নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:)

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

আলিম আল রাজি

Facebook.com/alimalrazy [email protected] লেখকের অনুমতি ছাড়া এই ব্লগের কোন লেখা বা লেখার অংশ অন্য কোথাও প্রকাশ করা যাবে না

আলিম আল রাজি › বিস্তারিত পোস্টঃ

বিয়ে বিষয়ে আমার প্রাথমিক জ্ঞান-১ (১৮+ হতে পারে)

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩০

ছোট থাকতে বিয়ে জিনিসটা খুব একটা বুঝতাম না। ভাবতাম ছেলের বিয়ে এক জিনিস, মেয়ের বিয়ে আরেক জিনিস। ছেলে মেয়ে যে একে অপরকে বিয়ে করে এইটা মাথায় ডুকতো না। ভাবতাম, ছেলেরা বিয়ের দিন মানুষের বাড়িতে বেড়াতে বের হয়, খাওয়া দাওয়া করে চলে আসে। আর মেয়েরা সাজু গুজু করে বসে থাকে। এক পর্যায়ে এসে বিয়ে, সুন্নতে খাৎনা, আর ঈদ- এই তিনটাকে গুলিয়ে ফেল্লাম। কোরবানী ঈদ-এ গরু "কাটাকাটি" হয়, সবাই আনন্দ ফূর্তী করে, মানুষ বাড়িতে বেড়াতে আসে। সুন্নতে খাৎনার সাথেও "কাটাকাটির" ব্যাপার জড়িত। এবং এই উপলক্ষেও মানুষ আনন্দ ফূর্তী করে, মানুষ বাড়িতে বেড়াতে আসে।

সুতরাং বিয়েও নিশয়ই "কাটাকাটি" সংক্রান্ত ব্যাপার, কারণ এই দিনেও আনন্দ ফূর্তীর ঘটনা ঘটে আর মানুষও বেড়াতেও আসে। কিন্তু কি "কাটাকাটি" হয়, সেইটাই বুঝলাম না। আমার এক বড় বোনকে জিজ্ঞাস করে ফেললাম সাহস করে। ও কিছুক্ষণ চিন্তা করে বললো, "জামাইরা বিয়ে করতে গিয়ে ফিতা কাটে দেখিস না? এইটাই হচ্ছে সেই কাটাকাটি।" আমি মাথা নাড়লাম। অর্থাৎ বিয়ে জিনিসটা বুঝে ফেললাম।

মোটামোটি এই হল বিয়ে সম্পর্কে আমার প্রাথমিক শিক্ষা।



যখন আরেকটু বড় হলাম, তখন আরেকটু বুঝতেও শুরু করলাম। সাথে পড়ে গেলাম একটা বিরাট টেনশনে। সব ছেলেরা দেখি বিয়ের পরে বউদের নিয়ে একাএকা ঘুমায়। কিন্তু আমার বাবা মা তো আমাকে একা ঘুমাতে দেয় না!! একা ঘুমালে নাকি ভূত আসে। তাহলে তো বিয়ের পরেও দিবে না। :( এখন কি হবে?

এই ব্যাপারে একদিন সাহস করে মাকে জিজ্ঞাস করে ফেলেছিলাম। তারপর বিরাট কাহীনি শুরু হলো। আমার পাকনামীর কারণ উদঘাটন করতে গিয়ে আমাকে নানান প্রশ্নবানে জর্জরিত করা হলো। কার সাথে মিশি, কি করি, কোথায় যাই, এইসব। এক পর্যায়ে আমার পড়ার টেবিলে গিয়ে বই খাতা খোজা শুরু হলো। আল্লাহর কি লীলা, ওখানে পাওয়া গেলো "স্বামী স্ত্রী-র মধুর মিলন' বইটি। অথচ এই বইয়ের ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার এক দুঃসম্পর্কের বড় ভাই বইটি এখানে রেখে গিয়েছিলেন কয়েকদিন আগে। এই বইটি পাওয়ার পর শুরু হলো আরেক কাহীনি। সেটা আরেকদিন বলা যাবে।



(চলতে পারে)...।

মন্তব্য ১২০ টি রেটিং +৪৬/-২

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৬

ইসমাইল মাহমুদ বলেছেন: এত কাহিনীর দরকার নাই। এখন বিয়ে সম্পর্কে বুঝেন কিনা সহজ ভাষায় বলে দেন।

