নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

অন্তত একটা ম্যাচ জিত ভাই , প্লিজ ।

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

যেদিন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলা থাকে ওইদিন কোন কাজ রাখিনা হাতে। বাংলাদেশের খেলা মানে ঘরে বসে পিকনিক পিকনিক আমেজ নিয়ে পুরো পরিবার একসাথে বসে খেলা দেখা আর সাথে ভালো খাবার দাবারতো আছেই।



যাহোক যে কোন আন্তর্জাতিক দল বাংলাদেশ এর বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে একটা মোটামুটি স্কোর করলো। বাসার সবাই বলছে ভাইয়া কে জিতবে। আমি অবহেলার হাসি আরে ধুর একটা কোন রান হল টি-২০ তে । দেখবি আজকে আমরাই জিতবো।



বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামলো তখন মনে হয় আজকে তামিম একটা ফিফটি মারবে সাথে দলের অন্য খেলোয়াড়রাও ভালো খেলবে। আজকে আমরা জিতবই। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে নেই। গর্জে উঠো টাইগারেরা।



খেলা শুরু হওয়ার পর প্রথম চিত্র তামিমের দুই একটা দৃষ্টিনন্দন চারের মার এরপর অনর্থক বাজে বলে খেলে তামিমের আউট হয়ে যাওয়া। আমি দেখেছি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা লাইফ পেলে ভালো খেলে। তার সম্পূর্ণ বিপরীত আমাদের দলের খেলোয়াড়রা। তারা লাইফ পেলে পরের বলেই আউট হয়ে যায়। যাহোক তামিম আউট হয়েছে তো কি হয়েছে আমাদের শামসুর রহমান আছে না। ছেলেটা এবার বিপিএল এ খুব ভালো খেলেছে আজকেও নির্ঘাত ভালো খেলবে। শামসুর রহমান গোল্ডেন ডাক। আরে ব্যাপার না সাকিব আছে নো টেনশন সাকিব আর বিজয় আস্তে আস্তে খেলছে। সাকিব প্রথম বলে চার মারলো দ্বিতীয় বলে ছক্কা এবং তৃতীয় বলে আউট।ব্যাপার না আমাদের মুশফিক আছে। ক্যাপ্টেন খুব ঠাণ্ডা মাথার খেলোয়াড়। ভালো করবে আজকে। পরের বল এনামুল আউট।



ওই খেলা দেখুম না টিভি অফ কইরা দিলাম। আমি বাইরে গেলাম চা খেয়ে আসি। চা এর দোকানে অনেক বড় জটলা।



কি হইছে মামা। আরে কইয়েন না মামা মুশফিক পর পর দুই বলে দুইটা ছক্কা মারছে। মনটা গেলো ভালো হইয়া ভাবলাম রাশি ঘুরাই বাসায় খেলা না দেখে চায়ের দোকানে বসে খেলা দেখি। নামলো রিয়াদ আস্তে আস্তে ব্যাটিং করছে। চায়ের দোকানের জটলা থেকে লোকেরা বলছে আরে মারে না কেন বল নষ্ট করলে হবে নাকি।



আমি খুব বিজ্ঞ আঁতেলের মতো উত্তর দেই আরে মিয়া চাইরটা উইকেট গেছে পোলাটারে একটু সেট হইতে দেন না। পোলাটা এমন সেট হইলো ২০ বলে ৫ রান করে আউট। আমি চুপ। কারো দিকে তাকাই না।



নামলো নাসির কিছুক্ষণ টোকাটুকি এর পর অফের বল জোর কইরা লেগে মারতে গিয়া আউট। গেলো ৬ টা । এদিকে ক্যাপ্টেন ভালো খেলছে। সাথে নামছে জিয়া। ভাই মুশফিক প্লিজ আজকে ভালো খেলিস ভাবার সাথে সাথে মুশফিক আউট।



- মামা বিল কত হইছে।

কি কি খাইছেন মামা?

