নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়েরি

দেওয়ান কামরুল হাসান রথি

আত্মকেন্দ্রিক, একা থাকতে খুব ভালো লাগে এবং একাকীত্ব আমি দারুণ ভালবাসি এবং উপভোগ করি ।

দেওয়ান কামরুল হাসান রথি › বিস্তারিত পোস্টঃ

একটি লোকাল বাসের ভিতরের দৈনন্দিন গল্প।

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

স্থান - ফার্মগেট



কন্ডাক্টার - ঐ যাইবো যাইবো, মহাখালী, বনানী, কাকলী, এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী। ঐ ভাই কই যাইবেন।

- উত্তরা যামু। সিট আছে

কন্ডাক্টার - উঠেন উঠেন আছে মানে। চিটিং সার্ভিস বাস।

- কি ভাই সিট কই? তুমি না কইলা সিট আছে।

কন্ডাক্টার - ভাই চিন্তা কইরেন না কাকলী গেলে বাস খালি হইয়া যাইবো।

প্রথম যাত্রী - ঐ তুই আমাগো সিটিং সার্ভিসের কথা বইলা বাসে তুললি। এখন আবার লোক উঠাস কেন।

কন্ডাক্টার - ভাই আমি কই উঠাইলাম, হে জোড় কইরা উঠলে আমি কি করুম।

দ্বিতীয় যাত্রী - সবাইরে শুনাইয়া, ভাই কতবড় মিথ্যুক দেখলেন। নিজে জোড় কইরা উঠাইলো এখন আবার মিথ্যা কথা বলে।

ড্রাইভার - আরে ভাই দুই একজন উঠলে দোষ কি? ডেইলি ৫০০০ টাকা মালিকরে জমা দেওয়া লাগে। দুই একজন বেশী না নিলে চলবো কেমনে? ৫০০০ টাকা উঠাইতে হইবো লগে আবার গ্যাসের টাকা তারপর না আমাগো পকেটে কিছু থাকবো।

বৃদ্ধ যাত্রী - তোদের কথার ঠিক আছে তোরা তো পারলে কোলের উপর লোক নিয়া যাস।

কন্ডাক্টার - ঐ যাইবো যাইবো, মহাখালী, বনানী, কাকলী, এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী।

তৃতীয় যাত্রী - কিরে তুই কি আজকে এইখানে দিন পার করবি নাকি। দশ মিনিটের উপর দাঁড়াইয়া আছস। যাত্রি কখন বোঝাই হয়ে গেছে। তোরে কিন্তু সিটিং এর ভাড়া দিমুনা কইলাম।

বাসে দাঁড়ানো যাত্রী - এক কাম কর বাসা থেকে লোক ধইরা ধইরা আইন্না বাসে উঠা।



বাসের ভিতর হাউকাউ চিল্লাচিল্লি। অবশেষে ড্রাইভার বাস ছারলো।



বৃদ্ধ যাত্রী - কিরে তোর বাস আস্তে চলে কেন? আজকে কি নিজের লগে লগে বাস রে খাবার দেস নাই। ঐ তাড়াতাড়ি টান সিগন্যাল পরলে আবার ১০ মিনিট বইসা থাকন লাগবো।



সিগন্যাল



তৃতীয় যাত্রী - দেখলেন মুরুব্বী কতো বড় অসভ্য। ইচ্ছা কইরা সিগন্যালে পড়ছে আরো যাত্রী উঠাইবো।

বৃদ্ধ যাত্রী - এর জন্য তো প্রতিদিন মাইর খায়।

কন্ডাক্টার - চাচা ভাড়া দেন।

বৃদ্ধ যাত্রী - পরে নিস আমি ওনেক দূরে যামু।

কন্ডাক্টার - পরে আসতে পারুম না। একবারে ভাড়া কাইট্টা পিছনে যামু আবার সামনে আইসা ভাড়া কাটমু।

বৃদ্ধ যাত্রী - বেশী কথা কইলে ভাড়া দিমুনা। সিটিং কইয়া লোক উঠাইছস। এখনও অনেক গুলা লোক দাড়াই রইছে।

