![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৯০-১৪১১ খ্রিস্টাব্দ) স্বাধীন বাংলাদেশের (বাঙ্গলা সালতানাত) তৃতীয় সুলতান ছিলেন। তিনি সোনারগাঁয়ে সমাধিস্থ রয়েছেন। তিনি তাঁর রাজত্বকালে ১৪০৯ থেকে ১৪১১ খ্রিস্টাব্দের মধ্যে মক্কা ও মদীনায় দু'টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। মক্কায় প্রতিষ্ঠিত মাদ্রাসাটির নাম মাদ্রাসা সুলতানিয়াহ আল-গিয়াইথিয়াহ আল-বানজালিয়াহ। এটি মসজিদ আল হারামের উম্মে হানির দরজার নিকটে অবস্থিত ছিলো। আর মদীনায় নির্মিত মাদ্রাসাটি আল-মসজিদ আন-নববীর নিকটে বাবেস-সালামে অবস্থিত ছিলো।
২| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো তথ্য। ঐ মাদ্রাসা দুটো কি এখনো আছে? বাংলার আর কোনো সুলতান, সম্রাট বা অন্য কেউ কি এরকম কোনো মাদ্রাসা/মসজিদ স্থাপন করেছিলেন?
ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আরো বড়ো পোস্ট হলে পড়ে মজা পাওয়া যায়। জ্ঞানও লাভ হয়।
৩| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৫
ফটিকলাল বলেছেন: লেখাটা আরো বড় হতে পারতো। এখানে শুধু ইতিহাসের একটা বাহ্যিক দিক বর্ননা আছে। ফেসবুক স্ট্যাটাসের মতো।
তবে মাদ্রাসাশিক্ষার সাথে যারা জড়িত নন তাদের জন্য এটি তথ্যমূলক হতে পারে
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: ভুয়া পোষ্ট।