- শুধু এক কাপ চা।

৬ টাকা।



বাসায় উঠলাম। টিভি বন্ধ। পিসি অন করে ফেসবুকে ঢুঁ মারছি। এমন সময় দেখি আসে পাশে চিল্লাচিল্লি। দৌড় দিয়া টিভি অন করলাম। কি হইছে জিয়া এক ওভারে ১৫ রান লইছে আর এক বল বাকি আছে এই বলেও মনে হয় ছক্কা, ইসসিরে একবারে বাউন্ডারির সামনে থেকে আউট একটুর জন্য ছক্কা হইলো না।



তারপর আর কি কমু সেই পুরাণ কাসুন্দি। ভাই হাতে ধরি পায়ে পড়ি দয়া করে একটা ম্যাচ জিতা। সারাদিন তোদের খেলা নিয়ে যে টেনশন করি এটা যদি স্টুডেন্ট লাইফে পড়াশুনা নিয়া করতাম তাইলে এখন একটা ভালো পজিশনে থাকতাম।



অন্তত একটা ম্যাচ জিত ভাই , প্লিজ ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

হেডস্যার বলেছেন:
ভাইরে, বাংলাদেশরে আগে ব্যাটিং করতে দিলে ১২০ রানে প্যাকেট হইয়া যাইতো আর এখন ১৯০ তাড়া করতে গিয়া দেখেন ঠিকই ১৪০ করছে। এ এক আজব দল।

আর খালি ব্যাটিং নিয়া সবাই কথা বলে কেউ বোলিং এর কথা বলে না।
কেমন বাজে বোলিং হইলে একটা ম্যাচে ১৯০ রান হইতে পারে আপনেই বলেন।

বোলিং এর ষ্টাইল দেইখা মনে হইলো এরা নতুন ক্রিকেট খেলতে নামছে। আফসোস।

ব্যাটিং বোলিং দুইটাই ভালো হইলে শুধুমাত্র টি২০ জেতা সম্ভব আর তারা তো দুইটাতেই গোল্লা মারছে। :(

কি আর করা :(( :(( কান্তে থাকি

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: স্যার শুভেচ্ছা নিবেন। আপনার কথা ঠিক আগের চেয়ে এখন রান কিছুটা বেশী হচ্ছে। কিন্তু বোলিং এর ঘাপলা এখনো রয়ে গেছে।

ছোট একটা উধাহারন দেই, জিয়া স্লো মিডিয়াম বোলার, ব্যাটিং পীচে এই বল কিন্তু মার খাবে স্বাভাবিক। ধরেন আপনি জিয়াকে দিয়ে বল করালেন না। কালকে খবরে আসবে তার সাথে মুশফিকের শত্রুতা কোথায়।

আমি শুধু বোলিং এ জিয়াকে দোষারোপ করছিনা আমাদের সব বোলাররাই আগের মতো পারফর্ম করতে পারছেনা।

২| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

রাজীব বলেছেন: দেশে বিশ্বকাপ অথচ আমাদের দলে কোন কোচ নেই। সহকারী কোচ দিয়া চলছে। বিসিবির সব সময় ও উদ্যেগ শুধু আয়োজনের পিছেই। দল নিয়া ভাবার সময় কই??

৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পারলে কয়দিন পরে দেখবেন আমাদের ফিজিও রে কোচ বানাই দিছে :D

৩| ৩০ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

আমিনুর রহমান বলেছেন:




আর কত ! যা খেলছে তাই অনেক ! আমি আমার দেশের খেলোয়ারদের কোন দোষ দেখি না। দল দিয়ে কোটি কোটি টাকা কামাবে বিসিবি অথচ দলের জন্য ভালো একটা কোচ নাই।

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমিনুর ভাই এই সাধারণ একটা সমস্যার সমাধান তারা কেন যে করেনা তা আমার বোধগম্য নহে। দল দিয়ে কোটি কোটি টাকার স্পন্সার আসছে কিন্তু দলে একজন ভালোমানের কোচ নেই।

৪| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
এশিয়া কাপেও হারলেও এই অবস্থা ছিলনা।

