , টার্গেট নিছিলাম অস্ট্রেলিয়া ।



টিভি খুললে সিডনী অপেরা হাউস অথবা কোন অস্ট্রেলিয়ান কিছু দেখলে এতো ভালো লাগতো , মনে হতো আরে আমিতো কিছুদিনের মধ্যে চইলা যামু , অস্ট্রেলিয়া আই এম কামিং ।



যাহোক সাইবার কাফে তে বসে প্রথম হাফ এন হাওয়ার অন্য কাম (অ্যাডাল্ট) করলাম বয়সের দোষ আর কেমনে থামি কন তারপরও আবার জীবনের প্রথম ইন্টারনেট ব্য্যবহার , তারপর কইলাম দোস্ত চল আকাম বাদ দে চল অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলা ভিসিট করি দেখি ওরা কি চায় । কয়েকটা ভার্সিটি দেখলাম আহা কি সুন্দর বিশ্ববিদ্যালয় দেখে শান্তিতে ছোখ জুড়িয়ে গেলো । দুই একটাতে মেইল করলাম আমার বন্ধুর ই-মেইল আইডি দিয়া সাথে সাথে অটো জেনারেটেড কিছু মেল পাইলাম । আহা কি শান্তি , ওই মেইল পাইয়া মনে হইলো আমার ভিসা প্লাস ভর্তি হইয়া গেছে । যাহোক ওইদিন ৮০ টাকার উপর বিল উঠলো আর কিছু প্রিন্ট করলাম । কাম শেষ কইরা খুশী মনে শিশ বাজাইতে বাজাইতে বাসায় আসলাম , দুই চক্ষে আমার রঙিন স্বপ্ন সিডনির রাস্তাতে আমি হাটতেছি আহা কি যে আরামে ঘুম হইলো ওইদিন রাত্রে ।



পরের দিন বন্ধু অফিস থেকে কিছু মেইল প্রিন্ট কইরা এনে দিলো , ঠাণ্ডা মাথায় পড়লাম ওরে বাবা অনেক কিছু চায় আমি যেটারে সবচেয়ে ভয় পায় ওই কোর্স নাকি করা লাগবো । কোর্সের নাম হইলো আই.ই.এল.টি.এস , এই কোর্স ছাড়া নাকি অস্ট্রেলিয়া যাওয়া যাইবোনা আমি কইলাম মাঠে যখন নামছি গোল দিয়া ছারুম ড্র করবার পারুম না ।



কি কুরি খুইজ্জা খুইজ্জা ২০০২ তে লালমাটিয়া তে নাক চোখ বন্ধ কইরা একটা কোচিং এ ভর্তি হইয়া গেলাম , প্রথমদিন ক্লাসে এ গেলাম ওরে বাবা ইংলিশ বই ইংলিশ কথা শুইনা প্রতিজ্ঞা কালকে থেকে আর আসুম না গুষ্টি মারি বিদেশের । যাহোক ক্লাস চলাকালীন কিছু পোলাপাইন পাইলাম হেরা দেখি আমার চেয়ে খারাপ যাহোক সাহসটা একটু বারলো , না আসার চিন্তা বাদ দিয়া দিলাম ।



ক্লাস ছিলো সপ্তাহে ৩ দিন কিন্তু আমি ইচ্ছা করলে প্রতিদিন গিয়া প্র্যাকটিস করতে পারুম , ডেইলি যাওয়া শুরু করলাম । অবশেষে ২০০৩ এর এক মাসে আই.ই.এল.টি.এস পরীক্ষা দিয়া দিলাম ফলাফল মোটামুটি ডিপ্লোমা কোর্স করবার জন্য যাইতে পারুম । কিন্তু কপালটা আছিলো খারাপ আমার স্পন্সার পাইতে ছিলাম না , বাপে হইলো সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ড ছাড়া আর কিছু নাই তাও বাপে ভরসা দিছে প্রি ভিসা পাও আমি তোমারে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে দিমু এছাড়া বাবা আমার কিছু করার নাই , ওইবার আবার অস্ট্রেলিয়ান সরকার নতুন নিয়ম করছে বাবা মা ভাই বোন ছাড়া অন্য কারো স্পসার গ্রহন যোগ্যনা ।



