![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
ফরায়েজি আন্দোলন ও রাজনৈতিক আদর্শ হিসাবে কালীপূজার বিস্তৃতির পূর্বে বাংলাদেশে ইসলাম ধর্মের রূপ এমন ছিলো না। তখন ধর্ম প্রচার চলতো ধর্মীয়-সাংস্কৃতিক অনু্ষ্ঠানের মাধ্যমে। সে সমস্ত ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দনা গীতিতে মুসলমান শাস্ত্রকারগণ হিন্দু দেবদবীদের সম্মান দেখাতেন। জেবল-ই-মুলক শামরোখ পুঁথিতে এমন একটি উদাহরণ দৃষ্ট হয়, যা এখানে তুলে ধরা হলো। ‘জেবল মুলুক শামারোখ’ কাব্যে দৃষ্ট হয় যে, হিন্দু দেবতাদিগকে সম্মান দেখিয়েছেন মুসলমান কবি মোহাম্মদ আকবর (জন্ম ১৬৫৭ খৃঃ অঃ) তাঁর রচিত এই গ্রন্থ ‘জেবল মুলুক শামারোখ’-এ। তিনি লিখিয়াছেন –
“বিনয় করিয়া বন্দি ফিরিস্তার পদ ।
ছুন্নীকুলে ফিরিস্তা যে হিন্দুর নারদ ।
ভক্ত সিংহাসনে বন্দি আল্লার দরবারে।
হিন্দুকুলে ঈশ্বর যেন জগতে প্রচারে ।
পয়গম্বর সকল বন্দি করিয়া ভকতি ।
হিন্দুকুলে দেবতা যেন হৈল প্রকৃতি |
হজরত আদম বন্দি জগতের বাপ ॥
হিন্দুকুলে অনাদি নর প্রচার-প্রতাপ ॥
মা হাওয়া বন্দুম জগত-জননী।
হিন্দুকুলে কালী নাম প্রচারে মোহিণী ॥
হজরত রসুল বন্দি প্রভুর নিজ সখা ।
হিন্দুকুলে অবতারি চৈতন্যরূপে দেখা ৷
খোয়াজ খিজির বন্দুম জলেত বসতি।
হিন্দুকুলে বাসুদেব, শূন্যে যে প্রকৃতি।
আছকবা সকল বন্দি নবীর সভায় ।
হিন্দুকুলে দোয়াদশ গোপাল ধেয়ায় ॥
আওলিয়া, আম্বিয়া বন্দি রববানি কোরান ।
হিন্দুকুলে মুনিভাব আছয়ে পুরাণ।
পীর, মুর্শিদ বন্দুম ওস্তাদ-চরণ।
হিন্দুকুলে গুরু যেন করয়ে পূজন।”
২| ০১ লা জুন, ২০২১ দুপুর ১২:৫৭
কল্পদ্রুম বলেছেন: কবিরা সবযুগেই মুক্তমনা ছিলেন। "জেবল-ই-মুলক" কি ধর্মপ্রচারের উদ্দেশ্যে লেখা?
৩| ০১ লা জুন, ২০২১ দুপুর ১:৩০
রানার ব্লগ বলেছেন: ইনদোজ @ আপনার মস্তিষ্ক কুলষিত , মিলন হলেই যে তা যৌন হবে কে বলল আপনাকে?
দেখুন আজ থেকে ৩০ বছর আগেও হিন্দু মুসলমানের কোন সমস্যা ছিলো না যেটুকু ছিলো তা সেই রাজনৈতিক ধান্দাবাজদের কিন্তু আজ হিন্দু মুসলমানদের যে মানুষিক দৈনতা দেখা যাচ্ছে তা ওই সেই রাজনৈতিক ধান্দাবাজদের কারনে, নিজেদের আখের গোছাতে এরা দুইটা শান্ত জাতিকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।
৪| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: হিন্দু-মুসলমান এর লড়াই এর ইতিহাস অনেক পুরনো। আজও তা অব্যহত আছে।
৫| ০১ লা জুন, ২০২১ রাত ৯:৪৮
কামাল১৮ বলেছেন: পূর্বকাল বলতে আপনি কি বোঝাতে চাইছেন।১৪০০ বছর আগে থেকেই ছিল।এমন কি আব্রাহামীক ধর্মের শুরু থেকেই ছিল।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২১ সকাল ১১:৩৩
ইনদোজ বলেছেন: হিন্দুর সহিত মিলন করিতে চাই মানে কি? যৌন মিলন?