মাত্র ১ মাস আগেও এশিয়া কাপে বাংলাদেশ হারলেও শক্ত ভাবে জবাব দিচ্ছিল।
বেশীর ভাগ খেলাই লাষ্ট বলে ডিসিশন হয়েছিল।

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হ ভাই এশিয়া কাপেতো ভালই ফাইট দিছে। কিন্তু এবার এতো নড়বড়ে হয়ে গেলো কেন। সবাই কয় রাজনীতি নাকি ঢুকছে টিমে।

৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬

আধখানা চাঁদ বলেছেন: জার্গেনসেনের অধীনে শেষ ১৮ মাস বাংলাদেশ ভাল ক্রিকেটই খেলেছে। নিউজিল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছে। শ্রীলংকা সিরিজে ভাল লড়াই করেছে। এশিয়া কাপেও ভাল খেলেছে। টি২০ তে ভাল করতে পারছে না। তাদের আরো সময় দরকার হয়তো।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আধখানা চাঁদ ভাই @ বাংলাদেশ শর্ট ফর্মেটের ক্রিকেট ভালো খেলেনা। টেস্ট কিংবা ওয়ান ডে তে যা খেলে টি-২০ তে ওইরকম খেলা দেখি না।

৬| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২২

সামুরাই০০৮ বলেছেন: আসলে পরো টিম একসাথে ফর্মহীনতায় ভুগতেছে। আমার মনে হয় বড় দলের সাথে একটা ম্যাচ জিতলে সব ঠিক হয়ে যাবে।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সামুরাই০০৮ @ ভাই আমি অনেককে সেম কথা বলছি। আমাদের লাক কাজ করছেনা। আমাদের ব্যাড লাক শুরু হয়েছে শ্রীলংকা সফর থেকে। টেস্ট ভালো খেললাম আমরা। প্রথম টি-২০ ম্যাচে লড়াই হচ্ছে , শেষ দিকে একটা ফুলটস নো বল। কিন্তু আমাদের বাংলাদেশী অ্যাম্পয়ার আনিস সাহেব নো বল দিলেন না।

এরপর থেকে আমাদের ভাগ্যপতনের শুরু। শ্রীলংকা ১৮৫ করলো জিততে পারলাম না।

কপাল রে ভাই সব কপাল। তবে আশা রাখি আমরা আবার বীরদর্পে ফিরে আসবো।

৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪০

দি সুফি বলেছেন: আমরা খেলা শুরু হওয়ার আগেই হার মেনে নিচ্ছি। এতে করে মানষিকভাবে ম্যাচের আগেই হেরে যাচ্ছি। শুধু ভালো খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামলে জয়তো দূরের কথা, ভালো খেলাও হবে না। জয়ের লক্ষ্য নিয়েই নামতে হবে।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সুফি ভাই সামনে থেকে জেতার মন মানসিকতা তৈরি করতে হবে। একটি মাত্র খেলা যার জয়ে বাংলাদেশের সব মানুষের মুখে হাসি নিয়ে আসে। ক্রিকেটারদের বুজতে হবে যে তাদের খেলার সাথে আমাদের আবেগ ও জড়িত।

ভালো থাকবেন ভাই।

৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫০

সামুরাই০০৮ বলেছেন: আমরা আশা নিয়েই থাকবো।তবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের সামনে ভালো সুযোগ ছিল বিশ্বকে দেখানোর যে আমরা বড় দল হতে চলেছি, কিন্তু বাংলাদেশ সেটা মিস করলো। সবাই এখন ভুলেই গেছে এই দলটা কিছুদিন আগে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিস এর সাথে সিরিজ জিতেছিল। ইনশা আল্লাহ বাংলাদেশ ফিরে আসবে।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সামুরাই০০৮ @ ডিয়ার ব্রাদার , এই আশা নিয়েই তো আমাদের খেলা দেখা আমাদের বেচে থাকা আমাদের স্বপ্ন দেখা। আমরা শেষ বল পর্যন্ত ভরসা হারাই না।

আমরা আবার ফিরে আসবো রণহুংকার দিয়ে।

ভালো থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.