![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
জীব মাত্রেই প্রাণ আছে। মানুষও জীব, তাই মানুষের প্রাণ আছে। কিন্তু প্রাণ ও আত্মা কী একই? হ্যাঁ নাস্তিক্যবাদীদের কাছে প্রাণ ও আত্মা একই। কিন্তু আস্তিক্যাবাদীদের কাছে আত্মা হলো প্রাণের চেয়েও উচ্চতর সত্ত্বা। আস্তিক্যবাদীরা আত্মার অস্তিতে বিশ্বাসী। কিন্তু আস্তিক্যবাদীদের মধ্যেও, কোনো কোনো আস্তিক্যবাদীরা আত্মার উপরের স্তরের সত্ত্বা 'অধিআত্মা'-এর অস্তিত্বেও বিশ্বাসী। অধিআত্মার অপরনাম আধ্যাত্ম। আধ্যাত্ম-এর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসীরা আধ্যাত্ম চর্চায় আগ্রহী হয়ে থাকেন। তারা মনে করেন যে, অধিআত্মা অস্তিত্বমান ও বিরজামান; প্রাণত্যাগের পরও অধিআত্মা সর্বকালীনভাবে অস্তিত্বমান ও বিরজমান থাকে। অধিআত্মা অস্তিত্বমান সম্পর্কিত অভিজ্ঞান লাভকারীরা অধিআত্মা-এর চর্চা করে থাকেন। কিন্তু অধিআত্মা-এর চর্চার নিয়ম-কানুন এখন হারিয়ে গেছে। কাজেই মানব সমাজে এখন আধ্যাত্মিক সঙ্কট দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের নৈতিকতা ও মানবিকতা হারিয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.