![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।
আমার প্রিয় ছবির একটি হল কমল হাসান অভিনীত "পুস্পাকা ভিমানা "। ছবিটি একটি Silent Black Comedy Movie। ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৮৭ সালে। ছবির নায়ক হলো কমল হাসান , নায়িকা আমলা আরো আছে টিনু আনন্দ , ফরিদা জালাল প্রমুখ আর পরিচালক হলেন সিঙ্গেএথাম শ্রীনিবাস রাও।
শিক্ষিত বেকার যুবক কমল হাসান একটা মেস টাইপ বিল্ডিং এর একটা ছোট একটি কামরাতে থাকে তার কামরাটা হলো ছাদের উপর। ওই মেসে মোটামুটি অনেক ধরণের লোক থাকে। সবাই ভিন্ন ভিন্ন রকম চরিত্রের। কমল হাসান বেকার যুবক পকেটে মাস শেষে মাত্র একটা আধুলি আছে আর কোনো টাকা পয়সা নেই। আর ইন্টারভিউ দেওয়ার জন্য মাত্র একটা ভালো শার্ট আছে ।
যেদিন কমল হাসানের ইণ্টারভিউ থাকে তাহলে ইন্টারভিউ দেয়, নাহলে সারাদিন ঘুরেফিরে কাটায়। এভাবে ঘুরতে ঘুরতে একটা এন্টিক শপে নায়িকা আমলার সাথে দেখা হয়, নায়িকা আমলার বাবা পেশায় যাদুকর। প্রথম দেখাতে তারা একজন আর একজনকে দেখে পছন্দ করে ফেলে। কিন্তু তাদের মধ্যে পরিচয় হওয়া সম্ভব হয়নি তখনো।
একদিন রাত্রিবেলা ঘোরাঘুরির সময় রাস্তায় শুয়ে থাকা এক পাড় মাতাল ব্যাক্তিকে দেখতে পান। কমল হাসান ব্যাক্তিটিকে চিনতে পারেন ব্যাক্তিটিকে তিনি একটি দামী হোটেল যার নাম পুস্পাক হতে বের হতে দেখেছিলেন। কমল হাসান ব্যাক্তিটিকে নিজে বাসায় এনে বেঁধে রাখেন আর তিনি ঐ ব্যাক্তি যে হোটেলে থাকতো সেখানে চলে যান এবং ঐ ব্যাক্তির টাকায় আনন্দ ফুর্তি করতে থাকেন।
ছবিটি অন্যান্য তথাকথিত ইন্ডিয়ান ছবির মতন না কাহিনী সম্পূর্ণ ভিন্নরকম। ছবিতে কোন কথা নেই কিন্তু পরিচালক তার অনবদ্য পরিচালনায় এবং ছবির অভিনেতা অভিনেত্রীরা তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে ছবিটাকে জীবন্ত করে তুলেছেন তা এই ছবি না দেখলে বুজবেন না। ছবিটা যেমন হাসির কিন্তু শেষ দিকেও দুঃখজনক। আমার দেখা কমল হাসানের জীবনের সেরা ছবি এটি।
ছবিটির ডাউনলোড লিংক
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মামুন ভাই খুব হাঁসির ছবি। মেকিং ও অন্যরকম।
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
হাসান মাহবুব বলেছেন: ব্ল্যাক কমেডি কেন বললেন বুঝলাম না।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হাসান ভাই ব্ল্যাক কমেডি বলতে আমি বুঝি হাঁসির ছবি হলেও এটা সমাজের দুঃখ দুর্দশা বা নানা রকম সামাজিক দায়বদ্ধতার উপর আলোকপাত করে।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২২
সীমানা ছাড়িয়ে বলেছেন: মনে হচ্ছে মজার মুভি। সমস্যা হল, হিন্দি মুভি দেখতে গেলে আমার একজন ট্রান্সলেটর সাথে নিয়ে দেখতে হয়। আমি হিন্দি খুব কম বুঝি।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সীমানা ভাই ছবিটিতে কোন কথা নেই। সাইলেন্ট মুভি।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০
হাসান মাহবুব বলেছেন: ব্ল্যাক কমেডি হলো এমন মুভি, যেগুলোতে এমন দৃশ্য থাকে যা দেখে আমাদের হাসি আসার কথা না, কিন্তু উপস্থাপনটা থাকে অমন। যেমন, মৃত্যুদৃশ্য, ভায়োলেন্স, ফিউনারেল ইত্যাদি। আপনার রিভিউ পড়ে এটাকে ব্ল্যাক কমেডি মনে হয় নাই।
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হয়তো হাসান ভাই আমার ভুলে হতে পারে। ভুল হলে দুঃখিত। ভাই হিসাবে ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ও ভিন্নমত আছে। আর পুরো মুভি রিভিউ দিলে ব্ল্যাক কমেডি কোথায় ফুটে উঠেছে বুজা যেত।
তবে আপনি ভাই মানুষ । আপনি যাহা বলিবেন তাহাই সঠিক জনাব।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
চারশবিশ বলেছেন: "পুষ্পক" আমার দেখা একটি অসাধারন বাকহীন ছবি
এর সমন্ধে আমিও একটু লেখেছিলাম
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: চারশবিশ ভাই ব্লগ গুলোতে ঘুরে ফিরে এক লেখাই ফিরে ফিরে আসে। দাঁড়ান আপনারটা পরে নেই। সুন্দর হয়েছে ব্রাদার আপনার লিংকটা দেখলাম।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৪
নিশাত তাসনিম বলেছেন: বেশ পুরনো ছবি । রিভিউ ভালোই হয়েছে।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪১
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হ ভাই আরো অনেক কিছু বাদ দিছি। লিখতে ইচ্ছা করে না আর। খালি ঘুমে ধরে।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেখতে হবে তো----------
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপু নিচে ডাউনলোড লিংক আছে। টরেন্ট থাকলে নামিয়ে নেন। আর না নামাতে পারলে আমার কাছে আছে। বাকহীন ছবি কিন্তু খুব দুর্দান্ত অভিনয়, দেখলে খুব ভালো লাগবে আশা করি।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
শরৎ চৌধুরী বলেছেন: এটা ব্ল্যাক কমেডি হাসান, এইটাতে এক দৃশ্য আছে, যেখানে কমল হাসান যাকে বন্দী/কিডন্যাপ করে তাকে মল ত্যাগ করায়। সাধারণ অর্থে এই দৃশ্যটি অত্যন্ত কুৎসিৎ হবার কথা কিন্তু দৃশ্যায়নে বিষয়টি একটা ডার্ক সারকাজম তৈরি করে।
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ অন্যমনস্ক শরৎ। আমি আসলে ব্ল্যাক কমেডি টা কি ব্যাখ্যা দিতে পারছিলাম না। মনে ছিল কিন্তু আসছিলো না। অনেক অনেক ধন্যবাদ আবারো।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
শরৎ চৌধুরী বলেছেন: Pushpaka Vimana is a 1987 Indian silent black comedy film written and directed by Singeetham Srinivasa Rao. Set in a large unnamed Indian city (shot in Bangalore), the film is based on the king-for-a-day story.
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১০
মামুন রশিদ বলেছেন: ফেভারেট মুভি ।