নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rawnak Miraj\nDept. Of Law,\nUniversity of Dhaka

লোকাস স্ট্যান্ডাই

পরিচয় দিয়ে কিছুই হয় না, কাজ ই আসল।

লোকাস স্ট্যান্ডাই › বিস্তারিত পোস্টঃ

অমানুষ-০২

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫০


অতএব, সুন্দরী এক মেয়েকে আম্মা পাত্রী হিসেবে পছন্দ করেন! নাম তানহা তাবাসসুম,ডাক নাম প্রিয়তী। আমিও প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি আর বিয়েতে রাজী হয়ে যাই!
আম্মার মেয়েকে পছন্দ হওয়ার কারণ, মেয়ে ছোট বেলা থেকেই এতিম! দাদা-দাদুর কাছে বড় হয়েছে! দাদু ও কিছুদিন হলো ইন্তেকাল করেছেন!সেই অসহায়ত্ব থেকেই আম্মার মনে ধরে যায়!

বিয়ের দিন রাতে প্রিয়তী' অনেক কান্নাকাটি করেছে আর ভাঙ্গা গলায় কি কি যেনো বারবার বলতে চেয়েছে! যদিও এসব সস্তা ইমোশন এর দাম নেই আমার কাছে, সুতরাং সেসব আমি কানেও তুলিনি!এরপর থেকেই শুরু হলো আমার সংসার জীবন!

আম্মা বিয়ের দিন আমাকে বলেছিল "বাজান, আর যাই করছ কখনো বউয়ের গায়ে হাত দিবিনা! বউ তোর বাচ্চা মানুষ, বেবাক রকমের ভুল করতেই পারে এর জন্য তুই চেইতা গিয়া বউরে মারিছ না কিন্তু!"
আম্মার কথা কিঞ্চিৎ আমলে নিয়েছিলাম বলে মনে হয়না!

কারণ, ঠিক কিছুদিনের মাথায়ই আমি প্রিয়তী কে মারি! মারার কারণ টা ছিল তার অযথা কান্না দেখে আমি খুবই বিরক্ত ছিলাম! কান্না থামাতে বললে সে কান্না না থামিয়ে উল্টো কান্নার রেশ দ্বিগুণ করে তুললো! ব্যস আমিও চটে গেলাম! এরপরেই মার শুরু!
আম্মা এসেছিল পরে আম্মাই থামিয়েছিল আমাকে!

আরো অনেকদিন আমি সামান্য বিষয় নিয়ে ঝগড়া করেও ওর গায়ে হাত তুলি।ও পড়ালেখা করতে চেয়েছিল,স্বশিক্ষিত হওয়ার একটা সুযোগ চেয়েছিল, দেইনি ওকে, দেইনি আমি সুযোগ।বরং ঘরের ভেতর একরকম বন্দী করে রেখেছিলাম। কথায় কথায় ওকে মারতাম,আত্মীয়স্বজন এর সাথে দেখা করতে দিতাম না, আশে পাশের মানুষের সাথে বেশী মিশলেও ঝামেলা করতাম। ওর খুব রান্না করার শখ ছিল,একবার রান্না সামান্য খারাপ হয়েছিল বলে ওকে বাড়ী থেকেই বের করে দিয়েছিলাম।
তখন আম্মা একটা কথা বলেছিল, আমি নাকি আর মানুষ নেই! জানোয়ার আর অমানুষ হয়ে গেছি! অমানুষ!!!

আজ আমি বুঝে গেছি "Woman is ray of Allah,she's not that earthly beloved;she is creative"

৮ই মার্চ,বিচারক রায় পড়ছেন,আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি।বিয়ের এক বছরের মাথায় ই প্রিয়তীর মামা আমার নামে মামলা করেছেন,বিবেক এর আদালতে অবশ্য আরো অনেক আগেই আমি নিজের বিচার করে ফেলেছি।এই আদালত আমাকে যাই শাস্তি দিক, ঘরে ফিরে যাওয়ার কিংবা এই সমাজের কাছে এই চেহারা দেখানোর আর কোন ইচ্ছে নেই।মানুষ হয়েও যে 'অমানুষ' এর মত আচরণ করে,তার বেঁচে থাকার অধিকার নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.