![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় পত্রিকাতে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবি দেখতাম তখন ভাবতাম এটা কি অদ্ভুত ধরনের পোশাক (গাউন)? এটা মনে হয় অনেক পড়াশোনা করলে গায়ে পরা যায়। পরে শুনলাম অনার্স পাশ করলে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক পরিয়ে তাদের সম্মান জানানো হয়। যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম সামনে থেকে এই পোশাক(গাউন) বড় ভাই-আপুদের পরতে দেখলাম। মিথ্যা বলছি না, এই পোশাক স্পর্শ করা আমার কাছে স্বপ্নের মত ছিল। যখন এটা প্রথম ছুঁইলাম , কি যে ভালো লাগছিল। কারন আমি অনার্স পাশ করলে এই গাউন পরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাউন। তাও আবার পরপর দুই দিন! স্বপ্নের ক্যানভাসে নয় বাস্তবের পর্দায় তুলে রাখবো ছবিগুলো। আমি আবার ছবি তোলার পোকা। অপেক্ষায় ছিলাম অনার্স পাশ করা পর্যন্ত। যখন সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসলো আমার উত্তেজনা দেখে কে? প্রথম যখন গাউন হাতে নিলাম তখন মনে হল আমি যেন নোবেল পুরস্কার নিচ্ছি। এরপর টানা দুইদিন অনেক ছবি তুলেছি। গাউন পরে মনে হল আমি একজন গ্রাজুয়েট, আবার মনে হল আমি একজন উকিল (যদিও হাস্যকর), আমি একজন শিক্ষিত শ্রেণীর প্রতিনিধি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব, আমি আমার পরিবারের গর্ব, আমি এই সমাজ, জাতির গর্ব। হয়তো এখানে কিছুটা অহংকারবোধ কাজ করছে তবুও আমি সার্থক। কারন আমার এই অর্জন নিজের মেধার মূল্যায়নের মাধ্যমে পেয়েছি। সব গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
©somewhere in net ltd.