![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।
এত রাত জাগো কেন ?
তুমি কি প্রেমিক না নিঃসঙ্গ ?
নাকি আমার মত বাউল ?
অনেক বেশি প্রশ্ন করে ফেললাম, তাই না ?
আসলে,
রাতের পর রাত জেগে আমিও ক্লান্ত ।
আমিও মানুষ, ক্লান্তিহীন দানব নই ।
একি, তুমি কাঁদছ কেন ?
হুম্ম, কাঁদবে নাই বা কেন !
মাঝরাত তো কাঁদারই সময় ।
পাশের বাড়ির তিন মাসের বাচ্চাটা
আর আমার পাড়ায় নতুন আসা বেড়ালটাও কাঁদে;
আমার সাথে ।
তুমিও যে কাঁদ জানতাম না ।
তুমি জানতে,
আমার পাশের ফ্লাটের তিন মাস উনিশ দিনের শিশুটার কথা ?
সত্যি বলতে,
এই বিশাল পৃথিবী নামক কাফেলার
কতটুকুরই বা খবর রাখি আমরা !
আচ্ছা,
কখনো অন্যকে কাঁদিয়ে নিজে কেঁদেছ ?
এই, সাড়া দাও না কেন ?
ঘুমিয়ে পড়লে নাকি ?
ঘুমিয়ে ত পড়বেই, অনেক রাত হল যে...।
রাত কোথায় !
এতো ভোর !
হুম্ম, সকালে আমরা সকলেই বদলে যাই ।
সূর্যরশ্মি আমাদের বদলে দেয় ।
দিনের আলোতে আমরাই মহাবীর !
আমি আর তুমি কলেজে বা অফিসে
নয়তো, ইস্কুলে বড় কোন পণ্ডিত ।
পাড়ায় আসা নতুন বিড়ালটা,
পুরনো কাকগুলো কে তাড়িয়ে বেড়ায় ।
তিন মাসের বাচ্চাটা হঠাৎ
দু'বছরের হয়ে ওঠে ।
বাগানের প্রজাপতিটাকে তাড়িয়ে নিয়ে চলে ।
সেও, রবীন্দ্রনাথের বীরপুরুষ ।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
কাব্যহীন রেওয়াজ বলেছেন: সেই "কারো জন্যের" "কারো" টা কে ??????
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১২
আমি ব্লগার হইছি! বলেছেন: কোন কথা হবে না। হেব্বি !!!
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ১০:১৯
স্লিপওয়াকিং সাদমান বলেছেন: অসাধারণ, জাস্ট অসাধারণ। তোর ফ্যান হই গেলাম ভাই...
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০
কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রতি শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭
ইষ্টিকুটুম বলেছেন: মনে হচ্ছে যেন কথাগুলো আমাকেই বলেছেন। মন ছুঁয়ে গেলো। মনটা ভালো নেই একেবারেই। কারো জন্য অভিমানী হয়ে উঠেছে!!