![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিসমিল্লাহ বলে ধরায়ে বিড়ি,
জয়বাংলা হেঁকে গাই ইংরেজি।
গেরুয়া পরে মুসলমান ধরি,
আর টুপি লাগিয়ে জিহাদ করি।
গরুকে মাঝখানে রেখে ভেদ রেখা টানি,
ভাগ করে বাংলা, বানাই বাংলাস্থান আর হিন্দুস্তান।
আমরা কী এখনও বাঙ্গালী?
না-কি হিন্দু কিংবা মুসলমান?
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩
অধীতি বলেছেন: খুবই জটিল বিষয়।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬
কামাল১৮ বলেছেন: সবাইকে নিয়ে আসেন,কেউ মানা করছে না।প্রয়োজনে ভারতের বাইশ কোটিও নিয়ে আসেন।যতবেশি মুসলমান ততই ভালো।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩
জিকোব্লগ বলেছেন:
আপনিতো ব্লগারদের মন্তব্যের উত্তরই দেন না।
ব্লগার যখন প্রশ্ন করে সেটারও উত্তর যখন
দিতে পারেন না, তখন আপনার ব্লগিং এর কী বা দরকার !
আপনি ডক্টর ডিগ্রি কোন ভার্সিটি থেকে নিয়েছেন?
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৪
কসমিক রোহান বলেছেন: আমরা বাঙালি নয় আমরা বাংলাদেশি।
মুসলিম -আন্তর্জাতিক পরিচয়।
বাংলাদেশি - জন্ম ও বসবাসগত পরিচয়।
মানুষ - প্রজাতিগত পরিচয়।
আর কিছু?
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: অযথাই দলাদলি করছেন। দুই বাংলা ভাগ হওয়াতে অনেক ভালো হয়েছে। দুই বাংলার বাঙ্গালীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। একসাথে থাকলে অনেক সমস্যা হত।