![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিদ্যুৎ চক্রবর্তী তার এই গ্রন্থে বিবৃত করেছেন যে, ব্রিটিশ শাসিত আসামে মুসলমান ও বাংলা ভাষাভাষীদের সংখ্যানুপাতের আধিক্য থাকায়, সে সময়কার ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ আশঙ্কা করেছিলেন যে, ব্রিটিশ উপনিবেশোত্তর আসামের রাজনৈতিক ক্ষমতা মুসলমানদের হস্তগত হবে। তাঁরা এই আশঙ্কা থেকে মুসমানদের জনসংখ্যাধিক্য কমানোর কূট-রাজনৈতিক কৌশল হিসাবে সিলেট জেলাকে আসাম থেকে বাঙ্গলায় যু্ক্ত করার বিষয়ে রাজী (নিমরাজীর ভান করে) হয়। উল্লেখ্য যে, আসাম থেকে সিলেটকে আলাদা করে দেওয়ার পরও আসামের বর্তমান মুসলমান জনসংখ্যা ৩৪.৯%। আসামের সব মুসলমানের মাতৃভাষা বাংলা ভাষা। সে হিসাবে হিন্দু সহ আসামে বাংলা ভাষাভাষীর সংখ্যা তারও বেশী হবে।
https://www.barnesandnoble.com/w/the-partition-of-bengal-and-assam-1932-1947-bidyut-chakrabarty/1113998157
©somewhere in net ltd.