যার মাধ্যমে বিদেশ যামু উনি কইলো কিছুদিন ওয়েট করো বাবা ওরা প্রতিবছর নিয়ম পরিবর্তন করে তখন তুমি আর একটা চেষ্টা করতে পারো । অনেকে আবার ওফার দিলো ব্যাঙ্ক থেকে স্পন্সার বের করে দিমু অনেক টাকা লাগবো মাগার আমার টাকা কই । আর বাপেও দুই নাম্বারি তে রাজিনা ।



ওই সময়টাতে আমার সামনে দিয়া আমার সাথে কোচিং করা পোলাপাইন একে একে কইরা অস্ট্রেলিয়া চইল্লা যাইতেছে আর আমি বিরাসবদনে বিদায় জানাইতেছি , আর আমার মনের যে একটা অবস্থা যা বুজাইতে পারুমনা , টিভিতে অস্ট্রেলিয়ান কোন অনুষ্ঠান হইলেই পরিবর্তন কইরা দিতাম ।



যেদিন যে বন্ধু অস্ট্রেলিয়া যাইতো কইতো দোস্ত আমার এই সময় ফ্লাইট , আমি ঠিক ওই সময় কান পেতে আকাশে প্লেনের যাওয়া আসার শব্ধ শুনতাম আর কষ্ট যে কুড়ে কুড়ে খাচ্ছিলো আমাকে ।



যাইহোক ভালো রেসাল্ট করার জন্য আবার আই.ই.এল.টি.এস দিলাম ফলাফল আগের মতন মাজখান দিয়া বাপের টাকার শ্রাদ্ধ করা । অতঃপর অস্ট্রেলিয়ান নিয়ম পরিবর্তন হল যে কেউ এখন স্পন্সার করতে পারে আমি তো খুশিতে লাফ । বেশ কিছু বড়লোক আত্মীয় স্বজনের কে বললাম যারা একসময় বিশাল ভরসা দিছিলো , তারা এক সময় আমাকে দিয়ে তাদের পার্সোনাল অনেক কাজ করে নিয়েছে অনেকে না করে দিলো সরাসরি ভাষায় চোখ পাল্টি দিলো । সরাসরিতো না করতে পারেনা ইনিয়ে বিনিয়ে না করা আর কি ।



আমার কাছে আমার স্বপ্নের জগতে বিশাল এক পরিবর্তন হয়ে গেলো , অনেক কে চিনতে পারলাম অনেকের ব্যাবহার দেখলাম , অনেক যায়গাতে অপমান হইলাম , কতো কি যে শিখলাম বুজাইবার পারুমনা ।



শেষ এ ঢাকা শহরের সব বিদেশ যাওয়ার প্রতিষ্ঠানে ঘুরলাম সবাই স্পন্সার এর জন্য টাকা চায় । বাবাকে বললাম বাবা বললো আমি তোমাকে এই অনৈতিক কাজে সাহায্য করতে পারবোনা যদি কোন আত্মীয় স্বজন তোমাকে স্পন্সার করে , তারপর তুমি প্রি ভিসা পেলে আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে দিবো । অনেক আত্মীয়র ফিক্সড ডিপোজিট ছিলো একবারতো না করছে আবারো গেলাম আবারো অনুরোধ করলাম কেউ রাজী হলো না ।



আমার ২০০১ থেকে ২০০৪ পুরা ৪টা বছর নষ্ট হয়ে গেলো , এই সময়টা আমাকে কে ফেরত দিবে ।



আসলে পৃথিবীটা অনেক অদ্ভুত আমরা যাকে আপন মনে করি গলায় গলায় খাতির থাকে কাজের সময় অনেককে খুঁজে পাওয়া যায়না ।



যাহোক ভাই বর্তমানে বাংলাদেশে খুব ভালো আছি , তারপরও এখনো যখন কোন কিছুতে অস্ট্রেলিয়ার খবর দেখি বা খবর পড়ি বা কোন বন্ধু ফেইসবুকে ছবি আপডেট দেয় দেখে এখনো সেই মনের গভীর থেকে একটা শুন্যতা অনুভব করি । কি আর করা । এই বেশ ভালো আছি ।



