নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

ফ্রেডি মার্কারি শর্ট বায়োগ্রাফি

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৪



ফারুখ বুলসারা জন্ম ১৯৪৬ সনের ৫ই সেপ্টেম্বর যিনি ফ্রেডি মার্কারি নামে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। একাধারে ব্রিটিশ মিউজিসিয়ান,গায়ক,গান লেখক এবং সর্বকালের সেরা রক ব্যান্ড দলগুলোর একটা কুইন এর প্রধান গায়ক। তিনি স্টেজ কনসার্টে তার ব্যক্তিত্ব এবং শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত ছিল। তার অনবদ্য কণ্ঠের জন্য পৃথিবী বিখ্যাত পত্রিকা দ্য রোলিং স্টোন এর লিস্টে সর্বকালের সেরা ১০০ জন শিল্পীর মধ্যে তিনি ১৮ তম হয়েছেন।



ফ্রেডি মার্কারি ইন্ডিয়ান বংশোদ্ভূত পার্সি। তার জন্ম মূলত আফ্রিকার জাঞ্জিবারে। তার বাবা ইন্ডিয়ার গুজরাট থেকে চাকরীর সুবাদে জাঞ্জিবারে এসেছিলেন পরিবার নিয়ে। ফ্রেডি তার সাত বছর বয়সের সময় পিয়ানো শিক্ষা গ্রহন করেন। তার বয়স ৮ হওয়ার পড় তার বাবা মা তাকে ইন্ডিয়ার মহারাষ্ট্রর সেন্ট পিটার্স স্কুলে ভর্তি করে দেন। ১২ বছর বয়সে তিনি একটি স্কুল ব্যান্ড দল গঠন করেন যার নাম ছিল দ্য হেক্টিস । । গান গাওয়ার ক্ষেত্রে তার ইন্সপারশন ছিলেন ভারতীয় বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মুঙ্গেসকার।



১৯৬৪ সনের জাঞ্জিবার বিদ্রোহের সময় তারা পুরো পরিবার নিরাপত্তা জনিত কারনে পালিয়ে ইংল্যান্ড চলে আসেন তখন ফ্রেডির বয়স ছিল ১৭। ফ্রেডি পড়াশুনা করেন মূলত গ্রাফিক্স ডিজাইনের উপর। তিনি ডিপ্লোমা সম্পন্ন করেন ইলিং আর্ট কলেজ (এখন নাম ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন) থেকে।



পড়াশুনা শেষে তিনি আর তার বান্ধবী ম্যারি অস্টিন পুরানো কাপড়ের ব্যাবসা শুরু করেন কেন্সিংটন মার্কেটে। ব্যাবসার ফাঁকে ফাঁকে তিনি নানারকম ব্যান্ড এ গাইতেন। ১৯৬৯ সালে তিনি লিভারপুল বেসড ব্যান্ড আইবেক্স এ যোগদান করেন।





১৯৭০ সনের এপ্রিল মাসে ফ্রেডি গিটারিস্ট ব্র্যায়ান মে এবং ড্রামার রজার টেইলর এর সাথে স্মাইল নামে একটি দলে যোগদান করেন। পড়ে ১৯৭০এর শেষের দিকে তাদের দল কুইন গঠিত হয়।



ফ্রেডি মার্কারি একধারে গায়ক এবং অনেক অসাধারণ গানের লেখক ছিলেন। তার মতো বিখ্যাত পারফর্মার ওই সময়ে খুব কম ছিলো। তার বিখ্যাত গানগুলো হল। । "বোহেমিয়ান র‍্যাপসোডি","কিলার কুইন","সামবডি টু লাভ","উই আর দ্য চ্যাম্পিয়নস","বাইসাইকেল রেস","ক্রেজি লিটল কল থিং লাভ" ইত্যাদি। কুইনের বিখ্যাত ১৭ টি গানের ১০টি তার নিজের লেখা। তার আরো বিখ্যাত একটি গান হল " আই ওয়ান্ট টু ব্রেক ফ্রী"। যে গানটি বাংলাদেশে জেমস ভাই গেয়েছিলো "ওই দূর পাহারে" এবং জেমস ও এই গানটি গেয়ে তৎকালীন সময় ভালো বিখ্যাত হয়েছিলেন। তার আর একটি বিখ্যাত গান "রেডিও গাগা" এই গানটির নাম অনুসরনে বর্তমান শিল্পী লেডি গাগার নাম রাখা।





ব্যাক্তিগত জীবনে ফ্রেডি মার্কারি ছিলেন বাইসেক্সুয়াল (উভকামি)। তার পার্টনার ছিলেন জিম হার্টন যিনি পেশায় একজন নাপিত ছিলেন। ১৯৮৭ সালে মার্কারি তার ৪১ তম জন্মদিন পালন করে ইবিজা দ্বীপে এর কিছু মাস পড়ে তার শরীরে এইচ আই ভি ধরা পড়ে। তিনি অনেকদিন তার এই অসুখের কথা লুকিয়ে রেখেছিলেন।



