![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আপনাদের হয়তো মনে আছে গত ক্রিকেট বিশ্বকাপের সময় আমাদের প্রাণপ্রিয় ঢাকার পারিপার্শ্বিক উন্নয়নের অবস্থা।
যারা অনেকদিন বাংলাদেশের বাহিরে থেকে ঢাকায় এসেছিলেন তারা ঢাকা শহরের এই অদ্ভুত সুন্দর রুপ দেখে বিমোহিত হয়ে গিয়েছিলেন আমরা ঢাকাবাসীরাও আমাদের এই রাজধানীর নতুন রুপে চমকিয়ে গিয়েছি আসলে কি এটা আমাদের ঢাকা ছিল। এতো সুন্দর আমাদের এই নগরী শুধু একটু আমাদের সচেতনতার দরকার।
আমার এক বন্ধু দীর্ঘ ৬ বছর প্রবাস জীবন শেষ করে যখন ঢাকার মাটিতে পা রাখলেন এবং বাসার উদ্দেশে রওনা দিলেন আমিও ছিলাম তার সাথে। বন্ধুবরের একটাই কথা দোস্তো আমি কি ভুল জায়গাতে এসে পড়েছি? আমি বললাম কেন বন্ধু। তুমি যা দেখছো তা আর অন্য কোন দেশ নয় আমাদের প্রানপ্রিয় ঢাকা শহর। আমি লক্ষ্য করেছিলাম আমার বন্ধুবরের চোখের কোনে এক চিলতে পানি।
সুন্দর নির্মল পরিস্কার এক ঢাকা। আমাদের ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী। অনেক ইতিহাসের সাক্ষী।
বিশ্বকাপ শেষ হয়ে গেলো ঢাকা আবার সেই সমহিমায় ফিরে গেলো। আগের সেই ভালোলাগার কোন ছিটেফোঁটা কিছু পাওয়া গেলনা। দোষ অন্য কাউকে দিয়ে লাভ নেই দোষ আমাদের আমরাই পারিনি আমাদের এই সৌন্দর্য রক্ষা করতে।
আমরা যারা যে কোন দল বা যে কোন সরকারকে দোষ দেই তার চেয়ে বেশী দোষ আমাদের সাধারণ জনগণের। আমরা আমাদের সম্পদ নিজ হাতে নষ্ট করে ফেলি।
এবার টি ২০ বিশ্বকাপ উপলক্ষে দেখলাম ঢাকা আবার নতুন বধুর রুপে সাজছে। আবার পরিবর্তনের হাওয়া লেগেছে আমাদের প্রান প্রিয় ঢাকা শহরের। আবার আমি মুগ্ধ এই রুপে। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর কি হবে। আমরা কি আবার সেই পূরানো মহিমায় ফিরে যাবো?
মাননীয় মন্ত্রী বা যারা এই টি ২০ বিশ্বকাপ প্রোজেক্ট এর সাথে যারা যুক্ত আছেন তাদের কাছে একটাই অনুরোধ খেলা শেষে যেন আমাদের এই ঢাকার সৌন্দর্য যেন আবার সেই পূর্বের সহ মহিমায় ফিরে না যায়। কিছু উদ্যোগ গ্রহন করলে ঢাকা তার সৌন্দর্য ধরে রাখতে পারবে।
প্রথমত আমাদের ঢাকা শহরে অধিকাংশ নিম্ন আয়ের মানুষের রাস্তায় দোকান। এই খেলা উপলক্ষে তাদের কিছুদিন দোকান বন্ধ থাকবে এবং
তার আর্থিক সমস্যার গ্যড়াকলে পরবেন। খেলা শেষ হওয়ার পর তাদের জন্য বিকল্প কোন কাজের ব্যাবস্থা করা দরকার যেন সরকারী রাস্তা দখল না করে আবার তাদের সেই দোকান দেওয়া লাগে।
খেলা উপলক্ষে যা কিছু বানানো হয়েছে খেলা শেষ হওয়ার পরও যেন সব কিছু আগের মতো সরকারী বা যারা প্রোজেক্টের দায়িত্তে ছিলেন বা সরকারী নজরদারিতে থাকে।
শুধু সরকারকে এগিয়ে আসলে হবে না এক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ কেও অনেক সচেতন হতে হবে।
ভাই আমি অতি এক সাধারণ মানুষ আমি চাই আমার বাংলাদেশের ভাইয়েরা থাকুক সুখ শান্তিতে।
আরো আশা রাখি আমাদের ঢাকা হবে অন্যান্য দেশের রোল মডেল।
ভালো থাকুন ঢাকাবাসী ও বাংলাদেশী ভাইয়েরা।
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: ভাই আমার বাড়ি বরিশাল। আমি আমার বাড়িতে যেতে সব সময় লঞ্চ ব্যাবহার করি। আমি যখন সদরঘাট যাই এবং বুড়িগঙ্গা নদীর অবস্থা দেখি আমার বুক ফেটে কান্না আসে আমার দেখা সেই ছোটবেলার বুড়িগঙ্গা এখন নর্দমাতে রুপ নিয়েছে। আমরা আমাদের প্রকৃতি নিজ হাতে ধ্বংস করে ফেলছি।
আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাবো। তাদের কাছে কি জবাব দিবো?
