নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

ফাঁসি হবে; কবে?

২৬ শে মে, ২০১৪ রাত ৯:৩৮

সামনে রাখা কফির মগ থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। শরতের শাদা মেঘের মত। অনেক আস্তে উপরে উঠে যাচ্ছে; ধীরে আরও ধীরে। কোনো তাড়া নেই, বাঁধা দেয়ারও নেই কেউ। ওপারেরও সব দেখা যাচ্ছে, একটু ঝাপসা। শীতের সকালের মত ধোঁয়ার ওপারের সব কিছুই ঘোলাটে। যেন রাশি-রাশি কুয়াশা ঢেকে ফেলেছে বাস্তবকে।



হঠাৎ ছোট্ট মগ থেকে বিশাল থেকে এক হাত বেরি আসে। বিশাল-শক্ত-মজবুত-শক্তিশালী আর, আর ...। বাতাসের সাথে ঘূর্ণিপাক খেতে খেতে হাতটা বিশাল থেকে বিশালত্বর হয়; তারপর আরোও বিশাল, তারপর আরোও... এভাবেই বাড়তে থাকে পৌনঃপুনিক হারে। হাতটা শেষে রূপ নেয় একটি অতিকায় মুষ্টিতে। শক্তিতে ভরা একটি মুষ্টি। মনে হয়, সূর্যের সব শক্তি-বিক্রম-শ্রেষ্ঠত্ব অপহৃত হয়েছে এই ধোয়াঁরাশির দ্বারা।



এভাবেই সূর্যশক্তি নিয়ে একটি মুষ্টি এগিয়ে আসছে আমাদের দিকে। মুষ্টির গতি দ্রুত হচ্ছে, পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সকল শক্তি নিয়ে আরোও দ্রুততার সঙ্গে এগিয়ে আসছে আমাদের-বাঙলাদেশি-বাঙালির গলা বরাবর। এখনই গলা চেপে ধরবে। তারপর হুংকার দিয়ে বলবে –







________ সব ব্যানার-প্ল্যাকার্ড-ফেস্টুন-ব্যানার কোথায় ? ________আমাদের যারা খুন করল তাদের বিচার হবে না ?

তোমাদের দেশমাতৃকাকে যারা ধর্ষণ করলো তাদের বিচার হবেনা?________________________হবে?

______________________কবে হবে ?

___________________রাজপথ ফাঁকা কেন ?

_________ওরা যেন নির্বিঘ্নে গাড়িতে লাল-সবুজ লাগিয়ে আমাদের অপমান করতে পারে সে জন্য ?



মশাল-মোমবাতি-মনের মধ্যে জ্বলতে থাকা তোমাদের অগ্নিগিরি ________________সব এক ঝটকায় কিভাবে নিভে গেল?

____তোমরা আমাদের উত্তরসূরি? ভাবতে ঘৃণা হয়।

_________________ তোমাদের ‘উজ্জ্বল তারুণ্য’ কোথায় গেল ?

_______________________কোথায় তোমাদের ‘অগ্নিকন্যা’রা ?



হে প্রজন্ম বালক, হে প্রজন্ম বালিকা,

_________________ তোমাদের চেতনা, দ্রোহের গান, বিদ্রোহের কবিতা

_______________সবাই কি আজ শীত নিদ্রায়? কেন?



________________ হায় চেতনা, হায় তারুণ্য ।



ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৩

জাফরুল মবীন বলেছেন: জাতীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তন্দ্রাগ্রস্ত জাতিকে জাগিয়ে তোলার আপনার এই প্রচেষ্টা অভিনন্দনযোগ্য।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

কাব্যহীন রেওয়াজ বলেছেন: ধন্যবাদ....।


আসুন সোচ্চার হই যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.