নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি

রায়হান মোহাম্মাদ খান

নিজের সম্পর্কে জানাতে চাই।দেশ সম্পর্কে জানতে চাই।

রায়হান মোহাম্মাদ খান › বিস্তারিত পোস্টঃ

ধর্ম এবং দেশপ্রেম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

জন্মের পর আমার চারটি পরিচয় ফুটে উঠেছে প্রথমত আমি মানুষ, আমি পুরুষ, আমি মুসলিম এবং সবশেষে আমি একজন বাঙালী। প্রথম দুইটি পরিচয় আমি কোনক্রমেই অস্বীকার করতে পারব না। কিন্তু পরের দুইটি আমার ইচ্ছার উপর নির্ভর করে। তাই বলে আমার ইচ্ছা অনুযায়ী আমাদের পরিচয় নিয়ে নোংরামি করতে পারি না। হাজারো যৌক্তিকতা যে ই দেখাক না কেন ধর্ম যে জাতীয়তার উপর তা অনস্বীকার্য। আমি কখনই চাইব না যে আমার ধর্ম নিয়া কেউ কটু কথা বলুক বা বাজে মন্তব্য করুক। আমি এ ও চাইব না যে আমার ধর্ম নিয়া বা ধর্মের দোহাই দিয়া কেউ ফায়দা লুটুক। আমার কাছে ধর্মের বিধান আগে। আমি প্রাসঙ্গিক বিষয়ে কথা বলি, আমার ধর্মে আছে যে “দেশপ্রেম ঈমানের অঙ্গ” দেশপ্রেম মানে দেশের মানুষ- প্রকৃতি- দেশের সম্পদ সহ আর অনেক বিসয় জড়িত। দেশপ্রেম না থাকলে তার ঈমান থাকে না। যদিও আমাদের ঈমান কতটুকু আছে তা প্রশ্নবিদ্ধ।আমাদের দেশের একটি দল যারা ১৯৭১ সালে চায়নি এই দেশটি হোক আমি সেই দল নিয়া মাত্র কয়েকটি কথা বলব কারণ যতই বোঝাই না কেন তারা বূঝবে না। কারণ তারা মানুষ ই না।

যারা দেশপ্রেম ই জানে না তাদের ঈমান ত পঙ্গু হয়ে গেছে, মানুষ হত্যা করে হয়েছে পশু। আজ তারা আবার ধর্মের দোহাই দিয়ে ইসলাম কায়েম করতে চাইছে। ধর্মকে পুঁজি করে সগৌরবে নিরলজ্জের মত ঘুরে বেড়াচ্ছে গোটা বাংলায়। ৭১ এর যুদ্ধ দেখিনি কিন্তু আমি দেখেছি যে বাতাসে লাশের গন্ধ মুছে জায়নি, মাটি আজও বাঙালীর রক্তে ভেজা, মা- বোনদের চোখের অশ্রু আজও মুছেনি,জারজ সন্তানেরা করুন চোখে তাদের পিতার পরিচয় খোজে, চায় মায়ের আচল তলে একটু স্নেহের আশ্রয়। অথচ এখানে তাদের ধর্ম কাজ করেনা। জামাতপন্থি মানুষগুলি বলে তখন তারা কোন অপরাধ ই করেনি। ওটা ছিল গৃহ- যুদ্ধ। আজ খুব লজ্জা লাগে যে তারা সেই অপরাধীদের বিচার ত চায়ই বরং তাদের বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে। সারা বাংলার মানুষ যখন তাদের বিচার চায় তখন তারা সেই মানুষগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই আজ একটি স্লোগানে কাঁপিয়ে দিয়েছে সারা দেশ “রাজাকারের ফাঁসি চাই” গনমানুশের একটি দাবি সারা পৃথিবীতে ছড়িয়ে পরলেও তা ঢেউ দোলাতে পারেনি তাদেরকে। তারা তাদের নেতাদের বাচাতে চায়, নিজেরা সাধু দাবি করতে চায়। বোঝাতে চায় যে আমজনতা দাবি ভুল, যারা টানা ১৫ দিন ধরে শাহাবাগে পরে আছে কখন শুনবে জুদ্ধপরাধিদের ফাঁসির রায় হয়েছে তারা গাঁজা খেয়ে পাগলামি করছে। আমি স্বীকার করছি যে এখানে কয়েকজন ধর্ম নিয়ে বাজে কথা বলেছে। তাই যদি ধর্মের বিরুদ্ধে হয় তবে ১৯৭১ সালে তোমাদের নেতারা যে আল্লাহু আকবর বলে মানুষ জবাই করেছে সেটা কি ধর্মের মধ্যে যায়?

কি আর বলব! আবার ধর্মের মাঝে ফিরে আসি, ইহকাল যেমন সত্য পরকাল তেমন সত্য। এইকালে তোমরা পার পাবে সত্যি কিন্তু পরকালে......... সেদিন কি তোমরা তোমাদের নেতাদের বাঁচাতে পাবে? এই আল্লাহ্‌র শাসন কায়েম করার জন্য তোমরা যুদ্ধে নেমেছ জীবন বাজি রেখে সেই আল্লাহ্‌র শাসনকেকি পরকালে ফাঁকি দিতে পারবে। পারবে সৃষ্টিকর্তার বিরুদ্ধে হরতাল দিতে... গাড়ি ভাঙতে... মানুষ মারতে? কারন শেষ বিচারের মাঠে তিনি ন্যায় বিচারক। এইবার.....................



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

এস দেওয়ান বলেছেন: বাংলাদেশের জন্ম হয়েছে প্রগতিশীল নাগরিকদের ইচ্ছায় । ধার্মান্ধরা তো বা্ংলাদেশ চাইনি তাই মৌলবাদী ধর্মান্ধরা বাংলাদেশ প্রেমী হবে এটা ভাবা অযৌক্তিক । আর নাস্তিকদের সংখ্যা বাংলাদেশে খুবই কম । তবে এই দেশকে নাস্তিকরাই সব চাইতে বেশি ভালোবাসে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.