২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৯
বেলা শেষে বলেছেন: .....yes brother, i know. it is very painful.
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রকৃতি আমাদের মা আমরা আর এই প্রকৃতির সাথে বিরুপ আচরন করি।
ফলাফল কি ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভুমিকম্প আরো কতো কি যে হবে।
৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭
ঢাকাবাসী বলেছেন: ঢাকা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম বাসযোগ্য শহর।
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমরা চেষ্টা করলে কিন্তু ঢাকা পৃথিবীর সেরা শহরগুলোর একটা হবে। আমি জানি আপনি অনেক রাগে দুঃখে ক্ষোভে এই কথা বলেছেন তারপরও আপনি ঢাকাকে ভালবাসেন। আমরা যদি এগিয়ে না আসো তাহলে কি ভাবে হবে।
৪| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯
মামুন রশিদ বলেছেন: আপনার সাথে একমত । জনগনের সচেতনতা আর সহযোগীতা ছাড়া শুধু প্রশাসনের একার পক্ষে ঢাকার নির্মলতা ফিরিয়ে আনা অসম্ভব ।
১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মামুন ভাই মানুষ হিসেবে আমি অনেক একজন নগণ্য টাইপের লোক। তারপর আমার মাথাতে কিছু আইডিয়া আছে যা করলে কিছুটা হলেও ঢাকাকে আগের রুপে ফিরিয়ে নেওয়া সম্বব।
৫| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
উদাস কিশোর বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ঢাকা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম বাসযোগ্য শহর।
১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কিশোর ভাই আপনি আমি আমাদের চেষ্টায় ঢাকা হতে পারে পৃথিবীর সেরা শহর। আশা হারাবেন না ভাই।
৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এরপরও ঢাকা আমার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় বাসযোগ্য শহর।
১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই ঢাকার তুলনা শুধু ঢাকা।
৭| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৭
আদম_ বলেছেন: সুন্দর নির্মল পরিস্কার এক ঢাকা। আমাদের ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী। অনেক ইতিহাসের সাক্ষী
গন্জিকার মূল্য কি কমিয়া গেল নাকি।
১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আদম আপনি ভালো জানেন। আমার ইহা সেবনে চরম আপত্তি।
৮| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫২
আদম_ বলেছেন: "সুন্দর নির্মল পরিস্কার এক ঢাকা "
কবে?
১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আদম ভাই নেগেটিভ নেন কেন সব কিছু? হতেও পারে একদিন ভাই। সব কিছু সম্ভব। আমি আপনি আমরাই পারি। একদিন সব বিস্তারিত বলবো ভাই।
৯| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
আদম_ বলেছেন: আশাবাদী অথবা নৈরাশ্যবাদী না হয়ে বাস্তববাদী হোন। বাস্তবতা সবসময় পজেটিভ নাও হতে পারে। দেশের কোন জিনিসটার গতি ভালোর দিকে? দেশের ৬ কোটি পোলাপান বেকার কেন?
১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই আমি নৈরাশ্যবাদী না। তবে আশাবাদী এবং বাস্তববাদী। ভাই একদিন আমাদের দেশ পরিবর্তন হবে আজ হোক কাল হোক অথবা ৫০ বছর হোক।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১
বেলা শেষে বলেছেন: আমরা আমাদের সম্পদ নিজ হাতে নষ্ট করে ফেলি।
Inshallah whole Bangladesh will Change- it will take time.