নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ \nআধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

রেজাউল করিম ফকির

অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজাউল করিম ফকির › বিস্তারিত পোস্টঃ

দেশটা কী মগের (ইংরেজের) মুল্লুক হয়ে গেছে?

২৭ শে মে, ২০২১ সকাল ১১:১৩



বাংলা এ দেশের মানুষের জাতীয় ভাষা, রাষ্ট্রভাষা ও মাতৃভাষা। কিন্তু বিবিসি জানালা মানুষকে বলছে দৈনন্দিন জীবনের হাজারো কথা ইংরেজিতে বলতে! কেনো এ দেশের মানুষকে দৈনন্দিন জীবনের হাজারো কথা সঠিক ইংরেজিতে বলতে হবে? দেশটা কী মগের (ইংরেজের) মুল্লুক হয়ে গেছে।

এর একটা প্রতিবাদ হওয়া উচিত।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২১ সকাল ১১:৩৫

আমি সাজিদ বলেছেন: আপনি যে কারনে জাপানিজ ভাষা শিখে অন্যদের শেখান একই কারনে বিবিসি ইংরেজি ভাষা শেখায়। স্বাভাবিকভাবে বিষয়টি নিন। আমি বরং অবাক হচ্ছি এমন পোস্টে।

২৭ শে মে, ২০২১ সকাল ১১:৪৪

রেজাউল করিম ফকির বলেছেন: প্রয়োজন ছাড়া যে কোনো বিদেশি ভাষাই দৈনন্দিন জীবনে ব্যবহার করা জাতীয়তাবাদ বিরোধী চিন্তা প্রসূত কর্মকাণ্ড। দেশে সর্বস্তরে বাংলা ভাষাকে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে ভাষানীতি প্রণয়ন করা প্রয়োজন।

২৭ শে মে, ২০২১ দুপুর ১২:০৩

রেজাউল করিম ফকির বলেছেন: ইংরেজি শিক্ষাবিদদের ভুল ভাঙ্গানোর জন্য আমার লেখা নিবন্ধ। এটি পড়ে মন্তব্য করুন।
https://www.daily-sun.com/printversion/details/305497/English-language-education-system-owes-a-reform

২৭ শে মে, ২০২১ দুপুর ১২:০৪

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link


English language education system owes a reform!

২| ২৭ শে মে, ২০২১ সকাল ১১:৩৬

আমি সাজিদ বলেছেন: মাইনাস স্যার৷ পছন্দ হলো না।

৩| ২৭ শে মে, ২০২১ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: যে ভাষাই চর্চা করি না কেন তা শুদ্ধ বলাটা জরুরী।

২৭ শে মে, ২০২১ দুপুর ১:৫৬

রেজাউল করিম ফকির বলেছেন: আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের দেশের শহরের মানুষ বাদে গ্রামের মানুষজন বাংলা ভাষা চর্চা করে থাকে। তা সত্ত্বেও দেশের মানুষের বড় একটি অংশ শুদ্ধভাবে বাংলা ভাষা বলতে পারে না। বস্তুত: পৃথিবীর সব জনগোষ্ঠীর বড় একটি অংশের কী মাতৃভাষা আর কী বিদেশি ভাষা - তার কোনো ভাষাতেই দক্ষতা জন্মায় না। সে জন্য বাংলাদেশে বিদ্যালয় পর্যায়ের বাংলা ও ইংরেজি এই উভয় ভাষার পরীক্ষায় সমন্বিতভাবে ফলাফল খারাপ হলে, তাদের উপর ইংরেজি ভাষা শেখার বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া প্রয়োজন। দেশের প্রতিটি মানুষকে স্পোকেন ইংলিশ শেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ইংরেজি দক্ষতা পরীক্ষায় ভালো করে তাদের জন্য ইংরেজি মাধ্যমে কয়েকটি বিষয়ে পাঠদানের সুযোগ করে দেয়া ভালো ইংরেজি পারবে। স্মর্তব্য যে বঙ্গবন্ধু বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ করে দিয়েছিলেন।

৪| ২৭ শে মে, ২০২১ সকাল ১১:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: আমরাতো সঠিকভাবে বাংলাতেই লিখতে বা বলতে পারিনা.. এর উপর আবার ইংলিশ? বিজ্ঞাপন দেয়াই সার।

