![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্বরধ্বনি উচ্চারণে দৈর্ঘ্য বিবেচনায় দুই প্রকার- হ্রস্ব ও দীর্ঘ যা প্রতিবর্ণীকরণ করা হয় যথাক্রমে-ই ও ঈ এবং উ ও ঊ হিসাবে। কাজেই ইদ ও দই- যে দুই 'ই' রয়েছে তাদের মধ্যে উচ্চারণের দৈর্ঘ্য এক নয়। ধ্বনিগত উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যাবে যে, মুসলমানদের উৎসব বুঝাতে যে শব্দটি ব্যবহৃত হয়, তার স্বরধ্বনিটি একটি দীর্ঘ স্বরধ্বনি অর্থ্যাৎ 'ঈ' ধ্বনি। যে কেউই ঈদ, জাপানী ও বাড়ী ইত্যাদি শব্দ মোবাইলে রেকর্ড করে, শব্দগুলোতে ব্যবহৃত স্বরধ্বনির দৈর্ঘ্য পরীক্ষা করে বিষয়টি নিজে নিজেই নিশ্চিত হতে পারবেন। এই বিষয়ে গত শতাব্দীর শেষ দশকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এক গবেষণা করা হয়েছে। গবেষণা সঞ্জাত সন্দর্ভটির নাম- Lexical Account of Vowel Length in Bangla। কাজেই প্রয়োজনে যে কেউই এরূপ গবেষণা করে দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ঈদ মোবারক