![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।
বসন্ত পাবে, গীত, হেমন্তের শীত, বসন্ত পাবে ।
বসন্ত পাবে, পুকুর, অভুক্ত কুকুর, বসন্ত পাবে ।
বসন্ত পাবে,সূর্যি কিরণ, ছায়া মাখা রোদ ।
বসন্ত পাবে, মাছ রাঙা, ব্রক্ষ্মপুত্র নদ ।
বসন্ত পাবে ।
বসন্ত পাবে, পঞ্চদশী মন, তপ্ত নিশ্বাসের ব্যাকরণ, বসন্ত পাবে।
বসন্ত পাবে, অট্টালিকা, তার ভিতরের বালিকা, বসন্ত পাবে।
বসন্ত পাবে, কাজল, বালিকার চুড়ি ।
বসন্ত পাবে, টিপ, যত্নে রাখা নুড়ি ।
বসন্ত পাবে, দেবী, কিশোর-প্রেমিক-কবি, বসন্ত পাবে।
বসন্ত পাবে, গদ্য, মুক্তমনের শব্দ, বসন্ত পাবে।
বসন্ত পাবে, পথিক, দূর মেঠো পথ ।
বসন্ত পাবে, যুক্তি, ভিন্ন যত মত ।
বসন্ত পাবে, মানবতা, সুপ্ত মনের কথা, বসন্ত পাবে।
বসন্ত পাবে, বিড়াল, আধ-ছেড়া শাল, বসন্ত পাবে।
বসন্ত পাবে, নিশি, শীতের শবনম ।
বসন্ত পাবে, সাহিত্য, বিশ শতকের সুররিয়ালিজম ।
বসন্ত পাবে, গোলাপ, সুশ্লীল-আনন্দপাপ, বসন্ত পাবে।
বসন্ত পাবে, বসন্ত পাবে, বসন্ত পাবে ।
---
২৩-০১-২০১৪ (রাত ৯টা ৩৩ মিনিট)
বসন্ত শুভেচ্ছা...
ফাহিম শিহাব রেওয়াজ
(হুমায়ুন আজাদ স্যারের 'শুভেচ্ছা' কবিতার অনুরূপে)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া......।
আপনাকে আবারও বসন্ত শুভেচ্ছা...।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা ।