![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতিতে বসন্ত আসে শ্রাবণের হাত ধরে প্রকাসশে।
শ্রাবণ আপন সত্তায় স্বমহিমায়,
মেঘবালিকার গল্প শোনাতে শোনাতে দেবীরূপে নেমে আসে মর্তে।
তৃষ্ণার্ত প্রকৃতি তখন উন্মাতাল শ্রাবণের কামনার রসে সিক্ত,
শ্রাবণের ছোঁয়াতে জেগে সতেজ হয় সবুজে সবুজে
এভাবেই একদিন বসন্ত নামে ।
বসন্তে “প্রকৃতি” সৌন্দর্যের স্বর্গ
অপরূপ আচ্ছাদনে বিমোহিত করে সব-
চিরযৌবনা ভাবে নিজেকে।
তখন শ্রাবণের আগমনী বার্তা বিরক্তির কারন হয়।
মেঘবালিকার গল্প হাস্যকর লাগে, ছেলেমানুষি কারবার। এ যেন স্বর্গপতনের চক্রান্ত
ঘৃণিত তিরস্কারে ভূষিত হয় শ্রাবণ।হিংসুক সে, আবেগে ভাসে,
স্বভাব হয় প্রশ্নবিদ্ধ।
শ্রাবণের কান্না-হাঁসির পার্থক্য বোঝে না কেউ।
ভরপুর মজা নিয়ে বসন্তের বিদায়ে প্রকৃতির জৌলুস মুছে গেলে
মনে পরে শ্রাবণের কথা-
শ্রাবণের আত্ম-বিসর্জনের গল্প।
প্রকৃতির বুক ফেটে যায় কিংবা স্বেচ্ছায় ফাটায়
আরেকটি শ্রাবণের প্রতীক্ষায় -
প্রকৃতি জানে, প্রকৃতির নিয়মেই শ্রাবণ আসবে তবে-
প্রকৃতিই প্রকৃতির নিয়ম মানে না।
©somewhere in net ltd.