বিদ্র : বাস্তব আমার কাহিনী একটি ফোঁটাও মিথ্যে নহে ।

মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

অদিব বলেছেন: কি কমু ভাই বুঝতে পারতেছি না... আবেগে কান্দালাইছি! :(( :(( :(( এত কষ্টের পরেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যাইতে পারলেন না... :( :( :(

ব্যপার না দেশে আছেন, এইটাই সেরা! 'সকল দেশের রাণী সে যে...' ইত্যাদি।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অদিব @ ভাই যেদিন যে ফ্রেন্ড অস্ট্রেলিয়া যেতো , জানতাম কয়টার সময় ফ্লাইট ওই সময় আকাশে প্লেনের শব্ধ শুনে মনে হতো ইশ আমি যে কবে যাবো , আর মনের কষ্টটা না বললাম ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

দিগন্ত নীল বলেছেন: বিপদে পড়লে মানুষ চেনা যায় ভাই !সবচে খারাপ লাগে আত্মীয় স্বজন যখন কথা দেয় পরে কিন্তু ইনাই বিনাই করে না করে ।
দিবা না সোজা কথা !মুচড়ামুচড়ির কি দরকার !

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দিগন্ত নীল @ ভাই পৃথিবীতে বাপ মা ছাড়া আপন কেউনা , কেউ কাহারো জন্নে নহে । সব খুব স্বার্থপর । কাজের সময় তাদের আসল চেহেরা বেড়িয়ে আসে ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

ক্ষমতাসীন দল বলেছেন: আপনার মত আমার ও বিদেশে গিয়া লেখাপড়া করার জোক চাপছিলো । ১৯৮৪ সালের দিকে আমার কিছু বন্ধু ৮০ হাজার টাকা খরচ করে আমিরিকা পাড়ি দিলো । আমি ও আমার বাবারে কইলাম বিদেশ যামু লেহাপড়া করতে । বাবা কইলো লেহা পড়া করবা না কি লাল চামড়ার মাইয়া দেখতে আমিরিকা যাইবা ? বাবার এককথা লেখাপড়া করার জন্য তোমার বিদেশ যেতে হবে না । দেশেই লেখাপড়া করো । টাকা দেয়া যাবে না । আমি বাবারে কইলাম তোমার টেহায়............ (?) আর কি ! গেলাম না । এরপর দেশেই অনেকগুলি সরকারী চাকুরী হইছিল । কিন্তু আমি সরকারী চাকুরী আর করলাম না । ব্যবসার ধান্ধা আরম্ভ করলাম । ব্যবসায়ে আল্লাহর রহমতে সাকসেসফুল । এরপর কত বিদেশ ঘুরলাম । বিদেশে নাগরিকত্ব ও পাইলাম । বাট বাবা -মার বাধ্য সন্তান হিসাবে কোন দে্শের নাগরিকত্ব নেই নাই । বাবা-মার খেদমতের চিন্তায় দে্শেই থেকে গেলাম । বাবা-মায়ের দোয়াতে দেশেই ভাল আছি । এখন তো পারলে সকালে আমেরিকাতে ব্রেকফাস্ট করি আর বিকালে সিডনীতে চা খাই, এরুপ অবস্থা । বন্ধু বান্ধবের কাছ থেকে বিদেশের কিচ্ছা কাহিনী শুনে ভাবি বিদেশ না গিয়ে ভালই করেছি । আল্লাহর রহমতে দেশে অনেক ভাল আছি । বিত্ত বৈভবের অভাব নেই । উল্লেখ্য আমার বাবা ১৯৬৭ সনে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি থেকে অংক শাস্ত্রে পিএইচডি করেছিলেন । আর আমি ঢাবি থেকে সর্ব্বোচ্চ ডিগ্রী নিয়ে দেশেই ব্যবসা করি । এক সন্তানের জনক । ছেলে বিবিএ পড়ছে ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ক্ষমতাসীন দল @ ভাই আপনার কথা শুনে আমার দুঃখ কষ্ট অনেকটা লাগব হয়ে গেলো , বাবা মার কথা শুনে দেশে থেকে অনেক ভালো করেছেন । আমার মার কাছে শুনতাম আমার বাবার মনেও কিছুটা কষ্ট ছিলো আমি বিদেশ যাবো বলে । একমাত্র ছেলেতো । আমার বাপেও কইতো যে পোলা জীবনে নিজের কাপড় ধুইয়া দেখে নাই , এক গ্লাস পানি নিজের হাতে ঢেলে খায়না বিদেশ গিয়ে কি করবে । এখন বুঝি বাবা আমাকে ভালোবাসতো , মনে মনে তিনিও চাইতো আমি যেনো বিদেশ না যাই ।আপনার সাথে আমার একটা মিল আমার বাবাও ম্যাথ এ পড়াশুনা করেছেন । আপনার জন্য শুভ কামনা রইলো ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