কন্ডাক্টার - এইর লইজ্ঞা বাসে বুড়া মানুষ নিবার চাইনা। কথা বেশী কয়।

বাসে দাঁড়ানো যাত্রী - কেন তোর বাপে বুড়া না। তুই আবার বুড়া বুড়া করস কেন।

প্রথম ছাত্র - বইলেন না ভাই শিক্ষার অভাব। ঠিকমতো শিক্ষা পেলে এরকম ব্যাবহার করতো না।

কন্ডাক্টার - হ, কতো শিক্ষিত লোক দেখছি আপনাগো মতন, কোট টাই পড়া। পরে বাস ভাড়া না দিয়া নাইম্মা গেছে।

বৃদ্ধ যাত্রী - কোট টাই পড়া লোক তোর বাসে উঠবো কেন।

মহিলা - এই ড্রাইভার বাস থামান। মহাখালী এসে পড়ছে।

কন্ডাক্টার - আপা ভাড়া হইছে?

মহিলা - সবার প্রথম ভাড়া তো আমার কাছে থেকে নিলেন?

তৃতীয় যাত্রী - আপা নামেন নামেন ওরা প্রতি স্টেশনে স্টেশনে সবার কাছে থেকে ভাড়া চায়।



সবাই এক সাথে বাসের মধ্যে হাসাহাসি। বাস আবার ছেঁড়ে দিছে



কন্ডাক্টার - ঐ বনানী নামার আছে নাকি কেউ? ওস্তাদ নাই নাই টানেন।

পিছনের যাত্রী - কিরে ভাই ১০০ টাকার নোট দিলাম ভাংতি দিবানা।

কন্ডাক্টার - আরে ভাই মনে আছে তো। যাইবেন তো হেই টঙ্গী, আমি কি আপনার টাকা মাইরা নাইম্মা যামু।

পিছনের যাত্রী - তোমার কাছেতো ভাংতি আছে দিতে সমস্যা কই?

কন্ডাক্টার - কি যে লোক ভাই আপনি? ঐ কাকলী কাকলী, কাকলী নামবেন কেউ? ওস্তাদ ১০০ টাকা ভাংতি দেনতো।

ড্রাইভার - এক কাম কর সামনে সিগন্যাল আছে। আমার জন্য পানির বোতলটা ভর্তি করে নিয়ে আয় আর একটা সিগারেট আনিস।



৫ মিনিট অতিবাহিত এক সিগন্যাল ছেঁড়ে দিছে আরেক সিগন্যালের মধ্যে



পিছনের যাত্রী - এই ড্রাইভার সাহেব, কন্ডাক্টার কই? আমার টাকা নিয়ে চলে গেলো নাকি আবার।

ড্রাইভার - আপনাগো যে ঢাকা শহরে আসার ভিসা দিছে কেডা? কন্ডাক্টার টাকা মারলে আমি আছিনা। আর বিনা কন্ডাক্টার এ আমি গাড়ি চালামু কেমনে?

কন্ডাক্টার - ওস্তাদ। এই লন পানি আর সিগারেট।

ড্রাইভার - ভাইরে আগে ভাংতি টাকা দিয়ানে, খালি টাকা টাকা কইরা চিল্লাইতেছে।



অবশেষে কাকলী সিগন্যাল থেকে বাস ছাড়লো



পিছনের যাত্রী - কি ভাই পাঁচ টাকা কম দিলা কেন, প্রতিদিন তো এই টাকায় যাওয়া আসা করি।

ড্রাইভার - আরে ভাই তেলের দাম বাড়াইছেনা। এখন নতুন রেট।

পিছনের যাত্রী - তেলের দামের সাথে তোমাদের সম্পর্ক কি? তোমাদের গাড়িতো গ্যাসে চলে।

তৃতীয় যাত্রী - আর বইলেন না ভাই ওরা এইরকমি? ওরা কিছুর দাম বাড়লেই ওদের বাস ভাড়া বাড়াইয়া দেয়। কি যে অবস্থা পিয়াজ,রসূন,মাছ যে কোন খাবারের দাম বাড়লে বাস ভাড়া বারে। কি ড্রাইভার সাহেব গাড়ি কি আজকাল এসব খাওয়া শুরু করছে নাকি?