২৭ শে মে, ২০২১ সকাল ১১:৪৭

রেজাউল করিম ফকির বলেছেন: গবেষণায় দেখা গেছে যে কোনো জনগোষ্ঠীর একটি বড় অংশর বংশগতি, বুদ্ধিমত্তা ও প্রবণতাগত কারণে যথেষ্ট ভাষাগত দক্ষতা (মাতৃভাষা বা অন্য কোনো ভাষা) জন্মায় না।

৫| ২৭ শে মে, ২০২১ দুপুর ১২:০০

আমি সাজিদ বলেছেন: স্যার, বিশ কোটি মানুষের দেশে কেউ যদি বিবিসির ইংরেজি শিখতে চায়, এত প্রযুক্তির সহযোগীতা নিয়ে, আমি দোষের কিছু দেখি না। দৈনন্দিন জীবনে এক ধরনের ইংরেজিই ব্যবহৃত হয় না৷ দৈনন্দিন জীবনে শত রকমের কথোপকথনে শত রকমের ইংরেজি ব্যবহৃত হয়৷ কেউ শিখতে চাইলে আমাদের তো উৎসাহিত করা উচিত৷ এমন না যে এই ভাষা শেখাটা মানে সে জাতীয়তাবাদের বিরুদ্ধে চলে গেল।

৬| ২৭ শে মে, ২০২১ দুপুর ১২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি পিএইচডি করছেন বাংলায়?

২৭ শে মে, ২০২১ দুপুর ১:২৩

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link

২৭ শে মে, ২০২১ দুপুর ১:৩০

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link

৭| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:০২

শেরজা তপন বলেছেন: পোস্টটা অতি সংক্ষিপ্ত হয়ে গেছে। আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা আশা করেছিলাম :(

৮| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:০২

মাসউদুর রহমান রাজন বলেছেন: আরো অনেক কিছু লেখা থাকবে ভেবে ক্লিক করেছিলাম, দেখি মাত্র তিন লাইন, একটা ফেসবুকের স্ট্যাটাস। শিরোনামের তুলনায় লেখাটা অনেক ছোট হয়েছে। এত ছোট লেখা দিয়ে প্রতিবাদ করবেন ক্যামনে?
আর ভাষা শিখার ব্যাপারটা প্র্যাকটিস নির্ভর। আপনি যদি দৈনন্দিন কাজে এটা ব্যবহার না করেন প্র্যাকটিসটা কোথায় করবেন। বিবিসি জানালা তো ঠিক কথাই বলছে।

২৭ শে মে, ২০২১ দুপুর ১:২৬

রেজাউল করিম ফকির বলেছেন: https://sarabangla.net/post/sb-526194/

ইংরেজি বিষয়ে প্রায় দশ বছর আগে লেখা শুরু করেছি। এ বিষয়ে আমার অনকগুলো লেখা রয়েছে। এখানে একটি লেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

৯| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:১১

রিফাত হোসেন বলেছেন: প্রতিবাদ হওয়া উচিত। কিত্নু এমন প্রতিবাদ যে হওয়া উচিত এর বোধশক্তি অনেকের নাই। দৈনন্দিন কাজে কেন আমরা সঠিক ইংরেজি ব্যবহার করব?

ইংরেজরা কি দৈনন্দিন কাজে ফরাসি ভাষা ব্যবহার করবে?

যদি বলা হত যদি আমরা ব্যবহার করি তাহলে সঠিকভাবে করি তাহলে ভিন্ন কথা। কারণ তা বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। দৈনন্দিন শব্দটি দিয়ে ভাষাকে বাংলিশের পর্যায়ে ইংগিত করছে। ইংরেজিতে পড়াশুনা করতে দৈনন্দিন শব্দমালা যথেষ্ট নয়। আরও গভীর জ্ঞান প্রয়োজন। ভাষা শিক্ষা আনন্দের তবে তা অবশ্যই আগ্রাসী চিন্তা বাদ দিয়ে। এখানে ভাষাগত প্রভাব সৃষ্টির সুযোগ রয়েছে।

১০| ২৭ শে মে, ২০২১ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:




আপনাকে বেতন দেয় কারা? আপনি প্রফেসর, ২য় শ্রেণীর বাচ্চার মতো ২ লাইন অবধি লিখতে পারেন! আপনি জাপানী ভাষায় নিজের নাম লিখতে পারেন?

