নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

রিদওয়ান হাসান

শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর... যদি তা-ও পাই, আমি তা-ই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

রিদওয়ান হাসান › বিস্তারিত পোস্টঃ

[অনুগল্প] দেরি করে বাড়ি ফেরা

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

ঘড়ির কাটা বারোটা বাজতে চলেছে। থামানোর কেউ নাই, চলতেই আছে। একটু পর খ্রিষ্টাব্দ ক্যালেন্ডারের একটি তারিখ চিরদিনের জন্য খতম হয়ে যাবে। আমি ক্যালেন্ডারের নতুন তারিখের মতো হাজির হলাম। পকেট থেকে অনেক চাবি ঠেলে ফ্লাটের চাবিটা বের করলাম।
বিয়ের আগের জীবনে একটা আর্তি ছিল, ভালোবাসা পাই না-পাই, অন্তত কেউ যেন ঘরের ভেতর থেকে দরজাটা খুলে দেয়। অথচ এখন কলিংবেলে চাপ দিতেও ভয় পাচ্ছি। কথা শুনতে তেমন ডরভয় নাই, ভয়টা মূলত একজন মানুষের নিষ্পাপ ঘুমে বিঘ্ন সৃষ্টি করার। এ অপরাধবোধটা আমার অবিবাহিত জীবনের আদিখ্যেতাসুলভ ঘরের ভেতর থেকে দরজার খোলার কাঙ্ক্ষিত চাওয়া থেকে আমাকে নিবৃত রেখেছে। তাই দেরি করে বাড়ি ফেরা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার, তার সাথে নিজের দরজা বাহির থেকে আমাকেই খুলতে হয় প্রতিদিন। এ নিয়ে কিছুটা খেদও আছে।

দরজাটা খুলে দেখলাম ভেতরে নিশুতি অন্ধকার। ডিম লাইটের হালকা নীল আলোর ভিড়ে মশার কয়েলপোড়া ধোঁয়া এক আড়ম্বরি পরিবেশের জন্ম দিয়েছে। খাটে শুয়ে আছেন উনি, মানে উনিই। বুঝা যাচ্ছে না ঘুমিয়েছে কিনা। তাই বুঝার জন্য মুখটা তার মুখের কাছে নিতেই সে বেজে উঠল- এত রাতে পৃথিবীর কোনো স্বামী ঘরে ফেরে?

আমি চুপ করে রইলাম। ভাবলাম, ফেনীর দাগনভূঞায় স্ত্রী স্বামীকে কুপিয়েছে দেরি করে বাড়ি ফেরার কারণে। আমাকেও কোপাতে পারে, এমন শঙ্কা থেকে চুপ করে আছি, তা নয়। থেকে থেকে ভেবেছি তার জবাব ওই কোপানোর মধ্যেই নিহিত। একটি শোকান্তিক ঘটনা আজ আমার দেরি করে আসার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে, বিষয়টি ভিকটিমের পরিবারের কাছে কেমন লাগবে, সেটাই ভাবছি এখন।

সে এখনো শুয়েই আছে। আমার নিরবতা তাকেও অসার করে তুলেছে। মনে হয়, কিছু না বলে তাকে আজ ভাঙানো যাবে না। সে শক্ত নিথর হয়ে আছে।

বললাম, আমিই একমাত্র স্বামী যে এত রাতে ঘরে ফেরে, এটা হয়ত আংশিক সত্য। তবে গরিষ্ঠহারে স্বামীরা দেরি করে ঘরে ফেরে, জরিপ চালালে এমন তথ্য বেরিয়ে আসতে পারে, জানা নাই। কথাটা বললাম, যাতে সে তার মতাদর্শে আরো অনড় হয়। এবং হলোও তাই। সে কণ্ঠ থেকে ঘুমের সমস্ত ক্লান্তি কাটিয়ে অনেকটা ঝগড়াটে মেজাজে বলে উঠল, হ্যাঁ, একমাত্র তুমিই আছো! আর কেউ নাই, যে এত রাত করে বাড়ি ফেরে!

স্ত্রীমানসিকতাই হয়ত এমন। স্বামীর খারাপ গুণগুলোর স্বত্ত্ব শুধু তার স্বামীরই। আর ভালো গুণগুলো যেন উন্মুক্ত স্বত্ত্বাধিকার, যেন সব স্বামীরাই তা করে। একেবারে ইউনিক ভালো কিছু করলেও সেটার জরিপ স্ত্রীর কাছে দেখা যাবে, একেবারেই কমন। অমুক করে তমুক করে। এই তথ্যগুলো অবশ্য শুধু স্বামীর কাছেই প্রকাশ পায়। অন্য কোথাও বলতে গেলে আবার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ দেখা যায় এই স্ত্রীদেরই। কী আশ্চর্য এক সম্পর্ক!

যাই হোক, আমি দেখলাম সে আর শোয়া থেকে উঠবে না। তাই একপ্রকার জোর করেই আমার একহাত তার গ্রীবা দিয়ে, আরেকহাত তার হাটুর পেট দিয়ে উটকলের মতো তাকে টেনে তুললাম। একেবারে আমার বুকসমান উঁচুতে। আর ভেতরে ভেতরে নিজের শারীরিক অক্ষমতাকে ঢাকতে বললাম, তুমি অনেক ভারী হয়ে গেছ। সে একগাল হাসি ছড়িয়ে তার হাত দুটি আমার গলায় সাপের মতো পেঁচিয়ে ঝুলে থাকলো শরীরে।

বললাম, এত রাত করে কোনো স্বামী স্ত্রীকে ঘুম থেকে ডেকে এভাবে কখনো কোলে তুলে নেয়?

প্রশ্নটা শুনেই সে কী বিদ্রূপের হাসি! পরিচিত হাসি, আমাকে ঘায়েলকরা হাসি। বলল, কতজন আছে, তুমি একাই নাকি শুধু?

ব্যাস কাঙ্ক্ষিত সুযোগটা পেয়ে গেলাম। বীরের মতো হেসে বলে উঠলাম, তাহলে তো ঠিকই আছে। আমার এত রাত করে ঘরে ফেরাটা তো কমনই হলো, সবাই করে। আমি আর তেমন কী অপরাধী! এই বলে আমি হাতের বাঁধন ছেড়ে দিলাম। হাসতে হাসতে সে-ও শরীর থেকে আলগা হয়ে গেলো।

এরপর সে পরাজিতের সুখদ লজ্জার হাসি দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি।

হঠাৎ ঘুম ভেঙে গেলো। দেখলাম ঘড়ির কাটা টিক টিক করে বারোটা বাজতে চলেছে, তাকে থামানোর কেউ নাই...

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৯

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২

অপু তানভীর বলেছেন: আহ! কি চমৎকার সুখময় কল্পনা !

চমৎকার অনুগল্প !

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১

রিদওয়ান হাসান বলেছেন: অনেকেই ভাবছে কল্পনা। আবার যারা আমাকে খুব কাছ থেকে চেনে, তারা বলছে, তুই তো বারোটার আগে কোনোদিন ঘুমাস না! কেমনে কি? তাদের কেমনে কি’র জবাবে আমার একটু স্মিত হাসি ছাড়া আর কি?

ধন্যবাদ। প্রীত হলাম।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন:
একটি সুন্দর স্বপ্ন ভেঙে গেল ।

প্রথমে আমি এটিকে একটি বাস্তব গল্প ভেবেছিলাম, তবে ঘুম ভাঙার পরে হঠাৎ বুঝতে পারি যে এটি স্বপ্ন । :)
তবে এটি একটি সুন্দর স্বপ্ন । :P

সুন্দর গল্পের জন্য ধন্যবাদ ।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪

রিদওয়ান হাসান বলেছেন: স্বপ্ন ভাঙতে হয়। নয়ত স্বপ্ন থেকে বেঁচে থাকার জন্য মানুষ আত্মহত্যাপ্রবণ হয়ে উঠবে। তবে এটা সত্যি যে, কারো স্বপ্ন অন্য কারোর জীবনঘনিষ্ঠ বয়ান।

ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য। ভালোবাসা নিরন্তর।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: দারুণ লিখেছেন । শুভকামনা রইলো।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৫

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। প্রীত হলাম, পীড়িত নয়।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৯

ফয়সাল রকি বলেছেন: স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্ন দেখলে মন্দ হতো না।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৭

রিদওয়ান হাসান বলেছেন: স্বপ্নের ভেতর স্বপ্ন তার ভেতর স্বপ্ন। এত স্বপ্ন হলে মানুষ স্বপ্ন আর জীবনের মধ্যে দুস্তর মরুর বিস্তর ব্যবধানটা ভুলে বসবে। তবুও মন্দ কি?

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০

শামীম আহ্‌মেদ বলেছেন: বেশ

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৭

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

ফাহমিদা বারী বলেছেন: লেখনি সুন্দর।
অনুগল্পটিও বেশ ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ফাহমিদা বারী। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। প্রীত হলাম, পীড়িত নয়।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর গল্প লিখেছেন।

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৫

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৪

আখেনাটেন বলেছেন: বেশ! :D

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৬

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৬

রিদওয়ান হাসান বলেছেন: ভালোবাসা নিবেন। ধন্যবাদ।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প এমনি হয়। ভাল লেগেছে। ভাল থাকুন আরোা লিখুন।

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৬

রিদওয়ান হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪০

বলেছেন: পড়লাম।।

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১০

মাআইপা বলেছেন: বেশ ভাল হয়েছে অনুগল্পটি।
শুভকামনা রইল।

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৭

রিদওয়ান হাসান বলেছেন: আপনার প্রতিও রইলো শুভকামনা। নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: শিখলাম :প

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৭

রিদওয়ান হাসান বলেছেন: শেখাটা কাজে দিক। ধন্যবাদ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০২

এম এ হানিফ বলেছেন: সুন্দর লেখা।

০৪ ঠা মে, ২০২০ রাত ১২:৩৭

রিদওয়ান হাসান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.