নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে ম্যান্ডেলা এবং বাঙলাদেশ

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

এই মহাবিশ্বের একজন নায়ক মারা গেলেন । নেলসন ম্যান্ডেলা । তাকে নিয়ে আমি কিছু লিখিনি । তাকে নিয়ে লেখার মত আমার যোগ্যতা আছে বলে মনে করি না । এই লেখার শুরুতেই তার নাম থাকলেও লেখাটা তাকে নিয়ে না, বাঙলাদেশ কেন্দ্রিক ।



শুধু নিজের অযোগ্যতা না, তাকে নিয়ে না লেখার আরেকটা কারণ আছে । আমরা যেখানে আমাদের ‘জাতির জনককে’ তার প্রাপ্য সম্মান দিতে পারি না, সেখানে সুদূর আফ্রিকার পঁচানব্বই বছর বয়সী একজন বৃদ্ধের জন্য সম্মান কামনা করা হাস্যকর বৈকি (আমাদের দেশে অবশ্য পঁচাত্তর-পঁচানব্বই বছর বয়সীদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা আছে, তারা মানবতাবিরধি অপরাধ করলেও ছাড়া পেয়ে যান নামমাত্র প্রহসনের শাস্তিতে) ।



আমাদের দেশে ‘আকস্মিক জন্মলাভ’ করা সেনানায়ককে শ্রদ্ধা প্রদর্শনের জন্য অপমান করা হয় জাতির জনককে । একাত্তরে যারা এই দেশের বিরুদ্ধে ছিল, যারা গাইতে চেয়েছিল ‘পাকসারজামিন সাদবাদ’, যারা আজও চান-তারার স্বপ্নে বিভোর তাদের অবৈধ সন্তানেরা অসম্মান করে মুজিবকে; নরপশুরা অসম্মান করে এই রাষ্ট্র যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল তাকে । আবার বঙ্গবন্ধুর নিজের দল তাকে পরিণত করেছে পণ্যে । তার নাম ভাঙ্গিয়ে দুর্নীতিবাজ মন্ত্রী বারবার ফিরে পেতে চায় আরামের গদি । "জয় বাঙলা,জয় বঙ্গবন্ধু" স্লোগানটি হওয়ার কথা ছিল সারা বাঙলার। কিন্তু বিস্ময়কর ভাবে সেটা কুক্ষিগত হয়েছে নির্দিষ্ট একটি দলের কাছে। আজ জাতির পিতার নাম নিলে নির্দিষ্ট একটি দলের ট্যাগ লেগে যায় গায়ে, অথচ আমি/আমরা ঐ দলের সঙ্গে যুক্ত নই।



অন্য একদল ভন্ড নেমেছে হাতে বিভ্রান্তির ঝুলি নিয়ে। ওরা দেশকে বিভ্রান্ত করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ওদের মতে জাতির পিতা ইসলাম ধর্মের নবী ইবরাহিম (আঃ)। কি আজব!! এরা জাতি কি সেটাই বুঝে না... ইবরাহিম (আঃ) অবশ্যই জাতির পিতা, কিন্তু উনি মুসলিম জাতির পিতা, বাঙলাদেশিদের জাতির পিতা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান"। দুজনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন, একজন একটি ধর্মের অন্যজন একটি ভুখন্ডের, একটি একক ভাষাভাষী জনগোষ্ঠীর।



আমাদের দেশের যুব সমাজ রাজনীতি করে না, রাজনীতি বুঝেও না কিন্তু খুব ভালো গালাগালি করতে পারে । দুই একজন যারা রাজনীতি করে তারাও এরশাদ নামক এক ভাঁড়ের জোক্স শুনে হাসতে হাসতে লুটোপুটি খায়; আগের দিনে তারা কিসের জন্য আন্দোলন করেছিল ভুলে যায়, বেমালুম। ভুলে যায় ফেলানি, বিশ্বজিৎ অথবা মনিরের কথা ।



এই সব অভিজ্ঞতা থেকেই ‘বর্ণবাদ বিরোধী পঁচানব্বই বছরের তরুণ ম্যান্ডেলা’ সম্পর্কে কিছু লিখি নি । লেখার সাহস পাইনি । তাকে এই দেশের কিছু বিকৃত মনের অধিকারী অশিক্ষিত মানুষের সামনে তুলে ধরতে চাই নি ।



আসলে আমারা অনুমান কতটুকু ঠিক ছিল, তার হদিস পাই ফারাবি বা ফারারি নামের একজনের স্ট্যাটাসে । সে মেন্ডেলার নাম দিয়ে লেখা শুরু করে শেষ করেছে ধর্ম দিয়ে । তার কাছে মনে হয়েছে ম্যান্ডেলা বা বিধর্মী কোনও মানুষ যত ভালো কাজই করুক না কেন সে স্বর্গে যেতে পারবে না, তার স্থান জাহান্নামে । আসলে বুদ্ধি-প্রতিবন্ধি ছাড়া কারও পক্ষে এধরণের অপ্রাসঙ্গিক কথা বলা সম্ভব কিনা তা নিয়ে নাসায় গবেষণা হওয়া উচিৎ বলে আমি মনে করি (অবশ্যই, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের :p ) । সত্যি বলতে এই ধরণের মৌলবাদী, উগ্রপন্থি, সাম্প্রদায়িক মানুষের মনকে ম্যান্ডেলার পক্ষেও ছুঁয়ে যাওয়া অসম্ভব। উনি ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে, অথচ এই ধর্মান্ধদের মনের মধ্যে শুধু সাম্প্রদায়িকতার বিষবাষ্প।



যদিও আমি নিজে ধার্মিক না তবু একটা কথা বলি,'যারা সব জায়গায় ধর্ম টানে তারা ধার্মিক না,বকধার্মিক’



ভাল থাকুন সময়ের অগ্নিপুরুষ ম্যান্ডেলা ।



- ফাহিম শিহাব রেওয়াজ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর বিশ্লেষণ ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

কাব্যহীন রেওয়াজ বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ ভাইয়া ।




শুভকামনা ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

রায়ান ঋদ্ধ বলেছেন: সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানুষ, মানুষইনিজেদের ভাগ করেছে ধর্মে!

সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন, যাদের ধর্ম মানবতা। নিশ্চয়ই যে মানুষ মানবতা ধর্ম থেকে বিধর্মী সে কখনোই স্বর্গে যাবে না। যে স্বর্গে যাবে না সে অবশ্যই ম্যান্ডেলা না!

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

কাব্যহীন রেওয়াজ বলেছেন: হুম্ম, “God has no religion.” ― Mahatma Gandhi

বিধর্ম বলতে মানবতা ত্যাগ করে পশুত্বে অর্জনই বুঝি...। এদের সংখ্যাও কম নয়....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.