![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিড়ের মধ্যে নিরবতা খুজি, ক্ষণিকের জন্য আমি আমার সর্বস্ব।
আজ সব কিছু বিচ্ছিন্ন
হাহাকার চারিদিক,
নেশায় আমি আচ্ছন্ন
তুমি বিপরীত।
আজ আমিই নত
যত তোমার আছে দম্ভ,
আবার বলবে বুঝিনি তোমায়
খাড়া করে অতিতের স্তম্ভ।
বুঝেও বোঝার চেষ্টায়
ছিলাম তো আপ্রাণ,
তবে কেন এতো দম্ভ
করেছে তোমায় হয়রাণ।
রাগারাগি বিদ্বেষ
করে ফেলে সব কিছু শেষ,
রাগারাগি তেই লুকায়িত যে
ভালোবাসার কিছু রেশ।
আসবো ফিরে বলে
পেয়েছো কোথায় এতো তেজ!
ভালোবাসা এতো ক্ষিণ,
অল্পতেই সব কিছু শেষ! ??
তবে হ্যা,,
যা ঘটেছিলো
সেটাতে আমারি ছিলো ভূল,
বিক্ষিপ্ত কথার বুলিতে
করে ফেলেছো তুমিও ভূল।
কিন্তু পার্থক্য ,,
কথার ছলে আমি
ভূল করেছি স্বীকার,
তবে তুমি তো
নত হতে নির্বিকার।
তাই হাসির ছলে
সবকিছু শেষ,
কথার ছুড়িতে হয়ে গেল
ভালোবাসার পরিশেষ। ।।
©somewhere in net ltd.