নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক। আমি চাই পৃথিবী হয়ে উঠুক একটি সাম্প্রদায়িক গ্রহ। তবে আমার এবং আমাদের গ্রহের মানুষের সম্প্রদায় হোক একটাই - মনুষ্য সম্প্রদায়।

কাব্যহীন রেওয়াজ

নিজের সম্পর্কে লেখাটা লেখকদের কাজ । তাঁরা মোটা মোটা বই লিখে, আর সেই বইয়ের শেষদিকের মলাটে বইয়ের থেকে মোটা চশমা পড়ে নিজের সম্পর্কে কি সব হিবিজিবি লিখে । আমি মোটেও লেখক না; কবিও না । মাঝে মাঝে মনে যা আসে লিখি কিন্তু তাকে কখনই সাহিত্য বলা চলে না ।

কাব্যহীন রেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

চা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

প্রবাসী-অতিথি গ্রেফতার করেছে নগ্নশীত,
শীতার্ত হালকা হাওয়ায় দলতে থাকা ডোরবেল
কেঁদে ওঠে হঠাৎ - নিশ্চুপ হুঙ্কারে
বলে, ‘আসছে শীতসন্ধ্যা’,
শিশির সিক্তআলোয় ঝিলমিলি-জোনাকির দুর্গোৎসব ।
আমিও নিহত-বিনোদিত ।
আততায়ীর মত আমাকে খুন করে রাজনৈতিক-বিনোদন।


নব্য-প্যান্ডেরার হ্যান্ডব্যাগ থেকে
বেরিয়ে আসা পুরোনো অভিশাপের বিরুদ্ধে,
প্রকৃতির নালিশে জেগে ওঠে ঋতুর মাতৃত্ব ।
বিপথগামী আবহাওয়া নিবাস খুঁজে পায়
সূর্যের সামান্য অস্তিত্বে ।
সাঁঝ-রবি আলতা পরায় শাদা মেঘে,
আধো-আলো-আঁধারে কুয়াশা মেখে
নেমে আসে স্নিগ্ধা পরীর দল ।
সঙ্গে পশ্চিমের লাল টিপ পড়া রাজকন্যা ।
ধীরে ধীরে চুরি যায় অবশিষ্ট উষ্ণতাও ।
ধ্রুবতারার ঘোলাটে প্রতিচ্ছবি
চিরকুটে লিখে আগামী দিনের প্রাণ ।
তবু,
শীতেঘুমে না যাওয়া শেষ প্রজাপতিটা গান গেয়ে ওঠে
বিধবা রজনীগন্ধার জন্য;
শেষ বার । এরপর শীতমৃত্যু ।



এতকিছু থেকে,
________আমি আবার বিরতি চাই;
সঙ্গে, স্বর্গত্তাপ মেশানো এক কাপ চা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.