![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
১) Japanese Language and Culture এবং Japanese Studies যথাক্রমে আধুনিক ভাষা ইনস্টিউট ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত শিক্ষা কার্যক্রম।
২) Japanese Language and Culture এবং Japanese Studies বিভাগের শিক্ষার মাধ্যম হলো যথাক্রমে মূলত: জাপানি/বাংলা ভাষা ও ইংরেজি ভাষা।
৩। আধুনিক ভাষা ইনস্টিটিউটস্থ Japanese Language and Culture বিভাগের স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রম, Japanese Studies বিভাগ এর চেয়ে ১ বছর পূর্বে প্রতিষ্ঠা লাভ করেছে।
৪। Japanese Language and Culture বিভাগ এবং Japanese Studies বিভাগের শিক্ষা কার্যক্রম যথাক্রমে জাপানি ভাষা ও ইংরেজি ভাষা মাধ্যমে পরিচালিত হয় বিধায় Japanese Language and Culture বিভাগের শিক্ষার্থীরা জাপানি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জনে সক্ষম হয়, যা জাপানে উচ্চ শিক্ষার্থে গমমকারী শিক্ষার্থীগণের জাপানি ভাষা মাধ্যমে শিক্ষা গ্রহণে সহায়ক হয়।
৫। Japanese Language and Culture স্নাতক (সম্মান)-এর শিক্ষা কার্যক্রমের কেন্দ্রীয় বিষয় হলো- জাপানের সাহিত্য, ইতিহাস, ভাষা বিজ্ঞান এবং সভ্যতা ও সংস্কৃতি এবং Japanese Studies স্নাতক (সম্মান)-এর শিক্ষা কার্যক্রমের কেন্দ্রীয় বিষয় হলো- জাপানের অর্থনীতি, রাজনীতি ও সমাজ।
©somewhere in net ltd.