দি সুফি বলেছেন: আসলে পৃথিবীটা অনেক অদ্ভুত আমরা যাকে আপন মনে করি গলায় গলায় খাতির থাকে কাজের সময় অনেককে খুঁজে পাওয়া যায়না ।

আসলে বেশিরভাগকেই খুজে পাওয়া যায়না!
সমবেদনা আপনার জন্য :(

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দি সুফি @ ধন্যবাদ আপনাকে , আপনার কথা ঠিক , পৃথিবী আসলে অনেক অদ্ভুত জায়গা কেউ চায়না কেউ তার চেয়ে অনেক বড় হোক । যাহোক ভাই এখন মোটামুটি খারাপ না ভালো আছি ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

লিখেছেন বলেছেন: সুন্দর ভাবে লিখেসেন, আসলে মানুষের জীবনে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে গেলে দীর্ঘনিশ্বাস বের হয়ে আসাটা বিচিত্র না, তবে সেঁটা যদি অতিরিক্ত হয় তা হবে অপ্রাত্তাশিত ও অপয়া ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: লিখেছেন @ ভাই ছিলোনা কপালে , কি আর করা যাহোক চলে এখন আছি মোটামুটি ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬

ক্ষমতাসীন দল বলেছেন: আপনার স্পনসরের ব্যাপারে বলছি , অনেকেই স্পনসর হতে চান না, কি কারনে হতে চান না তা ও আমি জানি না । তবে স্পনসর হতে গেলে প্রার্থীর জন্য কিছুটা সময় দিতে হয় । আমি আমার আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী অনেককেই স্পনসর হয়ে সাহায্য করেছি । প্রত্যেকেই বিদেশে লেখাপড়া করে বিদেশেই রয়ে গেছে । আমি আমার অরিজিনাল কাগজপত্র ও দিয়ে দিয়েছি । যাও বিদেশ যাও , লেখাপড়া করো । এটাই ছিল আমার ব্রত । আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দেইনি । তবে আপনার লেখাপড়ে খারাপ লাগলো । এখন কেমন আছেন ????

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ক্ষমতাসীন দল @ ভাই অনেকে স্পন্সর দিতে ভয় পায় , কারন আপনি বুঝতে পারছেন , ওইসময় অস্ট্রেলিয়ান এমব্যাসি তে টি আই এন নাম্বার দেওয়া লাগতো । অনেকের এটা ছিলোনা সম্ববত । তাই হয়তো তারা দেয়নি । এখন আছি ভাই খারাপ নেই ভালো ও নেই । দিনকাল আমার জীবন নদীর মতো বহমান । তিন বেলা খেতে পারছি এটাই অনেক কিছু । আর জীবনে কিছু ভুল ও ছিলো শুধরে উঠছে ।
সবচেয়ে বড় কথা হল আমি এখন ভাই খুব নিঃসঙ্গ বলতে একা থাকতে পছন্দ করি থাকার মধ্যে শুধু মা আছে , অনেকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে , আমি আমার একটা পৃথিবী তৈরি করে নিয়েছে এটা নিয়ে আমার বসবাস ।
আর টুকটাক আইটি সম্পর্কিত কাজ করি , চলে যাচ্ছে ভাই ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