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৪

আলিম আল রাজি বলেছেন: এখন যে কি বুঝি, সেইটাই বুঝি না। সম্ভবত বিয়া আগে বুঝাও যাবে না। :(

২| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮

নট ডিফাইন বলেছেন: অকাল পক্ক :-P :-P :-P , স্বামী -স্ত্রীর মধুর মিলন :-* :-* :-*

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

আলিম আল রাজি বলেছেন: ভাই আপনেও অকাল পক্ক বললেন!!! আমি কত ভালো ছেলে!!! :-P :-P :-P এইসব পড়ি নাকি???? :)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯

লুথা বলেছেন:
ধূর মিয়া...এমন লিখায় তো কোন মজা নাইক্কা...একবারে সময় নিয়া পুরা কাহিনী শেষ করবেন...হিন্দি সিরিয়ালের মতো আজকে চুম্মা, কালকে শাডি খুলা, পরশু ............ ;)

বুঝতেই পারতেছেন ব্লগে এখন এতো পোস্ট যে খেয়াল থাকে না...তাই একবারে দিলে পডার মজা পাইতাম...

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯

আলিম আল রাজি বলেছেন: আমি এই সব পচা লেখা আরো লম্বা করি... আর আপনি আরো বিরক্ত হন!!!!! দর্কার্ন্নাই.... :)

৪| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪০

গৌতম রায় বলেছেন: হা হা হা। পড়ে বেশ মজা পেলাম। পরবর্তী পর্বের অপেক্ষায় :)

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৩

আলিম আল রাজি বলেছেন: মজা দিতে পেরে ভাল্লাগ্লো। পরবর্তী পর্ব দিয়ে দিব তাড়াতাড়ি। ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৩

ইউনুস খান বলেছেন: হা হা হা। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৫

আলিম আল রাজি বলেছেন: পরবর্তী পর্ব দিয়ে দিব তাড়াতাড়ি। ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭

এস বাসার বলেছেন: মজাই মজা। এখন কি পুরাটা বুঝেছেন?

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৪

আলিম আল রাজি বলেছেন: পুরাটা বহুত দূরে.... এখনো কিচ্ছুই বুঝিনি। :)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯

আন্ধার রাত বলেছেন:
ফাউন্ডেশনে যান কি?

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৬

আলিম আল রাজি বলেছেন: জিনিষটা কি ভাই?????

৮| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪

দুরণ্ত সাহস বলেছেন: ইয়ে মানে বইটা ত আপনার না আমরা সবাই জানি। দু:সম্পর্কের বড় ভাইএর।...... আপনার ভাইটি কত খারাফ দেখেন।

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪০

আলিম আল রাজি বলেছেন: হুমমমমমমমমম.... আমি কুতু ভালু আর উনি খুব খ্রাপ..।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮

রাজিয়েল বলেছেন: তোমার বয়স কত চাচ্চু?

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২

আলিম আল রাজি বলেছেন: :) কমুনা....। তয় ১৮ পিলাচ..... এই ব্যাপারে sure থাকেন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

স্বপ্নকথক বলেছেন: হুমমম...বিয়ে খুব খারাপ... কৈরেন না..

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭

আলিম আল রাজি বলেছেন: খ্রাপ মানে!!!! কুব খ্রাপ.....

১১| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

তূর্য্য বলেছেন: হাহাহাহাহাহা =p~ =p~ =p~ =p~

পরে কি হলো?

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৯

আলিম আল রাজি বলেছেন: আসিতেছে... আসিতেছ...।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০

বড় বিলাই বলেছেন: আপনার আইডিয়াগুলো তো দারুণ। অনেক শিক্ষণীয় একটা পোস্ট।

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

আলিম আল রাজি বলেছেন: তাইলে তো একটা শিক্ষা সফর হয়ে গেলো।

আপনারে ধন্যবাদ দিয়া ছোট করলাম।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

মাশুক০১৭১৯ বলেছেন: ভাইজান এর মনে লয় সামনে বিয়া...............দাওয়াত দিতে ভুইলেন না কিন্তু.................. :)

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০০

আলিম আল রাজি বলেছেন: সামনে বিয়া হৈলে কি আর এইখানে বৈসা পোস্টাইতাম??? খালি লাফাইতাম না?

