![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আজকের শ্রীলংকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এর সেমিফাইনাল খেলা দেখে প্রচণ্ড বিরক্ত বোধ করলাম। আপনারা মনে করতে পারেন এই খেলাতে আবার বিরক্ত হওয়ার কি ঘটলো।
আমার দৃষ্টিকোণ থেকে ভালো না লাগার কারন ব্যাখ্যা করছি। আজকে শ্রীলংকা প্রথম ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৬১ রানের টার্গেট দেয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এ নেমে ১৩.৫ বলে ৮০ রান করে এবং ৪টি উইকেট হারায়। তাদের হাতে তখনো ৩৭ বল এবং জয়ের জন্য প্রয়োজন ছিলো ৮১ রানের আরো সাথে আছে ৬ জন ব্যাটসম্যান এমত অবস্থায় বৃষ্টি নামার কারনে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলংকাকে বিজয়ী ঘোষণা করা হয়।
আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের গত কয়েকটা ম্যাচ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ভালো খেলার সুবাদে তারা এতদুর পর্যন্ত এসেছে। হয়ত তারা আজকে এই ম্যাচ বের করে নিয়ে যেতে পারতো যদি আইসিসি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মূল খেলা যেমন সেমিফাইনাল আর ফাইনালের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে সংরক্ষিত রাখতো। এরপরও রিজার্ভ ডের দিন যদি বৃষ্টি হত তাহলে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতি প্রয়োগ করা যেত।
আইসিসির উচিৎ ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট গুলোতে রিজার্ভ ডে রাখা আর যদি রিজার্ভ ডের নিয়ম না থাকে তাহলে নতুন করে তা আবার তৈরি করা কারন একটা সময় ক্রিকেটের বড় বড় আসর গুলিতে রিজার্ভ ডে থাকতো।
আজকের এরকম একপেশে সেমিফাইনাল দেখার চেয়ে না দেখাই অনেক উত্তম। আর এই জয়ে কোন বীরত্ব নেই।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:১৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নিশাত তাসনিম ভাই @ এই মেথড খেলাকে নষ্ট করে দেয়। আজকে আশায় ছিলাম সুন্দর একটি ম্যাচ দেখার জন্য। কিন্তু শ্রীলঙ্কার কপাল খুব ভালো বলতে হবে।
তবে এবারও যদি শ্রীলংকা কাপ না পায় তাহলে বলতে হবে ব্যাডলাক। এই নিয়ে ওরা তৃতীয়বারের মতন টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার মনে হয় ভালো লাগা অংশটুকুই কালবৈশাখীর তাণ্ডবে উবে গেলো। কারণ ৩৭ বলে দরকার ছিল ৮১ রান। পিচে ছিল স্যামুয়েলস এবং স্যামি। খেলাটা হলে হয়তো গত ম্যাচের মতো স্যামির একটা ইনিংস দেখার সৌভাগ্য হত। হারলেও বেশ টাইট হত খেলাটা।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:২২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিদ্রোহী বাঙালী ভাই @ আমিও এটা আশা করেছিলাম। সেমিফাইনাল সেরকম জম্পেশ হয় নাই।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৩
আমি অপদার্থ বলেছেন: আইসিসিকে আপনার প্রস্তাব জানিয়ে দিয়েছি । আশা করি হয়ে যাবে , কেননা আইসিসি আমার প্রস্তাব ফেলেনা।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি অপদার্থ ভাই @ দেখার বিষয় আছে এখানে আপনি কোন আইসিসি কে প্রস্তাব দিয়েছেন। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমারও ভাল লাগে নাই। যদিও শ্রীলংকাকে মৌন সমর্থন দিচ্ছিলাম। তারপরেও খেলা এভাবে শেষ হলে মজাটাই নষ্ট হয়ে যায়। স্যামুয়েলস-স্যামিদের সাথে মালিঙ্গার টক্কর - উফ, খেলার আসল মজাটাই মিস
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সীমানা ছাড়িয়ে ভাই @ প্রতিদ্বন্দ্বিতা না হলে খেলা দেখে মজা নেই। একপেশে খেলা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২১
নিশাত তাসনিম বলেছেন: আমার ও তাই ধারণা । হাতে ৬ উইকেট , স্যামুয়েলস এবং সামি দুইজনই ভালো ব্যাটস ম্যান ছিলো। স্যামুয়েলস শ্রীলংকার সাথে টি-২০ তে ভালো খেলে। ওরা পাকিস্তানের সাথে লাস্ট ৫ ওভারে ৭৮ রান নিয়েছিলো । বৃষ্টি না হলে ওয়েস্ট ইন্ডিজ জিততো ম্যাচটা। তবে শ্রীলংকা ফাইনালে যাওয়াতে ভালোই হলো। ভারত যদি ফাইনালে যায় তবে ভারতকে একটা ধলায় দেওয়ার জন্য শ্রীলংকংকাকে দরকার। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজদের থেকে শ্রীলংকার সবার ফর্ম ভালো।