২২ নভেম্বের ১৯৯১ সনে তিনি তার ম্যানেজার কে দিয়ে পাবলিক স্টেটমেন্ট দেন যে তিনি এইচ আউ ভি তে আক্রান্ত। স্টেটমেন্ট দেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতে ২৪ নভেম্বের কিংস্টন এর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫।



তার মৃত্যুর পর গঠিত হয় ফ্রেডি মার্কারি ফনিক্স ট্রাস্ট। এই ট্রাস্ট এর কাজ হল এইডস বিষয়ক সচেতনতা তৈরি করা।



পৃথিবীতে আজ পর্যন্ত সবচেয়ে বেশী মিউজিক বিক্রেতার লিস্টে কুইন এর নাম্বার হল ১৪। ধরা হয় তাদের সর্বমোট ১৫০ থেকে ২০০ মিলিয়ন ক্যাসেট বিক্রি হয়েছে।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

চুক্কা বাঙ্গী বলেছেন: বায়োগ্রাফি চমৎকার হয়েছে। আরেকটু বড় করা যেত। ফ্রেডি মার্কারির ভোকাল আর কম্পজিশন ভয়াবহ ম্যাচিউড লেভেলের। সত্যি কথা বলতে গেলে বলতে হয়, বর্তমানের সো-কলড মিউজিশিয়ানরা ফ্রেডি মার্কারির কাছে দুধভাত।
কুইন ব্যান্ডটাকে নিয়ে বড় করে একটা পোস্ট দেন ভাই। আমার এরকম একটা পোস্ট করার ইচ্ছা ছিল কিন্তু আমি বায়োগ্রাফি লিখতে পারিনা। আপনারাই ভরসা। পোস্টে প্লাস!

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: বাঙ্গী ভাই আরো বড় করতে পারতাম। আরো অনেক কিছু লেখার ছিলো ফ্রেডি সম্পর্কে আর কুইন সম্পর্কে লিখে শেষ করা যাবেনা।

আমার ইচ্ছা ছিলো ১৯৮৫ এর লাইভ এইড কনসার্ট এর কিছু ভিডিও আপলোড করা। বিশেষ করে ইচ্ছা ছিল রেডিও গাগা গানটি আপলোড করা। ফ্রেডির রেডিও গাগা গানটির সময় সবার এক সাথে হাততালি আরো অনেক কিছু লোড করার ইচ্ছা ছিলো।

কিন্তু লাইন স্লো ভাই তাই লেখা বড় করিনি সাথে সাথে ছবি বাদে পিকচার ও আপলোড করিনি।

আপনার যদি কুইন এর কিছু লাগে আমাকে বলবেন আমার কাছে ভালো কালেকশন আছে।

আর ভাই পারলে কুইন লাইভ ইন ওয়েম্ভলি স্টেডিয়াম ১৯৮৬ এই পুরা কনসার্ট টা নামিয়ে নিয়েন। আমার কাছে আমার কিছু প্রিয় শিল্পীর বায়োগ্রাফি করা আছে। ওইগুলাও শর্ট করা আপনার কথায় আরো বড় করবো।

এইসব মহান শিল্পী যুগে যুগে একবারি আসে।

২| ২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

চুক্কা বাঙ্গী বলেছেন: ভাই, একটু কষ্টসাধ্য হলেও যদি সম্ভব হয় কুইন ব্যান্ডটা নিয়ে বড় একটা পোস্ট দেন। আমি গুগলে সার্চ দিয়েও কুইন ব্যান্ডটা নিয়ে বাংলায় তেমন কোন লেখা পাইনাই। বাংলা উইকিপিডিয়াতেও কুইন নিয়ে প্রায় কোন তথ্যই নাই।
কুইনের ডিসকোগ্রাফি আমার কাছে আছে তবে লাইভ ইন ওয়েম্ভলি দেখিনাই। নামায় দেখি।

২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: বাঙ্গী ভাই,লাইভ ইন ওয়েম্বলি ২টা আছে একটা হলো ১৯৮৫ এ করা, এটা ছিলো লাইভ এইড এখানে অনেক শিল্পীরা পারফর্ম করেছিলো। আর দ্বিতীয়টা হল ১৯৮৬ এ এটা শুধু কুইন এর সিঙ্গেল কনসার্ট।

ভাই আমার লেখা আরেকটু ভালো পর্যায়ে পৌছালে আমি উইকি বাংলাতে অনেক কে নিয়ে তথ্য ঢুকাবো।

আর আজকে আমি ৪ কি ৫ তা সাইট ঘেঁটে তারপর শর্ট বায়ো বানালাম। পরেরগুলো আরো বড় হবে।

আর কুইনের ফুল বায়োগ্রাফি দেখি বড় করে বানানো যায় নাকি। হোপ এই মাসের মধ্যে দিতে পারি নাকি।

ভালো থাকবেন ভাই। শুভেচ্ছা রইলো।

৩| ২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আর লাইভ ইন ওয়েম্বলি যদি নামাতে না পারেন আমি এই মুহূর্তে বনশ্রী রামপুরাতে আছি। আমার ল্যাপটপ থেকে আপনাকে দেওয়া যাবে।