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

যীশূ বলেছেন: মজা পেলাম। চলুক......।

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

আলিম আল রাজি বলেছেন: আশা রাখি চলবে। ধন্যবাদ। ভালো থাকুন।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩২

আরাফাত হোসেন বলেছেন: অনেক মজার কথা .........................। মজা পাইলাম .. পড়ার টেবিলের বইযের কাহিনী । কবে যে বিয়া করুম... ইচ্ছা করছে

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫

আলিম আল রাজি বলেছেন: কবে যে বিয়া করুম... ইচ্ছা করছে। :)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪২

নীল-দর্পণ বলেছেন: মজাক :)

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

আলিম আল রাজি বলেছেন: ধন্যবাদজাক.... :)

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮

সুবিদ্ বলেছেন: সাগ্রহে অপেক্ষা করছি পরের পর্বের জন্য......

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

আলিম আল রাজি বলেছেন: আশা রাখি তাড়াতাড়িই দিতে পারবো। ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: কত কথা বলে রেররররররররররররর...............

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

আলিম আল রাজি বলেছেন: তাই নাকি?????????????? :)

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৭

জাকি ফারহান বলেছেন: অনতিবিলম্বে পরের কাহিনী জানতে চাই!!

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫

আলিম আল রাজি বলেছেন: আশা রাখি তাড়াতাড়িই দিতে পারবো। ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

শরিফ নজমুল বলেছেন: চলুক।

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৭

আলিম আল রাজি বলেছেন: আশা রাখি চলবে। ধন্যবাদ। ভালো থাকুন।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

শরিফ নজমুল বলেছেন: চলুক।

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২০

আলিম আল রাজি বলেছেন: আশা রাখি চলবে। ধন্যবাদ। ভালো থাকুন।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫

নিশ্চুপ নিরবতা বলেছেন: "এক পর্যায়ে এসে বিয়ে, সুন্নতে খাৎনা, আর ঈদ- এই তিনটাকে গুলিয়ে ফেল্লাম" :-* :-* :-/ B:-) =p~

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

আলিম আল রাজি বলেছেন: সব উপরওয়ালার লীলা রে ভাই.....

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

পৃথিবীর আমি বলেছেন: চলুক।

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬

আলিম আল রাজি বলেছেন: আশা রাখি চলবে। ধন্যবাদ। ভালো থাকুন।

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

মুভি পাগল বলেছেন:

বিয়ে কারো পৌষ মাস, কারও বা সর্বনাশ
এ কথা সবারই জানা

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৫

আলিম আল রাজি বলেছেন: ভাই, দিলেন তো ছবি দেখাইয়া লোভ লাগাইয়্যা....... আহারে কি সুন্দর :(

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

মহসিন৭১ বলেছেন: আপনি ১৮ + সিউর কচ্চেন তো?
চালিয়ে যান। সামনের পর্ব ভাল হবে তো?

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০

আলিম আল রাজি বলেছেন: হ ভাই কে জানি কৈছিলো আমি ১৮ +....। লোকের কথা তো আর ফেলতে পারিনা!!!!!!
এই পর্বই তো ভালো না। সামনেরটাও খারাপ হওয়ার কথা। দোয়া রাইখেন ভাই।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: "স্বামী স্ত্রী-র মধুর মিলন' বইয়ের রিভিউ চাই আগামী পর্বে :P

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৮

আলিম আল রাজি বলেছেন: :P
আমি পুড়ি নাই তু.....। ভালো পোলা না??????

২৭| ০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২

আবু মকসুদ বলেছেন:
ভাই আপনার লেখার চমকটা কিন্তু দারুন 'স্বামী স্ত্রীর মধুর মিলন' এটাকে আমি হুমায়ুনীয় চমকের সাথে তুলনা করতে পারি, তবে বড়ো ভাই প্রসঙ্গ না আনলেও পারতেন । পরবর্তী পোষ্টে এরকম আরো চমক আসবে আশা করি।

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩

আলিম আল রাজি বলেছেন: হায় হায় রেেেেেেেেেেেেে
কই হুমায়ুনীয় চমক, আর কই রাজি..!!!!!!!!

