নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে বেড়াই তোমার সমুদ্রে, যার মাথার উপর আমি বিশাল আকাশ।

রেহান শুভ

ভিড়ের মধ্যে নিরবতা খুজি, ক্ষণিকের জন্য আমি আমার সর্বস্ব।

রেহান শুভ › বিস্তারিত পোস্টঃ

সূর্যের রক্তিমতায় চাঁদ

০২ রা মে, ২০১৬ রাত ১২:০২

আকাশে যে সূর্য অবলিলায় হাসে,
রাত্রি কালে ওই তিমির
ক্রুদ্ধভাবে ভাসে।

দিনের আলোয় যে চাঁদ পায়না
অবকাশ,
জোৎস্না দিয়ে ভরিয়ে রাতে
ভাবায় একরাশ।

সূর্য্যি মামার হাসি কান্নায় দিন
আর রাত,
সেই জন্যেই উথান পতন
না বাড়ালেও হাত।

সূর্য্যি মামা মূর্ছা গেলে কাঁদে এক
পাশে,
ওই পাশে তে চাঁদ মামা
মুখ লুকিয়ে হাসে।

সেই হাসিতেই চাঁদ মুছে দেয়
সূর্যের মূর্ছনা,
মূর্ছনাই যে জোৎস্না হয়ে জাগিয়ে
তোলে যাতনা।

যাতনা তখন রঙ বদলায় রাঙিয়ে
তোলে তুষ্টি,
তুষ্টি তখন তুষ্ট হয়ে
তৃপ্ততার করে সৃষ্টি।

সৃষ্টি তখন আসল রুপে খুঁজতে থাকে
রহস্য,
লুকিয়ে রাখে যাতনা টাকে যাতে
না হয় প্রকাশ্য।

যাতনা তখন বাধা পেয়ে ছড়িয়ে
পড়ে ভালোবাসায়,
ভালোবাসা ব্যস্ত হয়ে হাপিয়ে
প্রেম পিপাশায়।

চাঁদের আলোয় এই পিপাশা বাড়ে
যতোখানি,
প্রেমের তরী দূর আকাশে দেয় ততো
হাতছানি।

সূর্য্যি মামা আর চাঁদের মাঝে;
এইভাবে যে প্রেম বাঁচে
সেই প্রেম আরো নিগুঢ় হয়ে;
ভালোবাসার গল্প রচে।


#সূর্য নিভে গেলে সেই শূন্যস্থান
পূরণ করে চাঁদ তার জোৎস্না দিয়ে।
সেই জোৎস্না আমাদের যাতনা কে
জাগিয়ে তোলে এবং সেই যাতনা
রুপান্তরীত হয়ে আমাদের মনে
ভালোবাসার রুপ নেয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ১:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন:

২| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:৩৩

রেহান শুভ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.