![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
পাঁচটি জেলার ইংরেজি বানানে নতুন নামকরণ করা হয়েছে। চট্টগ্রাম আগে ছিলো Chittagong, কিন্তু এখন Chattogram হবে। বরিশাল Barisal নয়, Barishal লিখতে হবে। কুমিল্লা নামের বানান Comilla এর বদলে Cumilla হবে। যশোর Jessore এর বদলে Jashore লিখতে হবে। আর বগুড়ার Bogra এর বদলে নতুন বানান Bogura হবে।
IPA ও ধ্বনিবিদ্যায় অজ্ঞতার কারণে পাঁচ জেলার নামকরণে মারাত্মক ভুল হলো। যাঁরা IPA ও ধ্বনিবিদ্যা বুঝেন, তাঁরা আশা করি নীতি-নির্ধারকদের ভুলগুলো শুধরে দিবেন। ভুলগুলোর প্রকৃতি হলো নিম্নরূপ:
১) হওয়ার কথা Chottogram; কিন্তু হয়েছে Chattogram যা উচ্চারিত হয় চাট্টগ্রাম,
২) হওয়ার কথা Borishal; কিন্তু হয়েছে Barishal যা উচ্চারিত হয় বারিশাল ,
৩) হওয়ার কথা Kumilla ; কিন্তু হয়েছে Cumilla যা উচ্চারিত হয় ছুমিল্লা,
৪) হওয়ার কথা Joshor; কিন্তু হয়েছে Jashore যা উচ্চারিত হয় যাশোরে,
৫) হওয়ার কথা Bogura; যা সঠিক হয়েছে Bogura যা উচ্চারিত হয় বগুরা।
২০ শে মে, ২০২১ দুপুর ১২:৫৩
রেজাউল করিম ফকির বলেছেন: ইংরেজি ভাষায় নয় এমন শব্দের বানানে IPA এর সূত্র মানা হয়। ইংরেজরা ব্রিটিশ ইংলিশ এর ধ্বনি সূত্রানুযায়ী বিভিন্ন স্থানের বানান নির্মাণ করতো। এখন যেটা হয়েছে, সেট না IPA না ব্রিটিশ ইংলিশ। কিন্তু যে কোনো একটি ধ্বনি সূত্র মানা বাঞ্ছনীয়।
২| ২০ শে মে, ২০২১ দুপুর ১২:৪১
৩| ২০ শে মে, ২০২১ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: ভাইয়া ইংলিশ লেটার সি এর পরে ইউ থাকলে উচ্চারণ ক হবে। কাজেই দে আর রাইট....
৪| ২০ শে মে, ২০২১ দুপুর ১:০২
শায়মা বলেছেন: ইংলিশ লেটার উচ্চারনে এত ঝামেলা বাপরে।
ঠোঁটের মাথায় পি বা গলার মধ্যে পি বলা যাবেনা।
এক্স যেড এম এন সব কিছুর উচ্চারন আজাকাল বাচ্চারা শিখছে অতি যতনে। এই সব উচ্চারন আবার ২০১৪ এর সাথে ২০১৭ এর মিল নেই।
যেমন আগে ডি এর উচ্চারণ শিখানো হত ডাহ এখন এমন করেই ডাহ বলতে হবে যেন একটা টিন ফুডের ঢাকনা খুলছি।
এই সব শিখতে শিখতে তো টিচারেরাও অক্কা পেলাম ভাইয়া।
৫| ২০ শে মে, ২০২১ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ভুল ইংরেজি বানান। আপনি প্রতিবাদ স্বরুপ প্রেসক্লাবের সামনে অবস্থান নিন।
২০ শে মে, ২০২১ দুপুর ১:১৫
রেজাউল করিম ফকির বলেছেন: আমার সহকর্মী ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবা আমি এগুলো পত্র-পত্রিকায় ও টিভিতে বিবৃতি দিয়ে জানিয়েছি।
৬| ২০ শে মে, ২০২১ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও এটা নিয়ে ভাবি বানানগুলো এমন করে দিলো কেনো।
বগুড়া তো ঠিক আছে ।
৭| ২০ শে মে, ২০২১ দুপুর ১:৫৩
অনল চৌধুরী বলেছেন: বৃটিশরা যে বিকৃত বানানে জেলাগুলির নাম লিখতো, সেটার চেয়ে এখন ভালো অবস্থায় আছে।
ওদের কথামতো Dhaka কে লিখতে হতো Dacca.
৮| ২০ শে মে, ২০২১ বিকাল ৪:১১
নেওয়াজ আলি বলেছেন: আগের চেয়ে ভালো এখন বানানগুলি
৯| ২১ শে মে, ২০২১ ভোর ৪:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জানা মতে, কোন স্থানের নামের সঠিক বানান খুব সম্ভবত ঐ স্থানের প্রশাসন (সরকার) নির্ধারন করে, তাই নতুন বানানগুলোকেই এখন থেকে শুদ্ধ ধরে নিতে হবে।
২১ শে মে, ২০২১ সকাল ৮:১২
রেজাউল করিম ফকির বলেছেন: মেনে নিয়েছে মনে হয়। কারণ কেউতো স্থাননাম ভুল বলে প্রতিবাদ জানাচ্ছে না। তবে আমি যে ভুলগুলো ধরেছি। এই ভুলগুলো আগামী প্রজন্ম শুধরাবে বলে আমার বিশ্বাস।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২১ দুপুর ১২:৩৯
শায়মা বলেছেন: ইংলিশ লেটের সি এর ফনিক বা ধ্বনিবিদ্যা হইবেক ক+খ =কখ এবং এই সি এর ফনিক সাইন্ড হইবেক ভয়েসলেস কাহ মানে গলার ভেতর থেকে কাজেই ছুমিল্লা না হয়ে কুমিল্লা ঠিকই আছে।
সি আ টাহ ক্যাট হয়
সি আ ন ক্যান হয় কাজেই এটা হতেই পারে।
কিন্তু কে এর ফনিকও কাহ কাজেই কুমিল্লাতে কে হলেই বেশি ভালো হয় মনে হয়।