আব্দুল্লাহ নাটোর বলেছেন: ভাই এই স্বপ্নে আমি কিছুদিন যাবত ভুগিতেছি । তয় আমার আপনার মত বাপ ও নাও ইস্পন্সর তো দুরের কথা । কম্বলের নীচেই এই স্বপ্ন আমি সিমাবদ্ধ রাখছি । রাতের আধারেই আমার এ স্বপ্ন মানায় :(

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আব্দুল্লাহ নাটোর @ ভাই আমি এখন আর স্বপ্ন দেখিনা , আমার স্বপ্নের অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে । এখন নীতি আগে বাড়ার কিছু করার ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

ক্ষমতাসীন দল বলেছেন: @দেওয়ান কামরুল হাসান রথি , একা কেন ? বউ নাই ? বিয়ে করেন নাই ? টাকা থাকলে কেউ একা হয় না । আমার জীবন থেকে অনেক বন্ধুকে বিদায় জানিয়েছি । বন্ধুর প্রয়োজন আছে । ২/৪জন আছে যারা আমার খুবই আপন বন্ধু । শুনেন, তাড়াতাড়ি বিয়ে করেন । দাওয়াতের আশায় থাকবো ।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ক্ষমতাসীন দল @ ভাই কিছু বন্ধু এখনো আছে আত্মীয় স্বজন বলতে অনেক কমিয়ে দিয়েছি ,হাতেগোনা কিছু আছে । ভাই স্টিল ৩৫ এবং ব্যাচেলর । আর বিয়ে করলে অবশ্যই আপনাকে দাওয়াত দিবো ।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

পথহারা নাবিক বলেছেন: আমিও এই বিদেশ বিদেশ করে অনেক সময় নষ্ট করেছি। এখন জাহাজী ওয়ালা হয়ে অনেক ভালো আছি আল্লাহর রহমতে। দেশ বিদেশ ঘুরি আর টাকা কামাই মন্দ কি!!

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো ভালো নাবিক ভাই , তাও ঘুরছেন । এখন পর্যন্ত ঢাকার বাহিরে যাবার সৌভাগ্য আসেনি ।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

আব্দুল্লাহ নাটোর বলেছেন: যাক বিয়া তে আসতেছি তাইলে ভাই জান :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আব্দুল্লাহ নাটোর @ ভাই বিয়ে করলে অবশ্যই আসবেন , সাথে নাটোরের কাঁচা গোল্লা আনতে হবে কিন্তু ।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: জীবন থেকে নেয়া।

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পুরোটাই জীবন থেকে নেওয়া ভাই ।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

মুদ্‌দাকির বলেছেন: যা হয়েছে, নিশ্চই আপনার জন্য যা "ভালো", তাই !! শুভকামনা থাকল

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মুদ্‌দাকির @ হতে পারে ভাই , আপনাকেও শুভকামনা রইলো ।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

ক্যাচালবাজ বলেছেন: জীবন গুলো এভাবেই মিলে যায়...............।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ক্যাচালবাজ @ আমরাতো ভাই মানুষ আমাদের জীবন মিলবেনা তো কাদের জীবন মিলবে । সবার জীবনে একটা লুকায়িত দুঃখ থাকে , কেউ প্রকাশ করতে পারে আবার কেউ পারেনা ।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

মেহেদী_বিএনসিসি বলেছেন: পৃথিবীটা বড়ই আজিব........আমরা কি চাই তাই আমরা জানিনা :( :(
আপ্নার লগে কমন পড়ছে.....ওই ২০০১ থিক্কাই পাক্কা ৩বার ট্রাই মারছি অষ্ট্রেলিয়া-ইউকে তে ভিসার জন্য.......বাপের কয়েকলাখ টাকা গচ্চা দিয়া মাফ চাইছি........আর নিজেরে মনে হইছিলো দুনিয়ার সবচেয়ে হতভাগা......।

আর অখন এই ২০১৪ তে নিউইয়র্কে বসে ব্লগিং করতে করতে ভাবছি........আমার চেয়ে বড় অপদার্থ আর একটা নেই.......যে কিনা ম্যানেজারের চাকরি থুইয়া ঝাড়ৃদারের চাকরি লয়....... X(( X((

