নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

ক্ষয়িষ্ণু শ্রদ্ধাবোধ

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭



সবকিছুই খারাপ; সবই অশুভ, অশ্লীল, অশুচি।

আমিও দূষিত হয়ে মন্দ মন্দিরে নোংরা হয়ে বাঁচি।

আমি বাঁচি,

তোমাদের অহেতুক শত অভিযোগ আর অভিশাপে।

নষ্ট আমি, এগিয়ে চলি নরকের পথে ধাপে ধাপে।

দেখেছ তোমরা,

আমি এগিয়েছি কালিমাখা চির নোংরামির অন্ধকারে।

করেছ কি অনুভব আমিও পুড়েছি আমারই ভিতরে?



তোমরা শুধু লিখেছ হাজারো কানুন, করনি পালন,

তবে কেন আমরা করব না তোমাদের নীতি প্রতিস্থাপন।

বৃদ্ধ,

তোমাদের দুর্নীতি আর অপনীতির সবই জানি,

তবু কেন চাও তোমাদের নিয়ম আমরা মানি?

আমরা চাইনি তোমাদের উৎশৃঙ্খল রেষারেষি,

চেয়েছিলেম শান্তি,ভেবেছিলাম হব না প্রবাসী !

তবু থামো নি তোমরা; দেখেছ শুধু আপন স্বার্থ।

আমরা চেষ্টা করার আগেই বলেছ, "তোরা ব্যর্থ"।



উড়তে দাও আমাদের, দাও মোদের মুক্তি,

রুখতে আমাদের, দেখিও না আর তোমাদের ভ্রান্ত যুক্তি।

আমরা চলছি, "ঊষার দুয়ারে হানিতে আঘাত"।

আমরা জানি,মুষ্টিবদ্ধ করতে এ দু'হাত।



আজ করব পাঠ নব্য-নয়া ইশতেহার;

যে বুলেটিন করবে সকল দুষ্টের সংহার।

দিব,ছুটি দিব, যত আছে নোংরা অশুচি খারাপের দল,

দিব বাজিয়ে আরোও জোরে, তারুণ্যের মাদল।





---

18 October, 2013

ক্ষয়িষ্ণু শ্রদ্ধাবোধ

ফাহিম শিহাব রেওয়াজ

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

ময়না বঙ্গাল বলেছেন: একবিংশের রাষ্ট্রদর্শন ও রাজনীতি শীর্ষক একটি রুপরেখা স্লোগানিক মেথডে তৈরি করেছি । ব্লগে এখনও উপস্থাপন করিনি। ০১৫৫৬৪৬৫৯৭৩ নাম্বারে আপনার ইমেইল নাম্বার চাই। বিবেকইজম হলো রাষ্ট্রদর্শন। আপনার পবিত্র আবেগ আমাকে অনুপ্রানিত করলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ভাইয়া, আমি ছোট্ট মানুষ । আপনার কথা ঠিক বুঝলাম না....।



এখানে কথা বলতে পারেন -
http://www.facebook.com/arekti.chutirdin

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমি এগিয়েছি কালিমাখা চির নোংরামির অন্ধকারে।
করেছ কি অনুভব আমিও পুড়েছি আমারই ভিতরে?
সুন্দর ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া.........।। :)

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

লাবনী আক্তার বলেছেন: আজ করব পাঠ নব্য-নয়া ইশতেহার;
যে বুলেটিন করবে সকল দুষ্টের সংহার।
দিব,ছুটি দিব, যত আছে নোংরা অশুচি খারাপের দল,
দিব বাজিয়ে আরোও জোরে, তারুণ্যের মাদল।


চমতকার!সমসাময়িক লেখা। ভালো লাগা রইল ভীষণ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপু.....।। :)



আপনার জন্য ও শুভকামনা থাকল....।।।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

কাব্যহীন রেওয়াজ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ.....।।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর!!!!!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....! :)


ভালো থাকবেন ....।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....! :)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ক্ষয়িষ্ণু মানবতার যথার্থ প্রতিচিত্র।

সুন্দর কবিতা।


জ্বলে ওঠি কাব্যিক প্রতিবাদে...!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

কাব্যহীন রেওয়াজ বলেছেন: কাব্যিক মন্তব্য এবং বিশ্লেষণের জন্য ধন্যবাদ, ভাইয়া.....। :)



শুভকামনা থাকলো....।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ইচ্ছা তবে বেশ কঠিন। ভাল।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

কাব্যহীন রেওয়াজ বলেছেন: সবাই মিলে 'ইশতেহার পাঠ" করলে খুব কঠিন হবে বোধ করি না.....।




মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। :)

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

বোকামন বলেছেন:






"ঊষার দুয়ারে হানিতে আঘাত"।
আমরা জানি,মুষ্টিবদ্ধ করতে এ দু'হাত।


এই অনুভব এই দ্রোহ জাগ্রত থাকুক ।
প্রত্যয়দৃঢ় কণ্ঠে বেজে চলা এই তারুণ্যের মাদল; আশার আলো আমাদের সকলের জন্যে ...... ।

ভালো থাকুন এবং এগিয়ে চলুন ।
শুভকামনা এবং সালাম ।

+

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

কাব্যহীন রেওয়াজ বলেছেন: এই দ্রোহ, এই অনুভব আমাদের সবার মাঝেই ছড়িয়ে দিয়েছেন বিদ্রোহী কবি নজরুল ....। আমি একটু ধার করেছি মাত্র.....।


সবাই নজরুলের অনুভূতি অনুভব করুক... এই প্রত্যাশায় ...........




আপনার প্রতি ও শুভেচ্ছা এবং শুভকামনা রইলো ....। ভালো থাকবেন.....। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.