![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে বাসের জানালা দিয়ে রাস্তার ওপাশে এক অপরুপ মেয়ে নজর কাড়ে। প্রথম অনুভব করলাম Love at first sight কাকে বলে। মুহূর্তেই শরীরের সব ক্লান্তি দূরে হয়ে গেলো আর হৃদয়টা অন্য সময়ের চাইতেই আরো বেশী জোরে স্পন্দিত হয়ে বললো এই অপরুপাকেই তোর জীবন সঙ্গী বানাতে হবে। সকল লোক লজ্জা ভুলে মেয়েটাকে আরেকটু কাছ থেকে দেখার জন্য বাস থেকে নেমে দৌড়ে রাস্তার ওপাশে যেতেই রাজকন্যাটি ভিড়ের মধ্যে কোথায় যেনো হারিয়ে গেলো। হন্যে হয়ে খুজলাম চারিদিক। কিন্তু... তাকে আর পেলাম না।
আজো প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে বাসের জানালা দিয়ে সেই রাজকন্যার দাঁড়িয়ে থাকার জায়গাটার দিকে তাকিয়ে থাকি। এই ব্যাকুল চোখ দুটি আজো খুজে চলেছে তাকে। হয়তো কোনোদিন আবার দেখা পাবো তার।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২১
মোঃ মেহেদী হাসান সজীব বলেছেন: অনুভুতিটা সবচেয়ে মধুর...