![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মার সৎকারে দিনগুলো বহমান
"When one door closes another door opens, but we often look so long and so regretfully upon the closed door that we do not see the ones which open for us.
আলেক্সান্ডার গ্রাহাম বেল এর এই উক্তির যথার্থতা আমরা চাইলে বাস্তব জীবনে প্রত্যহ ই উপলব্ধি করতে পারি। আমার ক্ষেত্রে প্রায়শই এমন ঘটতে দেখি। লোকাল বাসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একটি সিটে বসার জন্যে। কিছুদূর যাবার পর একটি সিট খালি হলে যখন দেখি অন্য কেউ সেখানে বসে পড়েছে তখন বেশ আফসোস হয়। অথচ এটা খেয়াল করিনা আমার ঠিক পাশেই আরো একটি সিট খালি হয়ে গেছে। এমন হাজারো ঘটনা ঘটতেই আছে।
মূলকথা হলো আমাদের পার্সেপশন এ সমস্যা। আমরা সার্বিক দিকটি মাথায় রাখিনা। একদিকে ফোঁকাস করতে গিয়ে অনেক সময়ই সবদিক হারিয়ে ফেলি। এমনকি কারো উদ্দেশ্যে কোনকিছু বলতে বা করতে গেলে খুব কম সময়ই নিজেকে অপর পার্শে চিন্তা করি। এটা ভাবতে চাইনা, আমি যেটা নাইন দেখছি ন্য কে সেটা কেনো সিক্স দেখছে? অথচ এটা নিয়ে একটু ভাবলেই প্রতিটি বিষয়ের যথার্থতা অতি সহজেই উপলব্ধি করা যায়। এবং খুব সহজেই সবকিছু জাজ করে ফেলা যায়।
আমরা বাঙ্গালিরা ভাবতে অভ্যস্ত না। চিন্তা করতে অভ্যস্ত। কোন একটা বিষয় নিয়ে ভাবনা আর চিন্তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। চিন্তায় নেগেটিভ দিকটি বেশি পরিলক্ষিত হয়। আর ভাবনায় যুক্তি থাকে বেশি। চিন্তায় আফসোস ও থাকে অনেক সময়। অথচ ভাবনায় নতুন কিছু আইডিয়ার উদ্ভব হতে পারে।
আমরা চাইলেই সব চিন্তাগুলোকে ভাবনাতে পরিবর্তন করতে পারি। যার জন্যে প্রয়োজন সুস্থ মানসিকতার অনুশীলন। সবকিছুর মাঝে যেটুকু পজিটিভিটি আছে খোঁজার চেষ্টা করি। নেগেটিভিটি যত ক্ষতিই করুক না কেনো, এভোয়েড করতে শিখি। ইন শা আল্লাহ জীবন বদলে যাবে।
©somewhere in net ltd.