ড্রাইভার - গাড়িনা ভাই গাড়ি যারা চালায় তারা তো মানুষ। না আমাগো মানুষ মনে হয়না। আমাগো কি সংসার নাই? আমরা কি কিছু খাইনা।

প্রথম যাত্রী - ড্রাইভারের উদ্দেশে - প্রফেসর সাহেব আপনি লেকচার কম দিয়া সামনে মনোযোগ দেন। নাইলে এক্সিডেন্ট করবেন।



বাস খিলখেত পার হয়ে এয়ারপোর্ট এর রাস্তায়



প্রথম যাত্রী - কিরে ভাই কি হইলো এতো জোরে টানস কেন? এক্সিডেন্ট করবি নাকি? আস্তে আস্তে টান।

বৃদ্ধ যাত্রী - আরে বইলেন না ভাই এটা আগের বাসের হেল্পার আছিলো এখন ড্রাইভার হইছে।

কন্ডাক্টার - এয়ারপোর্ট নামবেন কেডা এয়ারপোর্ট। ওস্তাদ থামান একজন নামবো।



বাস ১০ সেকেন্ড চলার পর



বৃদ্ধ যাত্রী - ঐ থামাও থামাও, আমি এখানে নামমু।

কন্ডাক্টার - মুরুব্বী এতটুক পথ হাইট্টা যাইতে পারলেন না।



বৃদ্ধ যাত্রী নেমে গেলো



প্রথম যাত্রী - কি লোক রে বাবা। পারলে উনারে একবার বাসার দরজায় নামাইয়া দিয়ে আসলে ভালো হতো।



অতঃপর টঙ্গির পথে বাস, একি ক্যাচাল, চিল্লাচিল্লি সেই নিত্য নৈমত্তিক ঘটনা। চলছে চলবেই।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

বিবিবাঁধন বলেছেন: valo

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বাঁধন ভাই ভাড়া দিছেন।

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩

হাসান মাহবুব বলেছেন: হ

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: হুম

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১

মহসিন৭১ বলেছেন: জব্বর

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মহসিন৭১ ধন্যবাদ ভাই।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাস জার্নি কইরা ফালাইলাম আরেকটা :)

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দূর্জয় ভাই @ আমি কিছুক্ষণ আগে ফাল্গুনে কইরা রামপুরা আসলাম। আজকে রাস্তা মোটামুটি খালি। শনিবার না।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০

নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো লিখছেন। কিছু বাদ পড়ছে। পকেটমার ধরা পড়বে। কেউ কোন মহিলার ...খোচা দিবে। এইটা নিয়া হাউকাউ হবে। এর মধ্যে পিছনের দিকে কোন সিটে জুটি বসবে। তাদের নিয়েও কিছু কথা চালাচালি হবে। হাসাহাসিও হবে। স্টুডেন্ট বলে ভাড়া কম দেওয়া নিয়া ঝগড়া লাগবে।
এমন কিছু বিষয় থাকবে।।।

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শিশির ভাই বেশী বড় করি নাই। তাইলে অনেকে পড়তে চায়না। আজকাল কার সবাই ভাই চানাচুর খাইতে চায়। তাই অল্পতেই দিয়া দিলাম।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন: খুব বিরক্তিকর লাগে ব্যাপারগুলা। গান শুনে শুনে সময়টা পার কএর দেই।

১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বোধহীন স্বপ্ন আমিও একসময় গান শুনে সময় পার করে দিতাম। কিন্তু আমার এমপি৩ প্লেয়ারটা বিকল হওয়ার কারনে এখন বাধ্য হয়ে শুনতে হয়। কোন পরিবর্তন নেই সেই একি প্যাঁচাল ঘুরেফিরে বারেবারে আসে। চিন্তা করছি মোটামুটি কম দামের মধ্যে একটা মোবাইল কিনতে হবে। গানের সাথে সাথে নেটেও ব্রাওজিং করা যাবে।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: চলছে চলবে চলছে চলবে চলছে...

১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শঙ্কু ভাই এই জনমে আর কেনা হবেনা গাড়ি। কি আর করি?

৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর একমাত্র দেশ যেখানে ট্রাফিক আইন বলে কিছু নেই। রাস্তার মাঝখানে হাফ থামিয়ে যাত্রী নামাবে উঠাবে যা খুবই বিপজ্জনক। বাঁ দিক থেকে আরেকটা গাড়ী বেআইনীবাবে যাবার সময় নামার যাত্রীটিকে চাপা দিতেই পারে। শা. খানের বা প. দেবনাথের তাতে থোড়াই কেয়ার! মাল চাই।

১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: লেখক বলেছেন: অনেক সমস্যারে ভাই ওরা অনেক শক্তিশালী। জীবনে একবার ভুল করে মফিজ বাসে রংপুর গিয়েছিলাম অনেকদিন আগের ঘটনা। যখন কাজিনদের বাসায় রাত্রে পৌছালাম তারা জিজ্ঞাসা করলো কতক্ষণ লাগছে আসতে। আমার কথা শুনে তারা হাঁসতে হাঁসতে শেষ। আর রাস্তার অবস্থা ভাই এটা লিখলে এটাও একটা ছোটখাটো গল্প হয়ে যাবে।

আমরা ঢাকাতে নিত্যদিন যে বাসগুলোতে চড়ি একটা বাসও কমফোর্টেবল না। সিট খারাপ, পা রাখার জায়গা থাকেনা। সিটের কাভার ময়লা, অনেক সময় কোনাকাঞ্চিতে লেগে হাত কেটে যায়, ভুঁড়ি ভুঁড়ি সমস্যা।

আর ভুলেও সিনজিতে চলাচল করিনা। এত বিলাসিতা আমার মতো নিম্ন মধ্যবিত্তদের মানায় না।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: দেশে থাকতে এই বাস যাত্রা বিরক্তিকর লাগত। তারপরেও আজ প্রবাসে বসে আপনার পোস্ট পড়ে নস্টালজিক হয়ে গেলাম। ধাক্কাধাক্কি গাদাগাদি যাই হোক, পুরো ব্যাপারটা প্রানবন্ত ছিল। এই প্রবাসের মাটিতে প্রানের যে বড়ই অভাব :(

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভাই। তবে বাসের নানারকমের মানুষ নানা রকমের কথাবার্তা মাঝে মাঝে উপভোগ করিনা যে তা নয়। তবে বেশীরভাগ সময় বিরক্তকর লাগে। মধ্যবিত্ত হওয়ার জ্বালা অনেক।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এক্কেরে জ্যাম লাগাই ফেলাইচেন।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই আজ শনিবার আজকে কোন জ্যাম নাই। শান্তি আর শান্তি।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

শিমুল চন্দ্র দাশ বলেছেন: বাসে বসে আপনার লেখাটা পড়লাম। আমি হাঁসছি দেখে আমার পাশের যাত্রীও হাঁসছে।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শিমুল চন্দ্র দাশ ধন্যবাদ ভাই। দৈনন্দিন চিত্র তুলে ধরার চেষ্টা করলাম।

১২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লিখছেন। :)

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব ভাই।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

কাল্পনিক আমি বলেছেন: আমাদের প্রতিদিনকার ঘটনা আপনি তুলে ধরলেন। তবে আরো কিছু মনে হয় এড করলে ভাল হত। ধন্যবাদ আপনার এই সুন্দর লেখার জন্য।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই এত ভালো লিখতে পারিনা তারপরও আপনার প্রশংসাতে অনেক অনুপ্রেরণা পেলাম। আরো কিছু এড করার ইচ্ছা ছিল কিন্তু লেখা গুছাতে পারছিলামনা তাই আর দেইনি। আপনাকে অনেক ধন্যবাদ। আর দুঃখিত অনেক পরে জবাব দেওয়ার জন্য। কারন আমি অনেক গুলো মেসেজের নোটিফিকেশান পাইনি।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

 বলেছেন: ভাল লিখছেন :D

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আচ্ছা আপনার আইডিটা না কখনও ঠিক মতন পরতে পারিনা। আসলে আপনার আইডিটা কি হবে। আমার এখানে ঠিকমতো শো করছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.