২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৫৬

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link

レザウル・カリム・フォキル 社会科学者(言語政策、言語文化)、ダッカ大学現代言語研究所教授

レザウル・カリム・フォキル 1963年、バングラデシュ・マイメンシング県生まれ。 研究対象は、言語学、対照言語学、言語政策、言語接触論、言語文化、教育政策、南アジア地域学。 神戸学院大学に招聘研究員として赴任(1994年10月~1991年03月)、兵庫教育大博士課程に在籍(1998年10月~2002年03月)、国立国語研究所に招聘研究員として赴任(2013年10月~2014年09月)、神戸学院大学客員教授として赴任(2015年10月~2016年01月)。15th World (2008年08月)Congress of Applied Linguistic, GermanyにおいてInternational Association of Applied LinguisticによSolidarity Awardを受賞。 

১১| ২৭ শে মে, ২০২১ বিকাল ৩:১২

জটিল ভাই বলেছেন:
এমন না হলে কি বুঝা যাবে যে এককালে ব্রিটিসদের গোলামি করেছি? :(

১২| ২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো কাজে প্রতিবাদ করতে হয় না।

১৩| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাশক্তি সীমিত; বাংগালীরা টেকনোলোজী শিখার জন্য ইংরেজী দরকার।

২৭ শে মে, ২০২১ বিকাল ৫:২২

রেজাউল করিম ফকির বলেছেন: পৃথিবীর সব জনগোষ্ঠীর বড় একটি অংশের কী মাতৃভাষা আর কী বিদেশি ভাষা - তার কোনো ভাষাতেই দক্ষতা জন্মায় না। সে জন্য বাংলাদেশে বিদ্যালয় পর্যায়ের বাংলা ও ইংরেজি এই উভয় ভাষার পরীক্ষায় সমন্বিতভাবে ফলাফল খারাপ হলে, তাদের উপর ইংরেজি ভাষা শেখার বাধ্যবাধকতা উঠিয়ে দেয়া প্রয়োজন। দেশের প্রতিটি মানুষকে স্পোকেন ইংলিশ শেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ইংরেজি দক্ষতা পরীক্ষায় ভালো করে তাদের জন্য ইংরেজি মাধ্যমে কয়েকটি বিষয়ে পাঠদানের সুযোগ করে দেয়া ভালো ইংরেজি পারবে। স্মর্তব্য যে বঙ্গবন্ধু বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ করে দিয়েছিলেন।

১৪| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:




আজকের বিশ্বে প্রতিটি শিক্ষিত মানুষকে কমপক্ষে একটি বিদেশী ভাষা ভালোভাবে জানতে হবে; আপনি পড়ালেখার মান বুঝেন না।

১৫| ২৭ শে মে, ২০২১ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



সবকিছুতে বংগবন্ধু বংগবন্ধু করিয়েন না, পদোন্নতি চাচ্ছেন?

১৬| ২৭ শে মে, ২০২১ রাত ৮:১৫

অনল চৌধুরী বলেছেন: হাজার বছরের গোলামের জাতি এখনো গোলামি মানসিকতা থেকে মুক্ত হতে পারেনি। তাই ভাষা-সংস্কৃতি সবকিছূতেই নিজেদেরটা ছেড়ে পরেরটা অনুসরণ করে।
চীন,জাপান কোরিয়া, রাশিয়া-জার্মানী-কোনো দেশ ইংরেজী শিখে উন্নত হয়নি।
আজ পর্যন্ত বাংলাকে সব জায়গায় প্রতিষ্ঠা করা যায়নি।
যেখানে প্রয়োজন, সেখানে ইংরেজী ব্যাবহার হবে।
কিন্ত বাংলাদেশে পরিকল্পিতভাবে বাংলাকে সরিয়ে ইংরেজীকে বসানো হয়।

১৭| ২৭ শে মে, ২০২১ রাত ৮:১৭

অনল চৌধুরী বলেছেন: বঙ্গবন্ধু বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ করে দিয়েছিলেন। সেসময় বাংলা প্রচুর ব্যবহার হতো। কিন্ত এর সূত্র কি?