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মেহেদী_বিএনসিসি @ হা হা হা ভাই তাও অবশেষে আপনার সপ্নের পুরন হল । তবে ম্যানেজার থেকে ঝাড়ুদার হয়েছেন যখন বাংলাদেশ এ ফেরত আসবেন তখন আবার ম্যানেজার এর উপর থাকবেন আশা করি । আপনার সৌভাগ্য কামনা রইলো ।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

প্রফেসর সাহেব বলেছেন: ভাই আমার মাথার মধ্যে এখন লন্ডনের ভুত চাপছে . লন্ডন না গিয়ে আমার নিস্তার নাই .

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রফেসর সাহেব @ ভুত চাপলে নামাইয়েন না । আশা করি আপনার টেমস নদীর পাড়ের ছবি দেখতে পাবো ।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: ভাইরে.......যাগো মাথায় অখনো ষ্টুডেন্ট ভিসায় আম্রিকা-ইউকেতে আসার ভুতটা চাইপ্পা আছে......তাগো হাতে ধরি পায়ে ধরি...... আমাদের দেশটা অনেক ভালো......ইচ্ছে থাকলে এখান থেকেই অনেক দুরে যাওয়া সম্ভব..........এভাবে মাথায় ভুত ঢুকায়া একুল ওকুল দুইই হারায়ো না......।

আর যদি এমনটা হয়.......আপ্নার বাপ বসুন্ধরা-যমুনার মালিক......বা হাসিনার কোন উপদেষ্টা সেক্ষেত্রে কথা ভিন্ন............।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: মেহেদী_বিএনসিসি @ ভাই একমাত্র বাপের টাকা ছাড়া বাহিরে গিয়ে পড়াশুনা করা অনেক কষ্ট , তাও যদি শেষ করতে পারেন সময় লাগবে অনেক কারন এক সেমিস্টার পড়বেন ২ সেমিস্টার না পইড়া টাকা জমাইবেন এভাবে আপনার পড়াশুনা ঠিকই শেষ হবে তবে তাহা অনেক দেরিতে ।

আর ভালো ছাত্র হলে হিসাব আলাদা । তবে ভাই অধিকাংশ যারা বাহিরে পড়াশুনা করতে যায় , বেশীরভাগ ক্ষেত্রে অনেকে তাদের পড়াশুনা শেষ করতে পারে না ।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

গৃহ বন্দিনী বলেছেন: অস্ট্রেলিয়া পচা জায়গা । যান নাই ভাল হইসে ।

জীবন থেকে নেয়া কাহিনি ভালই লাগলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গৃহ বন্দিনী @ হতে পারে , তবে একবার অস্ট্রেলিয়া যেতে হবে আমার , থাকার জন্য নয় , ঘুরতে । আমার জীবন কাহিনী ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনি কি অস্ট্রেলিয়া থাকেন ।

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

হু-কেয়ারস বলেছেন: আপনার আর আমার কাহিনি প্রায় সেইম এমন কি কোচিং টা ও গেসকরতে পারছি (হেডওয়ে বা গেইটওয়ে)। কিন্তু পরে আমি অবশ্য ইউরোপের এক দেশে আসি.....এখন ও সেখানেই আছি। নস্টালজিক হইয়া গেলাম রে ভাই। ভাল থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হু-কেয়ারস @ ভাইজান আগের জন্মে কি জ্যোতিষী আছিলেন , একবারে আসল নামের একটা বইলা দিছেন । এমন হইতে পারে আপনি আমার চেনা কেউ । :D আমি পুরা অবাক ভাই নামটা ধরলেন কেমনে ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কইরা আধমরা হইয়া গেছিলাম । অন্যদেশ চেষ্টা করলে কিছু একটা হইতে পারতো । কি আর কমু ।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

গৃহ বন্দিনী বলেছেন: না ভাই । আমি ঢাকা থাকি । এমনেই অস্ট্রেলিয়া ভাল লাগে না ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: গৃহ বন্দিনী @ আমিও ঢাকাতে থাকি ভাই ।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

