নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি

রায়হান মোহাম্মাদ খান

নিজের সম্পর্কে জানাতে চাই।দেশ সম্পর্কে জানতে চাই।

রায়হান মোহাম্মাদ খান › বিস্তারিত পোস্টঃ

চোখ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

চোখ উলঙ্গ হলে মানুষ দেখে না, মানুষকে চোখ ঠিকই দেখে।
জেগে থাকলে বা ঘুমালে, তবুও জেগে থাকতে চায়।
জেগে থাকতে চায়, আকাশে মেঘ সূর্যের লুকোচুরি
মৃদু বাতাসে বাবুই পাখির বাসার দোল বাজপাখির শিকারি ঠোট দেখতে,
ঝুম বৃষ্টিতে ছাতা হাতে নারীর শাড়ি বাঁচানোর যুদ্ধ কিংবা
রংধনুর বাকা চাহনি, জলের ফোঁটা নিয়ে গোলাপের পাপড়ির হাসি দেখতে।
দেখে যায় সমগোত্রীয়দের প্রতিহিংসার রূপ।
হৃদয়কে প্ররোচিত করার মাধ্যম হয়ে যায় অনিচ্ছা সত্যেও।
হাজার স্মৃতি ধরে রাখার এ দানবী যন্ত্র আছে বলেই
কাছে আসার গল্প কিংবা বিচ্ছিন্ন হবার মন্ত্র কল্পিত লাগে না।
চোখ সবই দেখে।
শুধু মানুষই দেখে না চোখের পিছনে লুকিয়ে থাকা হাজারো গল্প।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

শূন্যপুরান বলেছেন: শুধু মানুষই দেখে না। তারা দেখতে জানে না, যারা জানে তারা দেখার চেষ্টা করে না।

২| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭

রায়হান মোহাম্মাদ খান বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.