৪| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমি অপদার্থ বলেছেন: প্রিয়তে নিলাম। সুন্দর পোস্ট।

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি অপদার্থ @ ধন্যবাদ ভাই আপনাকে। মূলত আমি লেখক নই। গল্প খুব কম লেখা হয় আর যা হয় তার আগামাথা থাকেনা। তাই পারতপক্ষে আমি নানা রকম অনুবাদ মুভি রিভিউ নানারকম সামাজিক জিনিষ গুলো তুলে ধরি আর খেলা নিয়ে লিখি আর মাজে মধ্যে কবিতা লিখি।

কে যদি আমার পোস্ট প্রিয়তে নেয় তখন নিজের মনে যে ভাললাগাটা সৃষ্টি হয় তা অপ্রকাশনীয়।

আপনার প্রতি রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা রইলো।

৫| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

চুক্কা বাঙ্গী বলেছেন: দেখি চেষ্টা করে। নামাতে না পারলে জানাব ভাই।

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ওকে ভাই আপনি আমাকে আগে থেকে বলবেন আমি আপনার জন্য রেডি রাখবো। আপনি পেন ড্রাইভ দিয়ে নিয়ে যাবেন।

৬| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
তার ৯০ এর দিকের একটি গান আমার সবচেয়ে প্রীয় ছিল।
গানের টাইটেল - "I was born to love you".

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই আমারও প্রিয় গান এটি। আমি আজ পর্যন্ত যতোগুলো লাইভ কনসার্ট এর ভিডিও দেখেছি। ফ্রেডি সবসময়ের জন্য বেস্ট। তার মতো স্টেজ পারফর্ম খুব কম লোক করতে পারে। আর তার ভয়েস আর তা নাই বললাম।

৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

মামুন রশিদ বলেছেন: নাইস পোস্ট ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৭

উদাস কিশোর বলেছেন: প্রিয়তে . . . .
চমত্‍কার পোষ্ট

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ কিশোর ভাই। তবে অনেক ভাই অভিযোগ করেছে পোস্টটি খুব ছোট হয়ে গিয়েছে।

নেক্সট টাইম বড় পোস্ট করার চেষ্টা করবো।

৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৮

উদাস কিশোর বলেছেন: প্রিয়তে . . . .
চমত্‍কার পোষ্ট

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২২ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: ফারুখ বুলসারা তথা ফ্রেডি মার্কারি সম্বন্ধে অনেক কিছু জানলাম। ক্ষণজন্মা এই শিল্পীর ওয়েম্বলি লাইভ কনসার্টটি দেখার ইচ্ছা আছে। দেখি গুগোলে সার্চ দিয়ে পাই কিনা। ধন্যবাদ রথি।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিদ্রোহী বাঙালী @ ভাই আপনার কাছে যদি না থেকে থাকে অথবা ডাউনলোড জনিত কারনে না নামাতে পারেন। তাহলে আমার কাছ থেকে নিতে পারেন।

ফ্রেডি আমার দেখা সেরা ভোকাল এবং সেরা স্টেজ পারফর্মার।

১১| ২২ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: Queen - Live At Wembley 1986 - Friday Concert - Full Concert

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিদ্রোহী বাঙালী@ ভাই এটা দেখার আগে Queen Live Aid Full Video HQ এটা দেখেন। এটা লাইভ এইড কনসার্ট ১৯৮৫ এখানে কুইন বেশ কিছু গান গেয়েছে। রেডিও গাগা গানটি শুনেন। কনসার্ট এর মূল উদ্যোক্তা বলেছিল এই গানটি গাওয়ার পর কনসার্ট পুরা ফ্রেডির হয়ে গেছে।

১২| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
ধন্যবাদ পোস্টের জন্য । অনেক কিছুই জানলাম :)

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ লিন্‌কিন পার্ক ভাই।

১৩| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:



ফ্রেডি মার্কারি আমার পছন্দের একজন গায়ক। বায়োগ্রাফি চমৎকার হয়েছে।


পোষ্টে +++

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমিনুর ভাই আমার দেখা অল টাইম বেস্ট।আমি শিওর না তবে ফ্রেডি মনে হয় প্রথম এশিয়ান যে পশ্চিমা তে সুপার স্টার ছিলেন।

১৪| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি যে লিংকটা দিয়েছি, ওটাতেও 'রেডিও গাগা' গানটি আছে।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ব্রাদার আপনি যে লিংকটি দিয়েছেন ওইটার ফুল কনসার্টের ভিডিও আমার কাছে আছে। কনসার্টটি ১৯৮৬ সনে হয়েছিলো এবং এটা কুইন এর সম্পূর্ণ ব্যাক্তিগত কনসার্ট ছিল।

আমি যে ভিডিওটা আপনাকে দিয়েছি ওইটা ১৯৮৫ সনে লাইভ এইড কনসার্ট এখানে কুইনের সাথে আরো বিখ্যাত শিল্পীরাও আছে। তবে কুইন এখানে যে রেডিও গাগা গানটি পারফর্ম করেছে আমার দেখা মতে এটা বেস্ট।

আপনি দেখলে বুজতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.