রাইসুল নয়ন বলেছেন:

আমার যাইতে মনে লয়।।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রাইসুল নয়ন ভাই চোখ বন্ধ করে দাড়িয়ে যান , আশা করি সফল হবেন ।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

হু-কেয়ারস বলেছেন: না রে ভাই জ্যোতিষী বা ওইসব কিছু না। আপনি যখনকার কথা বলছেন আমি ও তখন এক-ই লাইনে ছিলাম। আর যখন লালমাটিয়া বললেন তখন বুঝলাম আমরা ২ জনই একই পথের পথিক। আমি অবশ্য হেডওয়ে তে ছিলাম।

হেডওয়ের টিচার খুব বলসিলো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। কিন্তু হিসাব করে দেখসিলাম বাপের টাকায় টিকতে পারবো না। আর স্পনসর এর ব্যাপার তো ছিলো-ই। সেইম আপনের প্রবলেম। অবশ্য তখন থেকেই মানুষ চিনতে শুরু করি, তার আগে ছিলাম দুধের শিশু :( । হেডওয়ে তে এক রিসিপশনিস্ট ছিলো শিরিন ;) ওরে খুব মিস করি। হাহাহহাহাহহাহহা


২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হু-কেয়ারস @ ভাই আসলে অতীত মনে করলে এখনো কষ্ট লাগে , হেডওয়ে তে কতো সনে ছিলেন , আপনাদের মনিরুজ্জামান স্যার তো বিখ্যাত ছিলো । :)

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

হু-কেয়ারস বলেছেন: আসলে সাল টা ঠিক মনে নাই :( ২০০৩-২০০৪ ) হবে যদি না ভূল হয়। মনিরুজ্জামান স্যারের সাথে তেমন ক্লাস করা হয় নাই, আরেকজন ছিল মেজর জামান। উনার ক্লাস করতাম বেশি।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হু-কেয়ারস আমরা মনে হয় একই সময়ের , তবে ব্যাচ মনে হয় ভিন্ন ছিলো ।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

ক্ষমতাসীন দল বলেছেন: আমাদের দেশটা সবদিক দিয়ে ভাল সেটা লেখাপড়াই হোক বা ব্যবসা বানিজ্যের জন্য হোক । বাংলার মাটি আমাদেরকে অনেক আরাম দেয় । আর্থিক স্বচ্ছলতা নেই, তাতে কি হয়েছে । এরপরে ও আরাম বাংলাদেশে । দেশের মাটিতে মুদির দোকানদারী করা ভাল । আমি আমার বিদেশ ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি । আমাদের দেশেই কম পয়সায় লেখাপড়া করা যায় যেটা বিদেশে সম্ভব না ।

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ক্ষমতাসীন দল @ ভাই আপনার সাথে সহমত প্রকাশ করছি । আসলে অনেক দিক দিয়ে আমাদের দেশ অনেক শান্তির দেশ । উধাহারন দিয়ে শেষ করা যাবেনা । পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা সরকারী মেডিকেল কলেজ বলেন পড়াশুনার খরচ অনেক কম , যা অন্যান্য দেশের লোকেরা চিন্তা করতে পারবেনা ।

এছাড়া আমাদের দেশে ধরেন চাকরী চলে গেলে একটা লোক তাও খেতে পারবে অথবা মাথা গোঁজার একটা ঠাই হবে । অনেকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র তে একটা খবরে দেখেছিলাম বড় একটি কোম্পানি থেকে অনেক লোক ছাঁটাই এর পর তাদের অনেকে এখন রাস্তাতে তাঁবু করে থাকে । এরকম ঘটনা ওদের ওইখানে ভুঁড়ি ভুঁড়ি ।

আর ভাই একটা মজার জিনিষ এটা মনে হয় আমাদের এশিয়ার কিছু দেশে চালু আছে , ইউরোপ বা অন্যান্য ফাস্ট ওয়ার্ল্ড দেশগুলোতে নেই Arranged marriage :D , বাহিরে মনের মতো বউ পাওয়া অনেক কষ্ট ।

