নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

বালিশ ভেজার গল্প (একটি গল্প অথবা ছন্দহারা কবিতা)

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

তারপর আসবে রাত;

ঘনকালো আঁধারের মৃতরাত ।

সেই রাতে,

পূর্ণিমার আলো থাকব না,

আলো জালবে না দুষ্ট জোনাকিদল ।

দূর থেকেই

পথ দেখাবে না বহুদূরের ধ্রুবতারা ।

মেঘগুলো ভারী হয়ে ঝড়ে পড়তে চাবে,

কিন্তু বাঁধা দিবে কে যেন !

সেই বাঁধা,

অগ্রাহ্য করার ক্ষমতা মেঘ-কন্যাদের নেই ।

ওরা,

উন্মাদ হয়ে পড়বে মৃত্তিকার স্বাদ নেয়ার জন্য ।

কিন্তু বৃষ্টি হয়ে নেমে আসবে না ।

নিষেধ অমান্য করার শাস্তি বড়ই কঠিন,

ওরা শাস্তি চায় না, ওরা মৃত্তিকা স্পর্শ করবে না ।





এই রাতে বৃষ্টি না হলেও, ভিজবে কিছু বালিশ ।

অবশ্য,

বদ্ধ দরজার এপাশে বালিশগুলো রোজ ভিজে ।

ভিজে ভিজে তাতে দাগ পড়ে ।

দাগ থেকে হয় আল্পনা ।

তারপর শুকিয়ে যায়, মিলিয়ে যায় অজানায় ।

কেউ জানতেও পায় না ওদের সিক্ত হওয়ার গল্প ।

হয়ত কেউ জানতেই চায় না ।

সত্যিই,

এই সব গল্প কেউ শুনতে চায় না ।

সবাই শুনতে চায়,

হাতধরে পাশাপাশি রেললাইনে চলার কবিতা,

অথবা,

পাঁচ-দশ টাকার বাদাম হাতে রিক্সার টুংটাং শব্দ ।





বালিশ ভেজার একটা গল্পই লিখতাম ।

কিন্তু,

কলম বিদ্রোহ করেছে যেন ।

সেও শুধু লিখতে চায় স্বপ্নযাত্রার ভ্রমণকাহিনী ।

যেই স্বপ্ন গুলোর সমাপ্তি ঘটে স্বপ্নেই ।

বাস্তবতা থেকে দূরে থাকতে চায়,

কালোকালীর দল ।

বাস্তবতা যে তাদের থেকেও কালো ।

সবার জন্য হয়ত কালো নয় ।

কারও কারও জন্য হয়ত রঙ্গিন -

লাল, গোলাপি, খয়েরী কত্ত রং !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২

রায়ান ঋদ্ধ বলেছেন: বালিশ ভিজে হয়তো...... কিন্তু সকাল হলে সেই মানুষগুলোই ভেজা দাগের সমালোচনা করে সিন্দুক বন্দী করে রাখে। আবার রাত হলে অন্ধকার হাতড়ে সিন্দুকের চাবি খোঁজে। মানুষ বড়ই বিচিত্র!

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

কাব্যহীন রেওয়াজ বলেছেন: পোস্টের থেকে কমেন্টটাই সুন্দর আর ভাববার মত......।



মানুষ বড়ই বিচিত্র....।

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বালিশ না ভিজুক। রঙে মিশে যাক পৃথিবী।

কবিতার থিমটা সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

কাব্যহীন রেওয়াজ বলেছেন: পৃথিবীর সব চেয়ে সুন্দর রং মনে হয় 'অশ্রুর রং'......।



ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.