![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমরা যাদের সাঁওতাল ও মুণ্ডা বলে জানি। তারা মূলত বৃহত্তর নিষাদ জাতির অংশ। ইংরজিতে তারা অস্ট্রিক নরগোষ্ঠী নামে অভিহিত। তারা পরস্পর বংশগতির ধারায় রক্ত সম্পর্কে সম্পর্কিত। তারা বাঙ্গলা, ঝাড়খন্ড, ছত্তিশগড়, বিহার ও উড়িষ্যার বৃহৎ অঞ্চল জুড়ে বিস্তৃত। তারা ব্রিটিশ শাসনামলে আসামের চা বাগান সমূহে চা শ্রমিক হিসাবে নীত হলে, সেখানেও তাদের আবাস গড়ে উঠেছে। এসব নৃগোষ্ঠীসমূহ একত্রে একটি জাতি হিসবে গড়ে উঠার মতো নৃতাত্ত্বিক, জৈবিক ও ঐতিহাসিক এজমালি উপাদান বিরাজিত রয়েছে। কিন্তু দু হাজার বছর ধরে হিন্দুআয়ন ও ইসলামায়ন এবং বিভিন্ন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর শাসন-শোষণের ফলশ্রুতিতে জাতি হিসাবে গড়ে উঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। তার বিপরীতে হিন্দু জাতি, মুসলমান জাতি, বিহারী জাতি, বাঙ্গালী জাতি, অসমিয়া জাতি ও উড়িয়্যা জাতিসমূহ গড়ে উঠেছে।
https://www.youtube.com/watch?v=j0RM2bIqcbg&list=RDMM&index=15
©somewhere in net ltd.