![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
টেলিভিশন নিয়ন্ত্রিত টক শো -এর বিকল্প ফেস দ্যা পিপল বাহাস
ফেস দ্যা পিপল ভিন্ন ধরণের টকশো বা বাহাসের সূচনা করেছে। টেলিভিশন নিয়ন্ত্রিত টকশো যেখানে হাতেগোনা বুদ্ধিজীবিদের ছাড়া টকশোতে অংশগ্রহণের সুযোগ দেয় না। সেক্ষেত্রে ফেস দ্যা পিপল মতবাদ নির্বিশেষে যে কোনো মতবাদের অধিকারী সম্পূর্ণ বিরুদ্ধবাদী পক্ষকে পরস্পরের মুখোমুখি দাঁড় করায়, যার ফলে সৃষ্টি হয়েছে নতুন ধারার প্রাতিষ্ঠানিক বাহাস। এই ধারার বাহাস সমাজের মানুষের চিন্তা-চেতনার জগতে আলোড়ন সৃষ্টি করবে এবং সমাজে নতুন দার্শনিক চিন্তার উন্মেষ ঘটবে। বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম তার নিজের জায়গায় থেকে যাবে, আর দেশের মানুষ এই দুই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিবে। তখন মানুষ বিকল্প জ্ঞানের অনুসন্ধানে বিকল্প প্রতিষ্ঠান খুঁজে নিবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়সমূহ জাতির নীতি-আদর্শগত চাহিদার যোগান দিতে পারছে না, যে কারণে সমাজ নীতি-আদর্শের চাহিদার কেন্দ্র হিসাবে মাদ্রাসা সমূহকে বেছে নিয়েছে।
https://fb.watch/7HuzqYJ7gc/
২| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১০
গফুর ভাই বলেছেন: মানুষ মাদ্রাসা বেছে নিতেছে সমাজ নীতির আদর্শ চাহিদা কেন্দ্র হিসাবে এটা মনে হইয় নাহ।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫২
ডার্ক ম্যান বলেছেন: ফেস দ্যা পিপল থেকে ভালো কিছু বের হয়ে আসবে না। এটা কোন শিক্ষণীয় অনুষ্ঠান নয় যে নতুন দার্শনিক চিন্তার উন্মেষ ঘটবে।
এটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই।