![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে কয়েকটি অঞ্চলকে কেন্দ্র করে। তার মধ্যে অন্যতম হলো- বিহার সভ্যতা। মৌর্য, গুপ্ত ও পাল সাম্রাজ্যের কেন্দ্র ছিলো বর্তমান ভারতের বিহার রাজ্যে। এ রাজ্য এক সময় সারা এশিয়ায় আলো ছড়িয়েছে। বাংলাদেশের ধর্মীয়-সাংস্কৃতিক সংযুতি নির্মাণের উপাদান সংগৃহীত হয়েছে এই বিহার রাজ্য থেকে । কিন্তু বর্তমানে ভারতের বিহার রাজ্য একটি নিষ্প্রভ রাজ্যের নাম। এক সময় এর সংস্কৃতির অনুষঙ্গ ছিলো নৈতিকতা ও আধ্যাত্নিকতা। কিন্তু বর্তমানে এই অঞ্চলের সংস্কৃতির প্রধান অনুষঙ্গ হলো নারী ও যৌনতা।
অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই যে, বৌদ্ধ ধর্মের জন্মস্থানে বৌদ্ধ ধর্মকে সমূলে উৎপাটন করা হয়েছে। এক সময় যে রাজ্য পৃথিবীতে আলো ছড়িয়েছে, সে রাজ্যের ভাষা ও সংস্কৃতি এখন কালিমা লিপ্ত। এই রাজ্যের জনগণও ভুলে বসেছে যে, এশিয়ার ইতিহাসে ভারতের অবদান মানে হলো বিহার রাজ্যের অবদান। এই রাজ্যের ভাষাটিকেও ভারত সরকার স্বীকৃতি দেয় না।
২| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৭
গরল বলেছেন: বৌদ্ধ ধর্মের জন্মস্থান বিহার !....... আমিতো জানতাম নেপালের লুম্বিনী নামক স্থানে রাজপূত্র স্বিদ্ধার্থ কতৃক বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়। তাছাড়া বিহারের সভ্যতার অবদানগুলো দু-একটা উল্লেখ করলে জানতে পারতাম। বিহারে নিজেদের কোন রাজা বা রজত্বের নামও কোনদিন শুনি নাই। আপনার পোষ্টটি অসম্পূর্ণ এবং ধোয়াটে, আরও বিস্তারিত লিখলে সবার জন্যই সুবিধা হত।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিহারের মানুষ মনে হয় এক সময় খুব দরিদ্র ছিল। আমাদের দেশের বিহারীরা উর্দু কিভাবে জানে? ওদের ভাষার সাথে উর্দুর কি কোন সম্পর্ক আছে?