আপনারে কয়েক কোটি ধন্যবাদ।

পরবর্তী পোষ্টে চমক দেয়ার চেষ্টা থাকবে। ভালো থাকুন।

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: মাএ তো ১৮ পার করলেন ,এখন ও দৌড় বাকী ।

এখনই কাইত হইয়েন না ।

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

আলিম আল রাজি বলেছেন: এইটা একটা চ্রম ফালতু পোস্টরে ভাই। সিরিয়াসলি নিয়া লজ্জা দিয়েন না। :(

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আরে না মজা করলাম ,বিয়ে নিয়া আমারও একটা পোষ্ট আছে ,লিংক দিলাম
View this link

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭

আলিম আল রাজি বলেছেন: যাক ভাই, বিশ্বাস করেন.. আমি বিব্রত হয়ে গেছিলাম। আমার টেনশন কমলো। আপনারে ধইন্যা।
দেখতেছি।

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৫

অতিথি নাসিম বলেছেন: রাজি তুমি ফিতা কাটাকাটি করে ফেলো............বিয়ে কি তা বুঝে যাবা...:)
লেখা টা ভাল লেগেছে....:)

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:০২

আলিম আল রাজি বলেছেন: তোমাদের কে আগে কাটাকাটির একটা ব্যাবস্থা করি।
আমি তো মাত্র ১৮ বছর এক মাস ২০ দিনের পোলা।


কমেন্টের জন্য ধন্যবাদ। :)

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:২৯

পিচ্চি হুজুর বলেছেন: কেন যে ভাই হিন্দি সিরিয়াল এর মত শেষ কইরা দিলেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪২

আলিম আল রাজি বলেছেন: হে হে...

ভালো থাকুন।

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৪

আদনান শওকত বলেছেন: রাজি তুই ভালোই লিখলি। পড়ে ভালো লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

আলিম আল রাজি বলেছেন: ট্যাংকু দোস্ত...... :) তুই নতুন পোস্ট দে..।

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬

তায়েফ আহমাদ বলেছেন: "বিয়েও নিশয়ই "কাটাকাটি" সংক্রান্ত ব্যাপার...... "=p~ আপনার ধারনাটা আমার পছন্দ হৈছে।
স্বামী স্ত্রী-র মধুর মিলন' বইটা পড়তে মন চায়। :P

০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৫

আলিম আল রাজি বলেছেন: ধন্যবাদ।

আমারও পড়তে মুনচায়,,,,,,,,,,

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

ফেরদৌস মিথুন বলেছেন: আমার ভাইটা আঠার হবার সাথে সাথেই যে পাকা শুরু করল!!!আমি চিন্তিত তার ভবিষ্যত নিয়ে :-?

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৮

আলিম আল রাজি বলেছেন: ভবিষ্যত অন্ধকার।

কোনো আশা টাশা নাই। :P

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬

ধ্রুবমেঘ বলেছেন: চিন্তা করেন বাসর রাতেই নিজের ভার্জিনিটির কুরবানী। মাম্মি.................. :(( :(( :(( :((

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৫

আলিম আল রাজি বলেছেন: :P

৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২০

প্রতীক মণ্ডল বলেছেন: ১৮+ এখনো হয়নি।

আশা করি সামনের পর্বেই হয়ে যাবে!

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫

আলিম আল রাজি বলেছেন: সামনের পর্ব যে কি হবে বুঝতেসি না....। শুন্য মাইনাস ও হতে পারে....।

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৯

ইশতিয়াক অাহমেদ বলেছেন: হাহাহা...

জটিল লিখছো রাজি...


০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৫

আলিম আল রাজি বলেছেন: ইশতিয়াক ভাই........ধন্যবাদ, ধন্যবাদ , ধন্যবাদ , ধন্যবাদ , ধন্যবাদ এবং ধন্যবাদ.......। :)

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৪

জামাল ঊদ্দিন বলেছেন: আগে একটু একটু বুঝতাম মনেহয় ... তোমার পোষ্ট পইড়া সব তালগোল পাকাইয়া গেছে ... :) :) ;)

চালাইয়া যাও ভাই , আমার সর্‌বনাশ কইর না ... :)

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪১

আলিম আল রাজি বলেছেন: Tahole to sokol obibahitoder "noitik shikkha" dewar jonno ai post ar dorkar ase. Ki bolo?

৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: অকাল পক্ক ;)

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৩

আলিম আল রাজি বলেছেন: Ami pakna? Koto valo chele.. :-P

৪০| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২১

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: "স্বামী স্ত্রী-র মধুর মিলন'

হাহা!

এই মহাগ্রন্থ আমার পড়া প্রথম ১৮+ :!> :!> :!> B-) B-)

০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪

আলিম আল রাজি বলেছেন: Amar prothom pora 18+ holo... Nah! Bolbo na. Prblm ase.. :-P

৪১| ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬

আদনান মুকিত দীপ্র বলেছেন: রাজি, কিশোর ভাই, কিসলু ভাই কি তোমার এই ঘটনা জানে?

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৭

আলিম আল রাজি বলেছেন: Beijjoti ghotona janaite munchayna

৪২| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯

ছায়াপাখির অরণ্য বলেছেন: হারামজাদা, বেশি পাকছোস, না? কান টেনে লম্বা করে দিবো। আপাতত মাইনাস, আরও যদি পাকামি করিস...তাইলে শলার বাড়ি কপালে আছে কয়া দিলাম!

১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

আলিম আল রাজি বলেছেন: চুপ থাক............।।

৪৩| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫২

চিকনমিয়া বলেছেন: পুলাপাইন পাইকা গেছেরে
খেক খেক খেক:)

১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০

আলিম আল রাজি বলেছেন: হ ভাই। প্লাপান খ্রাপ হইয়া গেসে.....।

৪৪| ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১

বিশ্বমিত্র বলেছেন: লেখার হাত ভালো। শুভকামনা !

১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩২

আলিম আল রাজি বলেছেন: জি ধন্যবাদ।

৪৫| ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫৩

লেবফিউম বলেছেন: মধুর মিলন :D :D :P :P :-/ :-/ =p~ =p~

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫৩

আলিম আল রাজি বলেছেন: খেক খেক খেক।

৪৬| ০৯ ই জুলাই, ২০১০ বিকাল ৫:২৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওখানে পাওয়া গেলো "স্বামী স্ত্রী-র মধুর মিলন' বইটি... খিক খিক খিক... হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেলোরে ;)

০৯ ই জুলাই, ২০১০ রাত ৯:০২

আলিম আল রাজি বলেছেন: আপচুচ। ব্যাথার ওষুধ লাগবে।

৪৭| ০৯ ই জুলাই, ২০১০ রাত ৯:১৩

স্বদেশ হাসনাইন বলেছেন: আল্লাহর কি লীলা, ওখানে পাওয়া গেলো "স্বামী স্ত্রী-র মধুর মিলন' বইটি। অথচ এই বইয়ের ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার এক দুঃসম্পর্কের বড় ভাই বইটি এখানে রেখে গিয়েছিলেন কয়েকদিন আগে।

হা হা হা । আল্লাহর লীলা ..বাক্যটাতে মজা পেলাম। আপনার বড় ভাইয়ের উসিলায় আপনার জ্ঞান তৃষ্ণা মিটানোর জন্য বই পাঠায়ে দিল। আপনি কিছু জানেন না ..তা সত্যি না,,তাহলে বড় ভাই কী পড়ে আর কোথায় কী রেখে যায় ঠিকই জানেন। ..

লিখুন...পরের পর্ব

০৯ ই জুলাই, ২০১০ রাত ৯:২৩

আলিম আল রাজি বলেছেন: ছি। ছি। আমি কুতু বালু। আমি কিচ্ছু ঝানি না। না না না।

৪৮| ১৩ ই জুলাই, ২০১০ সকাল ১১:২১

কলমবাঁশ বলেছেন: মধুর মিলন করছেন কি-না?

১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৫

আলিম আল রাজি বলেছেন: ধুরু। কি যে কন!!!!!

৪৯| ১৩ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩২

কলমবাঁশ বলেছেন: মধুর মিলন কি করেছেন?

১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৬

আলিম আল রাজি বলেছেন: ধুরু। কি যে কন!!!!!

৫০| ১৩ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪২

কলমবাঁশ বলেছেন: মধুর মিলন কি করেছেন?

