নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী বিখ্যাত কিছু শিল্পী যারা অন্যর গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন। আসুন একনজরে তাদের কে দেখে নেই আর আসল শিল্পীদেরকে চিনে নেই।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

আমেরিকা অথবা ইউরোপ বা পৃথিবীর অনেক দেশের এমনও শিল্পী আছেন যারা অন্যর গান গেয়ে বিখ্যাত হয়েছেন কিন্তু আড়ালে রয়ে গেছেন সেই সব শিল্পীরা যারা প্রথম গান গেয়েও সেরকম বিখ্যাত হতে পারেননি কিন্তু তাদের গাওয়া গান গেয়েই বিখ্যাত হয়েছেন আরেকজন।



আজকে আমি আপনাদেরকে সেইসব শিল্পিদের সাথে পরিচয় করাবো।



(১) "আই উইল অলওয়েজ লাভ ইউ" - এই গানটির মূল শিল্পী হলো "ডলি প্যারটন"। কান্ট্রি ঘরানার এই গানটি রিলিজ পেয়েছিলো ৬ই জুন ১৯৭৪ সনে। "আই উইল অলওয়েজ লাভ ইউ" গানটির ইউটিউব লিংক।

নবেম্বের ৩, ১৯৯২ সালে এই গানটি আবার গান হুইটনি হাউস্টন এবং এই গানটি তাকে নিয়ে যায় খ্যাতির শিখরে।

Dolly Parton



(২) "ইউ আর অলওয়েজ মাই মাইন্ড " - এই কান্ট্রি মিউজিকটি মূলত গেয়েছিলেন "ব্রেন্ডা লি" ১৯৭২ সনে। তবে এই গানটি নিয়ে অনেক পরীক্ষা হয়েছে অনেক বিশ্ব বিখ্যাত শিল্পীরা এই গানটি গেয়েছেন তাদের মধ্যে আছেন "এলভিস প্রিসলী","উইলি নেলসন","পেট শপ বয়েজ","ক্রিস ডি বার্গ" আরো অনেকে বিখ্যাত শিল্পী।

Brenda Lee



(৩)"জার্সি গার্ল " - গানটি রিলিজ পেয়েছিলো সেপ্টেম্বর ১৯৮০ সালে এবং এটি গেয়েছিলেন "টম ওয়েটস"। পরে ১৯৮৪ সালে এই গানটি করেন "ব্রুস স্প্রিংসটিন" এবং টম ওয়েটস গাওয়া গানটির চেয়ে বেশী জনপ্রিয় হয়।

Tom Waits



(৪) "দ্য পাওয়ার অফ লাভ" - পপ ঘরানার এই গানটি প্রথম করেন "জেনিফার রাশ " ১৯৮৫ সনে। ১৯৮৭ সালে দ্বিতীয়বারের মতো গানটি করেন "লরা ব্রানিগান "। এরপর ১৯৯৩ সালে তৃতীয়বারের মতো গানটি গান "সেলিন ডিউন" এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা পান গানটি করে। এছাড়া আরো অনেক বিখ্যাত শিল্পী এই গানটি করেন।

Jennifer Rush





এরকম হাজারো গান আছে শিল্পী অনেক পুরনো কিন্তু অন্য শিল্পীরা গানটি করে নিজেও বিখ্যাত হয়েছেন আর গানটিকেও বিখ্যাত করেছেন। বিশেষ করে এক কান্ট্রি সং কে রক/পপ/হার্ড রক নানা রকম ঘরানা বানিয়ে কত যে শিল্পী গেয়েছেন আর বিখ্যাত হয়েছেন তার হিসাব নেই।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২২

আমিনুর রহমান বলেছেন:




প্রথম গানটা আমার ১০টা প্রিয় গানের তালিকা করলে এইটা থাকবে। আমার কাছে ডলি পারটন থেকে হুইটনির কণ্ঠেই বেশী ভালো ও সুরেলা মনে হয়েছে।
লিঙ্কে ক্লিক করে শুনছি।
ধন্যবাদ !

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমিনুর ভাই আই লাভ ডলি। আমার কাছে ভাই ডলির টাই বেস্ট মনে হয়েছে। ওল্ড ইস গোল্ড।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। :) জানা ছিল না।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাই।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭

আমি অপদার্থ বলেছেন: ভাল পোষ্ট।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি অপদার্থ@ধন্যবাদ ভাই।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০১

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমাদের দেশেও বাউল শিল্পীদের গাওয়া গান গেয়ে অনেক শিল্পী ও ব্যান্ডদল জনপ্রিয়তা পেয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: প্রবাসী ভাই অনেক অনেক ভুঁড়ি ভুঁড়ি উদাহারণ দিয়ে শেষ করা যাবেনা। অনেকে আবার রিমিক্স করে উঠে গেছে। :)

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আবারো একটা চমৎকার পোস্ট। পাওয়ার অফ লাভ গানটা আমার খুবই পছন্দের একটা গান। ++++++++

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কান্ডারি অথর্ব ভাই @ আমার মতে গানের সেরা যুগ হল ৮০ থেকে ৯০ এর মাজে অনেক ভালো ভালো গানের সৃষ্টি হয়েছে অনেক ভালো ব্যান্ড দল এসেছে। বলা যেতে পারে ৮০ থে ৯০ তে গানের একটা ব্যাপক এবং বিশাল বিপ্লব হয়েছিলো।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২

শহুরে কাউয়া বলেছেন: ডলি এর চেয়ে হুইটনির গান অনেক চমৎকার। অসাধারন।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কাউয়া@ আমার কাছে ডলি খালাম্মা বেস্ট। আমি আপনারে দ্য বেস্ট অফ 80's মিউজিক দিমুনে। গান কারে কয় শুনলে বুজতে পারবেন। এখনকার গুলা কোন গান করতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.