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫

মাঘের নীল আকাশ বলেছেন: ভাল লিখেছেন...! পোস্টে প্লাস +++++

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মাঘের নীল আকাশ ধন্যবাদ ভাই।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

জ্যাকসন বলেছেন: অস্ট্রেলিয়াতে বসে আপনার লেখা পড়লাম। বাংলাদেশে অনেক ভাল কিছু করা সম্ভব।

দেশে থাকলে হয়ত আর ভাল পজিশনে থাকতাম। কিন্তু এইখানে হাড় ভাঙ্গা খাটুনী পরও
শান্তি নেই।
আপনার সফলতা কামনা করছি।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জ্যাকসন ভাই একটা চাপা কষ্ট এখনো মন জুড়ে রয়ে গেছে।

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০২

জালিস মাহমুদ বলেছেন: ভাই আপনার মত অবস্থা আমারো ছিলো । যখন বুঝলাম চোখে আমার রঙিন চশমা লাগানো ছিলো তখনি সবকিছু বাদ দিলাম । আসলে আমাদের কপালে কিছু নাই । /:) /:) /:) :( :( :( :(

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জালিস ভাই সেম টু মি। এখন বয়স ৩৫ হয়ে গেছে। এখন কেউ যদি বলে বাহিরে যাবি আমি বলি তুই যা। আমার টাইম নাই। এর পিছনে অনেক সময় ব্যায় অনেক টাকা নষ্ট এছাড়া আত্মীয় স্বজনের সাথে অনেক মনোমালিন্য আর আমি নিজেও অনেক অপমানিত হয়েছি। আমি আর কোথাও যেতে চাইনা। কপালে যা আছে তা হবে। এই বেশ ভালো আছি।

৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

মাহাবুব হাসান রািবব বলেছেন: ভাইয়া আস সালামু আলইকুম ,
লেখাটা পরে অনেক ভালো লাগলো , কারন আমিও ২০০৯ -২০১৫ পর্যন্ত সময়, টাকা , জীবন , মানইজ্জত
সবই শেষ করছি ইং,ল্যান্ড যাবার পেছনে (২৭০০+৩৫০০ পাউন্ড )ও ২০০০০০ বাংলাদেশি টাকা শেষ করলাম
অনেক সপ্ন দেখলাম কিন্তু স্পন্সার এর কারনে অরা আমাকে রেফিজ করে দিল ১০ বছর এর জন্য.। শব শেষ
আমি এখন পোলাপাইনের সাথে আবার বাংলাদেশে বি বি এ করতেছি্। কিছু দিন আগে মানুষিক হাসপাতালেও
ভর্তি ছিলাম । এখন ঘুমের অসুদ ছাড়া ঘুম আসে ন।
বাসায় মুখ দেখাতে পারি না.।। বেচে আছি। দোয়া করবেন আপনি বোঝেন যে ক্যামন অবস্তা।
আল্লাহ্‌ হাফেয

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এত সহজে হারলে চলবেনা। হার জয় করে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে,জীবনটাই এমন। ২০০৯ এর দিকে যারা আমার অনেক পরিচিতদের মধ্যে যারাই ইংল্যান্ড গিয়েছে তাদের অনেকের অবস্থা এখন অনেক খারাপ। এদের অধিকাংশ দেশে ফেরত এসেছে বা পার্শ্ববর্তী দেশগুলিতে পলিটিকাল ভাবে থাকছে। আপনি তারপরেও দেশে আবার নতুন করে পড়াশুনা শুরু করেছেন যা খুব ভালো একটা উদ্যোগ। আমার পরিচিতদের মধ্যে অধিকাংশই ইন্টারমিডিয়েটর পর তাদের শিক্ষাজীবনের সমাপ্তি টেনে ফেলছে। আর পড়াশুনাতে বয়স কোন ব্যাপার না। আপনি আপনার বি বি এ শেষ করুন দেখেবেন দেশেই ভালো কিছু একটা করে ফেলবেন।

এসব নিয়ে টেনশন করার কিছু নাই। মনটাকে শক্ত করুন। ইচ্ছাশক্তি সব। হয়ত বিদেশের চেয়ে এই দেশেই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

ভালো থাকুন ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.