২৭ শে মে, ২০২১ রাত ৮:৪৩

রেজাউল করিম ফকির বলেছেন: বাংলাদেশ সৃষ্টির পর ১৯৭৪ খ্রিস্টাব্দে প্রণীত প্রথম শিক্ষানীতি। সেই শিক্ষানীতিতে ইংরেজিকে বিদেশি ভাষা হিসাবে নির্ধারণ করে ষষ্ঠ থেকে অন্যান্য বিদেশি ভাষা শিক্ষাব্যবস্থায় চালু করার বিধান রাখা হয়েছিলো।

১৮| ২৭ শে মে, ২০২১ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি ইনরেজী বলতে পারেন না? শেখ সাহেবের ছাত্রলীগের মাফিয়ারা ইংরাজী তো দুরের কথা বাংলাও জানে না।

২৮ শে মে, ২০২১ সকাল ৭:৪৩

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link

১৯| ২৮ শে মে, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর মন্তব্যের উত্তর দেওয়ার ক্ষমতা আপনার নেই।
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।

২৮ শে মে, ২০২১ সকাল ৮:০৮

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link

২০| ২৮ শে মে, ২০২১ ভোর ৪:৩৯

অনল চৌধুরী বলেছেন: আর এখন বাংলাদেশের কিছু লোক এতোটাই ইংরেজ হয়েছে যে ইংরেজী মাধ্যমের সাথে সাথে বাংলা মাধ্যমের বই পড়ানোর জন্যও ইংরেজী মাধ্যম চালু করেছে।
এইসব হীনমন্যদের জন্যই দেশের এই দুরবস্থা।

২১| ২৮ শে মে, ২০২১ ভোর ৪:৪৫

বিষন্ন পথিক বলেছেন: @ রাজীব নুর
একজন ডক্টরেটকে আপনি দৌড় শেখাচ্ছেন? আপনি?
আপনার দৌড় কতটুকু? বইমেলার শিক্ষা?
যিনি মন্তব্য করেছেন, তিনি জবাব চাইতে পারেন, আপনি চামচ হয়ে ক্ষীর খাওয়াতে যান কেনো?

"আজকের বিশ্বে প্রতিটি শিক্ষিত মানুষকে কমপক্ষে একটি বিদেশী ভাষা ভালোভাবে জানতে হবে" - চাদগাজী
সাউথ কোরিয়ার ইন্জিনিয়ার, থাইল্যান্ড এসব দেশের টেকনোলজিষ্ট দের সাথে কাজ করেছেন কখোনো?

বাংলাদেশের ডিপ্লোমা ইন্জিনিয়ারের প্র্যাকটিকাল স্কিল বেশী কেনো জানেন?

২৮ শে মে, ২০২১ সকাল ৭:৪৭

রেজাউল করিম ফকির বলেছেন: Click This Link
বিশ্বায়নে সামিল হতে দেশে বিদেশি ভাষা-সংস্কৃতির বিশ্ববিদ্যালয় প্রয়োজন

২২| ২৮ শে মে, ২০২১ সকাল ১১:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে ইংরেজি ভাষা শেখার চেয়ে ইংরেজি সংস্কৃতি শেখার প্রবনতা দেখা যায়। এরা ইংরেজি হয়তো ভালো পারে কিন্তু কিছু দেশের সংস্কৃতি ভুলে বিদেশেরটা গ্রহণ করে ( কিছু ব্যতিক্রম কদাচিৎ পরিলক্ষিত হয় বটে)। এরা আর দেশের সংস্কৃতিকে আলিঙ্গন করতে পারে না। এই ধরণের স্কুলে দেয়ার উদ্দেশ্য হওয়া উচিত একটি বিদেশী ভাষা শেখা। কিন্তু দেখা যাচ্ছে অবাঞ্ছিতভাবে কিছু সস্তা বিদেশী সংস্কৃতি এরা ফাও হিসাবে পাচ্ছে। ভাষা শেখার মূল্যে নিজের সংস্কৃতি বিকিয়ে দেয়া আমার কাছে পছন্দ না। এই দেশে অজ পাড়া গাঁ থেকে ছেলে মেয়েরা গিয়ে নাসায় চাকরী করে। প্রথমে কিছু সমস্যা হয়তো হয়। আবার ইংরেজি মাধ্যম থেকে পরেও বাইরে যাচ্ছে। এরা যে খুব বেশী সুবিধা পাচ্ছে এটা আমার মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.