১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৯

আলিম আল রাজি বলেছেন: ধুরু। কি যে কন!!!!!

৫১| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৩

শারফুদ্দীন হোছাইন বলেছেন:

মকসুদুল মুমিন রাইখেন। সন্দেহ করপেনা। শেষের ডিকে কিন্তু সব আচে।

১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৭

আলিম আল রাজি বলেছেন: খেক খেক খেক। ঝানি ঝানি। এই গ্রন্থখানা পড়িয়ে বড়ই তৃপ্ত হৈয়াছিলাম।

৫২| ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩৪

হুপফূলফরইভার বলেছেন: যাক বাবা বাইচা গেলা! হু:আ:র "পাকসারজমিনসাদবাদ" পাইলে তো আপনেরে পিডাইয়া কুতুব মিনার বানাইয়া দিত!

পিচ্ছি পুলাপাইনের এইগুলাইন পড়তে নাই!! ঠিকাছে ! মন থাকে যেন?

১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৩

আলিম আল রাজি বলেছেন: মনে থাকবে মানে!! একশোবার মনে থাকবে।

৫৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৩

মিরাশদার১০ বলেছেন: বাহ !
এই পোস্ট আগে পড়ি নাই তো!

পড়ে মজা পাইলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৭

আলিম আল রাজি বলেছেন: শুনে ভালো লাগলো আপু। শুকরিয়া।

৫৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

তাশমিয়া বলেছেন: হাহা।মজার হইতেসে তো! :)

২য় পর্ব লিখো না কেন? :-/

১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৩

আলিম আল রাজি বলেছেন: আসলে আমার দ্বারা ধারাবাহিক লেখা হবে না! তীব্র আফসুস!!!!!!!
বাই দা ওয়ে ঈদ মোবারক্সক্সক্সক্স।

৫৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২১

হঠাৎ বৃষ্টি! বলেছেন: হা হা =p~

বিয়ে নিয়ে কত ভাবনা

১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫১

আলিম আল রাজি বলেছেন: হা হা। দাড়ান, দেখি।

৫৬| ১৮ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দোহারে একটা জায়গার নাম বউ বাজার।
অনেক ছোট বেলায় আমি মনে করতাম ওই বাজার থেকে সবাই বউ কিনে আনে।

বড় হয়ে দেখি আমার ধারণা ভুল!

১৮ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৭

আলিম আল রাজি বলেছেন: হাহা। আপনার ভাবনা আমার থেকে বেশী বেরাছ্যাড়া। ;)

৫৭| ২৬ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৫

ভেড়া বলেছেন: :)

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০৩

আলিম আল রাজি বলেছেন: :)

৫৮| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২১

কাঠের খাঁচা বলেছেন: যখন আরেকটু বড় হলাম, তখন আরেকটু বুঝতেও শুরু করলাম। সাথে পড়ে গেলাম একটা বিরাট টেনশনে। সব ছেলেরা দেখি বিয়ের পরে বউদের নিয়ে একাএকা ঘুমায়। কিন্তু আমার বাবা মা তো আমাকে একা ঘুমাতে দেয় না!! একা ঘুমালে নাকি ভূত আসে। তাহলে তো বিয়ের পরেও দিবে না। :( এখন কি হবে?


=p~ =p~ =p~ =p~

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৩

আলিম আল রাজি বলেছেন: এই টেনশন এখন আর নাই ভাই। এখন আমি জানি যে...................... :) :P

৫৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬

নীরব 009 বলেছেন: হি হি হি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৪১

আলিম আল রাজি বলেছেন: হু হু।

৬০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৮

টিপূ সুলতান বলেছেন: মামু তোমার পোষ্টে এই প্রথম মন্তব্য ব্লক ট্লক কইরো না,, B:-/ ,, যাক শিক্ষিনীয় বিষয় শিখে রাখ কামে আইব আগামীতে তেড়া রাস্তা সুজা অইব :-P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১৭

আলিম আল রাজি বলেছেন: ডরান ক্যান? আমি কি খালি ব্লক করি নাকি!

৬১| ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৫

কাক নং ৭৯৯ বলেছেন: দ্বিতীয় পর্ব চাই , দ্বিতীয় পর্ব চাই !

৬২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

"স্বামী স্ত্রীর মধুর মিলন"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.